-
মার্কেট ট্রেড করার আগে আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমরা চার্ট ওপেন করেই মার্কেট এর অবস্থা না বুঝেই ট্রেড দিয়ে বসি। আসলে একটা পেয়ার কোন দিকে যাবে সেটা বুঝার জন্য আমাদের যথেষ্ট সময় দেওয়া উচিত। আর তাছাড়া মার্কেট কিভাবে মুভ সেটাও আমাদের অভিজ্ঞতা না হলে ধরতে পারব না।
-
আমি মনে করি উদ্দেশ্যবিহীন ট্রেড করা মোটেউ ঠিক না । বিষেশ করে ফরেক্স মার্কেটে কখনো উদ্দশ্যে বীহিন করা যাবে না ।কারন প্রত্যেক টা কাজের একটা উদ্দেশ্য থাকা দরকার ।
-
উদ্দেশ্যবিহীন ভাবে কোনো কাজই করা ভালো না।এতে ভালো ফল পাওয়া যায় না।কোনো ঘটনা ঘটলে সেটা কে ঘটালোও এবং তার উদ্দেশ্য কি সেটা জানা দরকার। তার লাভ ক্ষতি আগে দেখায় দরকার নাই। ফরেক্স আপনি যদি উদ্দেশ্যহীন ভাবে ট্রেডিং করেন তাহলে তার ফল ভালো হয়না।এতে করে অনেক সময় লসের মুখে পড়তে হতে পারে।আবার অনেকসময় ব্যালেন্স জিরোও হয়ে যেতে পারে।তাই উদ্দেশ্যবিহীন কাজ করা থেকে বিরত থাকাই উওম
-
প্রত্যেকটি ব্যবসায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল উদ্দেশ্য। উদ্দেশ্যহীন ভাবে কোন কাজ করলে তার পরিণাম ভালো হয় না। প্রতিটি কাজের একটা উদ্দেশ্য বিদ্যমান থাকে। ফরেক্স মার্কেটে প্রত্যেক ট্রেডার তার উদ্দেশ্য হাসিল করার জন্যই ট্রেড করে থাকে। উদ্দেশ্য নিয়েই ফরেক্স মার্কেটে কাজ করলে প্রফিট অনিবার্য। উদ্দেশ্য ছাড়া কোন ট্রেডার এই মার্কেট এ ভালো করতে পারবে না এবং ভাল প্রফিট অর্জন করতে পারবে না। তাই আমাদের উচিত উদ্দেশ্য নিয়ে দক্ষ হয়ে কাজ করা।.....ধন্যবাদ।
-
কথায় আছেনা যে লাভ এর জন্য ট্রেড করুন ট্রেডিং করার জন্য নয়। আপনাকে প্রথমে তো আনেক পরতে হবে মার্কেটের বিভিন্ন ধরনের ছিচুয়েসন কে মোকাবেলা করার জন্য। নাইলে আপনি তো গেলেন গোল্লায়।প্রাইস একটু ... তা নাহলে দেখা যাবে একটি ট্রেডে আপনার প্রফিট ৫০ পিপসে $৫, আরেকটি বড় রিস্ক নিয়ে করা ট্রেডে লস ৫০ পিপসে $৫০. ... অন্যদের ট্রেডিং স্ট্রাটেজি দেখুন, তারপর যেটা ভাল লাগে, পরিবর্তন করে নিজের পছন্দমত নিজের ট্রেডিং সিস্টেম তৈরি করুন।
-
ফরেক্স মার্কেটে কারেন্সির প্রাইসগুলো প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। কিন্তু মার্কেট সব সময় ট্রেড করার জন্য উপযোগী থাকে না। কিছু কিছু সময় দেখা যায় মার্কেট অস্বভাবিক উঠে গেছে বা নেমে গেছে। এটা দেখে কখনো মনে করা যাবে না যে মার্কেট ট্রেড করার জন্য উপযোগী। এর জন্য অবশ্যই আপনাকে সঠিক অ্যানালাইসিস করতে হবে। ফরেক্স নিউজ দেখুন নিউজ এবং তা অনুসরণ করলে বুঝতে পারবেন যে মার্কেট কোথায় মুভ করতে পারে। তারপর ঠান্ডা মাথায় সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করুন।
-
ভাই ঠিকই বলছেন, উদ্দেশ্য বিহিন টেড করলে লসই বেশি হয়।আমি নতুন ফরেক্স মাকে। আমি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের ফ্রি সিগনালে টেড করি।বেশির ভাগ সময় লস হয়।
-
কথায় আছেনা যে লাভ এর জন্য ট্রেড করুন ট্রেডিং করার জন্য নয়। আপনাকে প্রথমে তো আনেক পরতে হবে মার্কেটের বিভিন্ন ধরনের ছিচুয়েসন কে মোকাবেলা করার জন্য। নাইলে আপনি তো গেলেন গোল্লায়।
-
উদ্দেশ্য বিহিন জীবন মাঝি বিহিন নৌকার মতো আমরা অবশ্যই উদ্দেশ্য নিয়ে ট্রেড করব ফরেক্স মার্কেটে উদ্দেশ্য হল আয়করা আয় টা সেল দিয়ে হোক আর বায় দিয়ে হোক আয় আসতেহবে অ্যানালিটিক্যাল এবিলিটি এটা বারাতে হবে ট্রেড দেওয়ার আগে চিন্তা করতে হবে।
-
ফরেক্স এ উদ্দেশ্যবিহীন ট্রেড করা উচিত না। কারন ফরেক্স ব্যবসা খুব সুক্ষ একটা ব্যবসা এ ব্যবসা খুব ধিরে ধিরে করতে হয় আর ফরেক্স এর সাথে লেগে থাকতে পারলে আপনার ভবিষ্যত অনেক উজ্জল হবে। আমি মনে করি ফরেক্স এর উপর সবার নজর দেয়া উচিত আর ফরেক্সকে ভাল ভাবে শিখে নেওয়া উচিত। আর উদ্দেশ্যবিহীন ট্রেড থেকে বিরত থাকা উচিত এবং ফরেক্স সম্পর্কে আরও অভিজ্ঞতা অর্জন করা উচিত।