-
আপনার ইনফর্মেশন যদি লিগাল হয়ে থাকে। এক ফোন থেকে একাধিক ফোরাম ব্যবহার ও উইথ্ড্র দিয়ে থাকলে সেক্ষেত্রে ব্লক হয়ে যায়। আর তাছাড়া একাউন্ট ভেরিফিকেশন ছাড়া উইথ্ড্র দেওয়া যায় না। ভেরিফিকেশন এর জন্য সঠিক তথ্য প্রদান করতে হয়। অকারণে ফরেক্স কখনই ব্লক করে না, তা রিয়েল হোক বা বোনাস হোক। বোনাস ফোরাম থেকে 5-6 বছর যাবত আয় করছে এমন অনেক লোক আছে। তাই এইসকল চিন্তা না করে একক একাউন্ট ব্যবহারের মাধ্যমে এবং সঠিক তথ্য প্রদান করে নিজেকে চিন্তা মুক্ত রাখুন।
-
পোস্টিং এর বোনাস এর ব্যাপারে সকলের সতর্ক থাকা উচিত। কেননা অনেকেই আছেন যারা বোনাস সহ প্রফিট উঠাতে যান। যার ফলে ব্রোকার আপনার একাউন্ট ব্লক ও করে দিতে পারে। এইখানে আপনি শুধু প্রফিট উত্তোলণ করতে পারবেন। কখনোই বোনাস উঠাতে যাবেন না
-
ফোরামের সবচেয়ে বেশি সুবিধা হল ফোরাম পোষ্টিং এর কাজ করে বোনাস ডলার পাওয়া যায় যা ফরেক্সে মাস শেষে সেই ডলার দিয়ে ট্রেড করে লাভ করা হলে ফ্রীতে সেই ডলারের টাকা নিজে পাওয়া যায় । এছাড়াও ফোরাম থেকে ফরেক্স সম্পর্কিত অনেক কিছু শেখা যায় । আর সবচেয়ে বেশি অসুবিধা হল যে বোনাস একাউন্ট থেকে ট্রেড করে লস হলে শুধুমাত্র সেই লস পূরণ করার পরই লাভ ওয়িথড্র করা যায় ।
-
বরতমানে আমারা ফরেক্স এ কাজ করার জন্য ফোরাম থেকে বোনাস পেয়ে থাকি বোনাস দিয়ে ট্রেড করা হলে কি সমস্য হয় তা আমি জানি না কারন আমি এ পযন্ত করি নাই।তবে আমার মতে বোনাস দিয়ে ট্রেড করাই ভাল এতে আপনার নিজের টাকা দিয়ে করা লাগছে না আর লস হলেও ততটা ক্ষতি হবে বলে আমি মনে করি না। তাই আমি মনে করি বোনস দিয়ে আমরা যে ট্রেড টা করছি তা আমাদের জন্য সর্ম্পূনই লাভ। ফরেক্স সমন্ধে ভাল ভাবে জেনে ট্রেড করুন এই বোনাসই আপনাকে হয়ত বড় ক্যাপিটাল তৈরী করে দিবে ইন্-সা-আল্লাহ।
-
ফরেক্সে বোনাস করার অনেক সুবিধা রয়েছে। এখানে নিজের টাকা ইনভেস্ট করা ছাড়াই ফোরাম থেকে অর্জিত বোনাস দিয়ে রিয়েল ট্রেড মজা পাওয়া যায় এবং টাকা আর্ন করা যায়। এখানে নিজের অর্থ ফালানোর ঝুঁকি থাকেনা। এখান থেকে ট্রেড করে কোন যুক্তি ছাড়াই ট্রেড শেখা যায় এবং নিজের অভিজ্ঞতা ও বাড়ে। তবে একটা অসুবিধা রয়েছে ফোরামের নিয়ম না মানলে মাঝে মাঝে একাউন্ট ব্লক করে দেয়।
-
আমার মতে জাদের সত্যি সামরথ নাই ডলার ইনভেস্ত করার আদের জনা এই ফোরাম পোস্টিং । এই শুবিধা সুধু গিরিব দের নেওয়া উছিত । আকাহ্নে রেয়াল মানি ব্যবহার হয় না । তাই আমাদের ছিন্তা কম থাকে । এর শুবিধা হল মূলধন এর বাইরে যে প্রফিত হয়াছে সে টা উথান যায় ।
-
ফরেক্স ট্রেড দিয়ে বোনাস করার সুবিধা বেশি কারন বোনাস অর্থ দিয়ে একজন ট্রেডের নিজেকে পরিবর্তন করতে পারবে তবে তাকে পরিশ্রমিক হতে হবে এবং সময় দিতে হবে। আর যদি বোনাস ট্রেডের যদি সঠিক নিয়মে বোনাস কাজে না লাগাতে পারে তাহলে সে পরিশ্রমিক এবং সময় না দেয় তাহলে সে অসুবিধা হতে পারে ট্রেডের।
-
ফরেক্সে ফরমের নিয়ম নিতি অনু্যায়ী যদি আপনি ইনভেস্ট করে আবার লট হিসাবে ৩০% নিয়ম অনুযায়ী যদি প্রফিট ইউদড্র করা হয় এবং আপনাকে সেম একাউন্টে ইউদড্র করার পর আপনাকে একবার হইলেও ফরম একাউন্টেে যেকোনো প্রকার মানি ইনভেস্ট করতে হবে তাহইল আপনি রিয়াল একাউন্টি ১০০% সুরক্ষিত থাকে।
-
বোনাস এমাউন্ট নিয়ে ট্রেড করতে ক্ষতির কিছু দেখি না। আপনি রিস্ক ফ্রি ট্রেড করতে পারবেন। নিয়ম মেনে একাউন্ট পরিচালনা করলে ব্লক হওয়ার সম্ভবনা কম থাকে।
-
বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা অসুবিধা
পৃথিবীতে এমন কোন ব্যবসা নাই যেখানে ইনভেস্ট করা ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন। ফরেক্স একমাত্র মার্কেট যেখানে আপনি কোন প্রকার ইনভেস্ট করা ছাড়াই করতে পারেন। তবে কার জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে জানার ও শেখার জন্য ফরেক্স ফোরাম পোস্ট করতে হবে।
পোষ্টের বিনিময় আপনাকে বোনাস প্রদান করা হবে। যা দিয়ে আপনি ট্রেড করে লাভবান হতে পারবে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সময় ব্যয় করি, তার বিপরীতে আমরা কোনভাবেই লাভবান হয় না। তাই আমাদের সকলের উচিত সময়কে কাজে লাগানো।