-
আমরা বড় রিস্ক নিতে গিয়ে সব হারিয়ে ফেলি। এটা খুবই সত্যি যে ট্রেড করার সময় শুধু লাভ ছাড়া আর কিছুই মাথায় থাকে না। তাই জন্য আমরা লস দিয়ে থাকি। আমাদের মানি ম্যানেজমেন্টের সূত্রযে কোথায় হিারিয়ে যায় তা আমরা নিজেরাই জানি না। সুতরাং আমি বলব ফরেক্স ট্রেডিং করার সময় লোভকে সামলাতে হবে । যে লোভকে সামলাতে পেরেছে সে অবশ্যই সফলকাম হয়েছেন ।
-
বড় রিস্ক নিএ টারেদ করলে নানা ধরনের সমসসা থাকে। আমরা যদি টাকা থিক মত ব্যবহার না করতে পারি তাহলে আমাদের রিস্ক নেয়া থিক না। বুঝে অল্প পরিমানে ট্রেড করে আস্তে আস্তে লাভ করা ভাল । এতে লসের সম্ভাবনা কম থাকে । বড় রিক্স নিয়ে ট্রেড করে লস বা একাউন্ট জিরো হয় তাদের যাদের অল্প ডলার থাকে একাউন্টে । অল্প ডলার নিয়ে ছোট ছোট ট্রেড করে লাভ করতে হয় ।
-
বড় রিস্ক নিয়ে ট্রেড করলে আমি মনে করি সফলতার চাইতে বিফলতাই বেশি আসে ।। আর ভয়া বহতার কথা বললে সবথেকে বেশি ভয় যেটা সেতাই হবে ।। সেটা হল ব্যালেন্স জিরো করে ঘরে বসে থাকা । মার্কেট ট্রেড এর বিপরীতে চলে যায় তাহলে খুব নিমেষেই নিজের অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়ে যাবে। এজন্য ফরেক্স মার্কেট থেকে নিয়মিত প্রফিট অর্জন করতে হলে অধিক রিস্ক নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকুন।
-
একাউন্ট টিকিয়ে রাখতে হলে বড় লট দিয়ে ট্রেড করা যাবে না। বড় লট দিয়ে ট্রেড করলে যে কোন সময় একাউন্ট শুন্য হয়ে যেতে পারে। একাউন্ট টিকিয়ে রাখতে হলে অব্যশ্যিই সবসময় কম রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। সব সময় কম রিস্ক নিয়ে ট্রেড করাই উচিত।
-
আমি আপনার সাথ পুরোপুরি একমত । ট্রেডিং করতে হলে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে ভাল ভাবে ধারণা থাকা দরকার । খুব বেশি রিস্ক নিয়ে ট্রেড ওপেন করাটা ঠিক না। কারণ যে কোন মুহুর্তে মার্কেট আপনার বিপরীতে মুভ করতে পারে। বড় রিস্ক নিয়ে ট্রেড করলে যেমন খুব তাড়াতাড়ি লাভ করা যায় বেশি আবার অপরদিকে লসে গেলে একাউন্ট জিরো হবার সম্ভাবনাও অনেক বেশি। তাই বড় রিস্ক নিয়ে ট্রেড না করায় ভাল। ফরেক্স কে যদি ব্যবসা হিসেবে নেন তাহলে বড় রিস্ক নিয়ে ট্রেড করা লাগে না।
-
আমার মতে ফরেক্স এ যাদের মূলধন কম এবং দক্ষতা ও অভিজ্ঞতা কম তাদের জন্য ফরেক্স এ অনেকটা ভয়াবহতা নিয়ে আনে। বড় রিক্স নিয়ে ট্রেড তারাই করে যারা ফরেক্স এ অনেক অনেক দক্ষ ও অভিজ্ঞ। অদক্ষ ও অনঅভিজ্ঞ ট্রেডার গন বড় রিক্স না নেওয়াই ভাল। তাই আমি মনে করি যে বড় রিক্স নি ট্রেড না নেওয়াই ভাল। ছোট লটে ও কম রিক্সে নিয়ে ট্রেড করে অল্প অল্প আয় করাই ভাল। ধন্যবাদ।
-
বড় রিস্ক নিয়ে ট্রেড করার ভয়াবহতা অত্যন্ত মারাত্মক। ফরেক্স সম্পর্কে ভালভাবে না জেনে, না বুঝে বেশী লাভের আশায় , খুব দ্রুত ধনী হবার নেশায় অথবা হারানো ক্যাপিটাল রিকভারের জন্যই বড় রিস্ক নিয়ে অনেকে ট্রেড করে থাকে । তখন এই বড় রিস্কই তার জন্য আরো বড় ক্ষতির কারণ হয়ে দাড়ায়। সেই ক্ষতি রিকভার করাও তখন কষ্টকর হয়ে যায়। আমার মতে বড় রিস্ক না নিয়ে ছোট ছোট রিস্ক নিয়ে ট্রেড করে নিজের ব্যালেন্স সেভ করতে পারলে একসময় ঠিকই প্রফিট করা সম্ভব। ধৈর্যের প্রয়োজন অনেক বেশী। ধন্যবাদ।
-
আমি মনে করি অনেকে মনে করেন ফরেক্স মানেই টাকা কামানোর মেশিন। সুতারাং তারা রাতারাতি বড়লোক হাওয়ার আসায় বড় রিস্ক নিয়ে ট্রেড করেন এবং মার্কেট তার বিপরীতে মুভ করে এবং ব্যালেন্স শূন্য হয়। আমাদের উচিত সব সময় ভাল ভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেদ করা। রিস্ক না নিলে আমরা বাবসায় লাভ করতে পারবো না। আমাদের উচিত সব সময় রিস্ক কম নিএ ট্রেড করা তাহলে আমাদের অনেক লাভ হবে।
-
ফরেক্স একটি রিক্সি মার্কেট। এই ফরেক্স এ প্রতিটি ট্রেড এ প্রতিনিয়ত ঝুঁকি থাকে। আবার ঝুঁকি না নিলেও ফরেক্স করে লাভ করা যায় না। ফরেক্স থেকে লাভ করতে চাইলে বড় রিক্স নয় আপনি চাইলে ছোট রিক্স নিয়ে ফরেক্স করে আয় করতে পারেন। তবে বড় রিক্স আপনি তখনই নিতে পারবেন যখন আপনি ফরেক্স এর প্রফেশনাল ট্রেডার হবেন তখনই আপনি বড় রিক্স নিয়ে ফরেক্স করে ফরেক্স থেকে আয় করতে পারবেন।
-
বড় রিস্ক নিয়ে ট্রেড করলে ভয়াবহতা
মানুষ মাত্রই দ্রুত সময়ে বড় লোক হতে চায়। ফরেক্সে দ্রুত সময়ে বড়লোক হওয়া যায় না। ফরেক্স হল ধৈর্যশীল ও সৃজনশীল ব্যক্তিদের জন্য উপযুক্ত। ফরেক্সে রিক্স নিয়ে বা বড় লটে ট্রেড করলে বড় ধরনের ক্ষতির হওয়ার সম্ভাবনা থাকে।
এমন অনেকে আছে যারা বড় রিস্ক নিয়ে ট্রেড করে ফরেক্সে ব্যালেন্স শূন্য হয়ে পড়ে থেকে বিদায় নিয়েছেন। তাই ফরেক্স টিকে থাকতে হলে ধৈর্যশীল ও কঠোর অনুশীলন করতে হবে।