ট্রেড কৈান সময় করা ভাল ?
আমি মনে করি 24 ঘন্টা ট্রেড এর জন্য ভাল , তবে তার পরেও অনেকের কাছে ট্রেড এর কিছু ভাল সময় আছে ।
আপনার মতে কোন সময় ট্রেড করা ভাল ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
Printable View
ট্রেড কৈান সময় করা ভাল ?
আমি মনে করি 24 ঘন্টা ট্রেড এর জন্য ভাল , তবে তার পরেও অনেকের কাছে ট্রেড এর কিছু ভাল সময় আছে ।
আপনার মতে কোন সময় ট্রেড করা ভাল ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ট্রেড করার জন্য উপযুক্ত সময় নেই কিন্তু কিছু স্ট্যাটেজি ফলো করলে লাভ করা সম্ভব তার মধ্যে অন্যতম হচ্ছে ধৈর্য্য আর আত্নবিশ্বাস তা একটি আদর্শ ট্রেডারের গুনাবলি বলে আমি মনে করি।
ফরেক্সে ট্রেড করার নির্দিষ্ট কোন টাইম নেই *। সপ্তাহের ৫ দিন এবং ২৪ ঘণ্টায় ট্রেড করা যেতে পারে । তবে সেটা নির্ভর করে প্রত্যেক ট্রেডারদের উপর । তবে যখন ফরেক্স মার্কেট গতিশীল থাকে তখনই ট্রেড করা উত্তম । ফরেক্স মার্কেট গতিশীল থাকে দুপুর ২টা থেকে রাত ১০ টা পর্যন্ত ।
ফরেক্স মার্কেটে যেকোন সময়ই ট্রেড করা যায়। ফরেক্স ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। এখানে সপ্তাহের পাঁচদিনের 24 ঘন্টাই ট্রেড করার জন্য মার্কেট ওপেন থাকে। সপ্তাহের শনি-রবি বাদে বাকি পাঁচ দিন চ্যাট করার জন্য মার্কেট খোলা থাকে। মার্কেট এনালাইসিস করে সঠিকভাবে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে পারলে সবসময়ই ট্রেড করার জন্য উপযুক্ত সময়। আপনি যদি মার্কেটের ট্রেন্ড বুঝতে না পারেন তাহলে কখনোই সফলতা পাবেন না। বুঝেশুনে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মার্কেটের সাপোর্ট সিস্টেম সম্পর্কে ধারণা নিয়ে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড নিতে পারলে প্রফিট করা সম্ভব। লোভ নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে ট্রেডিং করে যেতে পারলে সফলতা সুনিশ্চিত।
ফরেক্স মার্কেটে টুয়েন্টে ফোর আওয়ার ট্রেড করা যায় কিন্তু উপযুক্ত সময় বলতে গেলে আমরা পর্যালোচনা করি তাহলে ফরেক্স মার্কেটে টাইম সেশন মার্কেট মুভমেন্ট বেশি করে থাকে। ফরেক্স মার্কেটের টাইম সেশন চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো লন্ডন টাইম সেশন, নিউইয়র্ক টাইম সেশন, সিডনি টাইম সেশন এবং বেইজিং টাইম সেশন। এই টাইম সেশন গুলোর মধ্যে লন্ডন ও নিউইয়র্ক টাইম সেশন সময়ে ট্রেড করা ভালো। যেটি শুরু হয় বিকেল দুইটা থেকে রাত ১১ঃ৩০ পর্যন্ত আমি উত্তম সময় মনে করি।
ট্রেড করতে কোন নির্দিষ্ট সময় লাগে না। আপনি আপনার ইচ্ছামত যখন খুশি ট্রেড করতে পারেন, এটার জন্য কোন প্রকার সময় ধরা বাধা নাই।
জি ফরেক্স মার্কেট এ ২৪ ঘন্টা ই ট্রেড করা যায়, এবং ২৪ ঘন্টা ই ট্রেড করার জন্য উত্তম, মার্কেট সপ্তাহে দিন খোলা থাকে, এই দিনে যে কোনো সময় ই ট্রেড করা যায়, আসলে ট্রেড নির্ভর করে মার্কেট এর অবস্থার উপর মার্কেট এর অবস্থা যদি অস্থিতিশীল হয়, কোন সময় মার্কেট বেশী মুভ করবে তা জানা যায়। তাই সঠিক সময় ট্রেড করলে অল্প সময়ে বিরাট মুভমেন্ট লক্ষ্য করার সময় ট্রেড করলে বেশী লাভবান হওয়া যায় বলে আমি মনে করে।
ফরেক্স মার্কেটে আমরা সবাই আমাদের ইচ্ছা মত যেকোনো সময় আমাদের ট্রেড ওপেন করতে পারি । এর কোন বাদা নেই। একজন ভালো ট্রেডার উনি সব সময় মার্কেটিং অবস্থা বুঝে ট্রেড করে থাকেন তাই উনি এত বেশি ভালো সময়ের জন্য পথ চেয়ে বসে থাকেন না । তবে কিছু সময় এ মার্কেট অনেক বেশি মুভ করে। ওই সময় গুলোতে ট্রেড করে ভালো পজিশন বিল্ড আপ করা যায়। তবে মার্কেট যখন বেশি অস্থিথিশীল হয় তখন মার্কেট পর্*যাবেক্ষন করে ট্রেড এ এন্ট্রি নিতে পারেন।
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে । এই সময়ের মধ্যে যেকোনো সময়ই ট্রেড করা যায়। কারন সবসময়ই মার্কেটে মুভমেন্ট থাকে। তবে সবসময় মার্কেটে এক রকম মুভমেন্ট থাকে না। যে সময় মার্কেটে বেশি মুভ হয় সে সময়ই ট্রেড করা ভালো। আমার মতে দুপুর ২টা থেকে রাত ১০ টা ট্রেড করার জন্য খুবই উপযোগী সময়।
ট্রেড করতে কোন নিদিষ্ট সময় লাগে না।তাবে কারো কারো মতে আমেরিকা ও লন্ডন টাইম দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ট্রেড করার জন্য ভাল । আমি মনে করি যার যখন ভাল লাগে সে তখন ট্রেড করবে ।এটা একটা স্বাধীন ব্যবসা ।তাই এতে নির্দিষ্ট কোন সময় লাগে না ।