-
আমাদের সকলকে অনেক দিন ধরে ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করতে হবে । কারন ডেমো ট্রেডকে ফরেক্স শেখার মা বলা হয় । যে ট্রেডার যত বেশি ডেমো ট্রেড করবে সে ট্রেডার তত বেশি ফরেক্স শিখতে পারবে । আমি ফরেক্স সেখার জন্য ৬ মাস শরে ডেমো ট্রেড করেছি । তবে এখন আর ডেমো ট্রেড করি না ।
-
আমি প্রায় এগারো মাসের মত ডেমো ট্রেড করি । আর ডেমাে ট্রেডের অনেকগুলো বিশেষ সুবিধাও রয়েছে যেমন ধরুন আপনি ট্রেডিং প্লাটফর্ম সম্পর্কে একটা ভাল ধারনা পাচ্ছেন, বেসিক টুলসগুলো কিংবা ইন্ডিকেটরসগুলো নিয়ে চর্চা করার সুযোগ পাচ্ছেন, আপনার ভুলগুলো অনেকাংশে সংশোধনের একটা সুযোগ তৈরী করছে ডেমো ট্রেড । এটা আমাদের সবার জন্য জরুরী ।
-
ফরেক্স মার্কেট এর ডেমো ট্রেডকে আমি মনে করি প্রধান হাতিয়ার ভাল মানের ট্রেডার হওয়ার জন্য। কারণ ডেমো ট্রেড যত বেশী করবেন লস করা ছাড়া আপনি তত বেশী ট্রেড করতে পারবেন। একটা কথা আছে সৈনিকদের বেলায়....”ট্রেনিং এ যতবেশী ঘাম ঝড়াবেন যুদ্ধ ক্ষেত্রে তত কম রক্ত ঝরবে”। সেই রকম আপনি যত বেশী সময় ডেমো ট্রেড করবেন রিয়েল ট্রেড এ আপনি তত লস কম করবেন। ডেমো আপনি যতদিন খুশি ততদিন করতে পারেন তবে যখন দেখবেন যে আপনার স্ট্রেটেজি কাজ করছে এবং নিজের এনালাইসস মত লাভ করতে পারছেন তখন আপনি রিয়েল ট্রেড করতে পারেন তবে ডেমো ট্রেড সবসময় চালানো ভাল।
-
আমি ফরেক্স মার্কেটে আসার আগে থেকে মিনিমান ৩/৪ মাস ডেমো ট্রেড করেছি। এবং ফরেক্স মার্কেটে প্রবেশ করার পরও এখন পর্যন্ত আমি নিয়মিত ডেমো অনুশীলন করে যাচ্ছি। এতে করে আমার মনে হয় আমি বেশ সফলতা ভোগ করতে পারিছ। তাই আমি বলতে চাই আপনি যত বেশি ডেমো অনুশীলন করতে পারবেন তত বেশি ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন। এজন্য আমার বেশি বেশি ডেমো অনুশীলন করা উচিত প্রত্যেক ট্রেডারের।
-
প্রথমে আমি ডেমো ট্রেড না করেই ট্রেডিং অ নেমে গিয়ে ছিলাম । যার ফলে ট্রেডিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে আমি লস করি এর পরে আমি ডেমো ট্রেড এ ট্রেডিং করা শুরু করি যার ফলে আমি ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে পারি । এখন আমি সম্পূর্ণ অভিজ্ঞ না হলেও মোটামুটি ট্রেডিং করতে পারি । আর ডেমো ট্রেড করার জন্য আমরা নিজেদেরকে রিয়েল ট্রেডিং এর জন্য দক্ষ করে তুলি । তাই আমাদের বেশি বেশি ডেমো ট্রেড করা দরকার।
-
ফরেচ মার্কেট শিখতে ডেমো ট্রেডাররে কোন বিকল্প নেই।কারন কেউ কেউ আছে যারা এক মাস ডেমো করে রিয়াল এ ভালো প্রফিট করছে, আর কেউ এক বছর ধরে করেও তেমন ভালো করতে পারছে না।আমি প্রায় দুই মাস ধরে ফরেক্স এ ডেমো প্রার্কটিস করতেছি এতে আমি অনেকটা পরিস্কার হয়ে গেছি এবং কী ভাবে ফরেক্স থেকে আয় করা যায় আমি তা খুব ভাল বুঝতে পেরেছি।
-
আমার অভিজ্ঞতা হল ডেমো ট্রেড করার আগে রিয়েল ট্রেড করেছি। আমি স্টপ লস / টেক প্রফিট কি তাই জানতাম না। লাইভ মার্কেট এ ট্রেড করতে গিয়ে অনেক কিছু শিখেছি কিন্তু এর জন্য কম মুল্য দিতে হয় নি। তবে কিছু দিনলাইভ মার্কেট এ ট্রেড করে লস করে অনেক দিন ডেমো ট্রেড করেছি। অবশ্য কিছু দিন লাইভের পরে ডেমো করলে বেশ ভাল রেজাল্ট পাওয়া যায়। তবে যারা এই মার্কেট থেকে প্রফিট নিতে চান তবে আগে ডেমোতে হাত পাকান তার পরে লাইভ।
-
আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং এ আসার আগে ৬ মাস ডেমো ট্রেডিং অনুশীলন করেছি। আর ডেমো ট্রেডিং এর মাধ্যমে আমি ফরেক্স সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছি। ডেমো ট্রেডিং অনুশীলনের পর আমি রিয়েল এ্যাকাউন্টে ট্রেড শুরু করি এবং তার পাশাপাশি এখন পর্যন্ত আমি ডেমো অনুশীলন করে যাচ্ছি, কেননা ডেমো ট্রেড দ্বারা ফরেক্স সম্পর্কে ছোট খাটো বা জটিল বিষয়গুলো খুব সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হয়। যা আমি রিয়েল এ্যাকাউন্টে করতে পারি না। এজন্য আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো অনুশীলন করা, কেননা ডেমো ট্রেড দ্বারা অভিজ্ঞতা অর্জনের একমাত্র ভাল পথ বলে আমার বিশ্বাস।
-
ফরেক্সে ট্রেড করার জন্য ডেমো ট্রেড অত্যান্ত গুরুত্বপূর্ন কারন ট্রেড শেখার জন্য ডেমো ট্রেড করার প্রয়োজন । আমার ডেমো ট্রেড করার বয়স হল ৩মাস মাত্র । তবে এই শেষ নয় আমি আরো ৩ -৪ মাস এই ডেমো ট্রেড করতে চাই যাতে আমি ফরে্স্কে ট্রেড সম্পর্কে সামান্ন তম ধারনাও অর্জন করতে যদি পারি সেজন্য। ধন্যবাদ।
-
ডিমো তে ৬ মাস থেকে ১ বছর ট্রেড করা উত্তম। আমি প্রায় ৬ মাস ডেমো তে ট্রেড করেছি। আর আমার ছাত্র দের কে ৬ মাস ডেমো ট্রেড শিখিয়ে পরে রিয়েল এ ট্রেড করার জন্য বলেথাকি। কারন ফরেক্স শিখতে হলে ডেমো ট্রেড এর বিকল্প নাই।