-
একজন মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব নয়,ছোট জিনিসগুলোর মায়া ত্যাগ করতে হবে।
ফরেক্সে লস করার সবচেয়ে বড় বা প্রধান কারন হলো না জেনে না বুঝে বা অভিজ্ঞ না হয়ে এই ব্যবসা করতে চলে আসা। এছড়াও লোভ করা, রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করা, নির্দেশনা না মানা এবং নিউজ না পড়া, মানি ম্যানেজমেন্ট না করা,বড় রিস্ক নিয়ে ট্রেড করা,ট্রেডিং স্ট্রাটেজি না থাকা,ধৈর্য্যের অভাব,সিগন্যালের ওপর নির্ভরশীলতা,উদ্দে ্যবিহীন ট্রেড করা,ওভার লটে ট্রেড করা,সৃজনশীলতার অভাব,বুদ্ধি মতার অভাব,আত্ম বিশ্বাসের। অভাব,নিজ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকা,এনালাইসিস না করে ট্রেড করা
-
ফরেক্স ট্রেডে লস এর অন্যতম প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অনভিজ্ঞতা। ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট। যেখানে আপনি না জেনে কোন প্রকার কাজ করলে তার পরিণাম হয় লস। ফরেক্স মার্কেটে আপনার লস কে এড়াতে হলে অবশ্যই দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তার জন্য আপনাকে খরচ মাকে নিয়ে প্রতিনিয়ত লাইসেন্স করতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হবে।আর আপনি যখন অভিজ্ঞতার মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করবেন তখন আপনার লস এর পরিমাণ অনেকাংশে কমে আসবে।
-
ফরেক্স মার্কেটে লস এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে প্রধান কারণ হলো, ফরেক্স সম্পর্কে দক্ষতার অভাব বিশেষ করে দেখা যায় নতুনদের মধ্যে এই সমস্যাটা বেশি। যারা ফরেক্স সম্পর্কে না জেনে রিয়েল ট্রেড করতে আসে অজ্ঞতার কারণে তারা লস করে। এছাড়াও লস করার আরো কিছু কারণ আছে। যেমন; ফরেক্স ট্রেডিং এর নিয়ম না মেনে ট্রেড করা, লোভ করা, সিগন্যাল এর উপর নির্ভর করা, ধৈর্যের অভাব, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে না পারা এবং ভুল সময়ে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা ইত্যাদি লসের অন্যতম কারণ। তবে আমরা যদি সচেতনতা অবলম্বন করে নিয়ম মেনে ট্রেড করি তাহলে হয়তো লস থেকে অনেকটা নিরাপদ থাকতে পারব। সর্বোপরি আমাদের নিজেদের ফরেক্স সম্পর্কে দক্ষ হতে হবে তবেই আমরা লস থেকে অনেকটা মুক্ত থাকতে পারি।
-
১। লোভ করলে অনেক সময় লস হয়,
২। ফরেক্স মার্কেট সম্পর্কে অল্প জেনে ট্রেড করার জন্য,
৩। সিগন্যালের উপর নির্ভরশীল,
৪। এনালাইসিস ছাড়া ট্রেড করলে,
৫। ফরেক্স মার্কেট সম্পর্কে অনবিজ্ঞ থাকার জন্য,
৬। মানি ম্যানেজমেন্ট না মেনে,
৭। বড় লটে ট্রেড করলে ।
-
ফরেক্স ব্যবসায় আসলে বিভিন্ন করণে লস হতে পারে। কেউ কেউ এই ব্যবসায় লস করে অল্প জ্ঞান এর কারণে আবার কেউ কেউ এই ব্যবসায় লস করে বেশি লোভের কারণে। তাই এটা সঠিকভাবে বলা কঠিন যে এই ব্যবসায় কে কিভাবে লস করে। আর আমি এই ব্যবসায় লস করে কারণ আমার ধৈর্য্য শক্তি খুবই কম আর অল্প সময়ের মধ্যে বেশি মুনাফা করতে চাই। তাই বর্তমানে আমি এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাছি। আশা করি আমি এটি নিয়ন্ত্রণ করে ট্রেড করতে পারবো।
-
ফরেক্স লসের একমাত্র কারণ হল লোভ । যে যত বেশী লোভ করবে সে তত বেশী লসে পড়বে । সুতরাং আমাদের লোভ করা কখনোই যাবে না । লোভ ছাড়াও আমাদের অন্য একটি জিনিস কাজ করে সেটা হল অাবেগ এবং ধৈর্য্য । যার ধৈর্য্য নেই সে এ ব্যবসা দিয়ে উন্নতি সাধন করতে পারবে না ।
-
আমার মতে ফরেক্সে লসের কারণ ধৈরয সহকারে ট্রেড না করা। বেশি বেশি ওভার ট্রেড করা। কম সেন্টে ট্রেড না করলে আমাদের অতি অল্প সময়ে বালেন্স শেষ হয়ে যেতে পারে।তাই বূঝে ট্রেড করা উচিত। না বুঝে কখনো ট্রেড না করা। আর এনালাইসিস করে অল্প অল্প করে ট্রেড করা।
-
আমার মতে ফরেক্সে লসের নানা কারন রয়েছে তবে অধিকাংশ সময়ই দেখা যায় অদক্ষতাই এর মূলে রয়েছে। আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে ভাল ভাবে দক্ষ না হয়ে লোভ আর আবেগের বসে এসে ট্রেড করেন, মার্কেটের গতি প্রকৃতি অ্যানালাইসিস না করে,মানিম্যানেজমে ্টে অদক্ষ হয়ে ট্রেড করেন তাহলে আপনার লসের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় আর এটিই স্বাভাবিক।
-
ফরেক্স ট্রেডিং খুব গুরুত্বপূর্ণ কারণ আজকাল ফরেক্স ট্রেডিং আপনাকে ভাল উপার্জন দেয় এবং ফরেক্স ট্রেডিংয়ে অর্থোপার্জন করা খুব সহজ এবং আমেরিকা এবং অন্যান্য অনেক দেশেই বিদেশী ফরেক্স ট্রেডিং বিশ্ব জুড়ে কাজ করা হয় তাই কেন হয় ট্রেড করার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সহজেই ফরেক্স ট্রেডিংয়ে অর্থোপার্জন করে
-
যদি আপনিও মুখের সাথে এটি না করেন তবে এটি একটি খারাপ উপায় যা আপনি নিজের পথটি বেছে নেবেন এমন জায়গাটি কখনই ছেড়ে দেওয়া উচিত নয় যার উপর আপনি প্রভাবিত হয়ে চলেছেন।আপনি যদি এটিতে চ্যাট করতে চান তবে আমার ধারণা আমার নিয়ম অনুসারে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যাতে আপনি চ্যাট করতে পারেন।