-
ফরেক্স মার্কেটে লস বিভিন্ন কারনে হয়ে থাকে । সব থেকে যে ব্যাপারটা বেশি লসের কারণ হয়ে দাড়ায় সেটা হলো মার্কেট সম্পর্কে যথাযত জ্ঞান না থাকা । লসের হাত থেকে বাচতে হলে আপনাকে অবশ্যই বুঝতে হবে মার্কেটের গতিবিধি । কি কারণে বাই বা কি কারণে সেল হয় । তাছাড়া মানি ম্যানেজমেন্ট করাটাও জরুরি ।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেটে লস করে নাই এরকম লোক খুজে পাওয়া যাবেনা। আমাদের নতুনদের লসের প্রধান কারন হল আমরা না বুঝে ট্রেড করি অতিরিক্ত ট্রেড করি এবং বড় ভলিউমে ট্রেড করি যা আমাদের কেপিটাল ঝুকির মধ্যে পরে যায়। সর্বশেষ আমরা ধৈর্য হারা হয়ে অতিরিক্ত ট্রেড করি।
-
না বুঝে ট্রেড করে ফরেক্স এ লসের মুল কারন।তাই ফরেক্স এ সবসময় বুঝে পস্ট করতে হবে।
-
পৃথিবীতে যে কোন ব্যবসা শুরু করতে গেলে আগে দরকার সেই ব্যবসা সম্পর্কে সম্যক ধারনা থাকা ।তা না হলে সেই ব্যবসা হতে কখনও আমরা লাভের মুখ দেখব না । আর এ কথা ফরেক্সের ক্ষেত্রে শত ভাগ সত্য ।আমরা অনেকেই মনে করি ফরেক্সে ট্রেড করলেই টাকা পাব ।আর এ ইমোশনাল নিয়ে যখনি আমরা ট্রেড করতে যাই তখনি আমরা লসের সম্মুখীন হই ।
-
আমি মনে করি লসের প্রধান কারন হল অনভিজ্ঞতা । ফরেক্স এ বেশি লস এ পরে অনভিজ্ঞ ট্রেডাররা। আর একটি প্রধান কারন হল ভুল সিদ্ধান্ত । তাই আমি মনে করি যদি কেউ ফরেক্স এ অল্প জেনেই কাজ শুরু করে তাহলে তার লসের এর সম্ভাবনা অনেক বেশি।
-
আমি মনে করি লসের একমাত্র কারণ হচ্ছে ফরেক্স সম্পর্কে ভাল না জানা । আর যারা ভালও না জানে তারাই বেশির ভাগ লসের মুখমুখি হয়ে থাকে । লস কে প্রতিরোধ করতে হলে আমি মনে করি ফরেক্স সম্পর্কে ভাল করে যাতে হবে এবং বুঝতে হবে । তাহলেই কেবল লস থাকে প্ররিত্রান পাওয়া যাবে । ফরেক্স শিখার উপর ভাল করে জুর দিলে এই মার্কেট থেকে আমি মনে করি ভাল করা সম্ভব ।
-
না বুঝে শুনে মারকেটে ট্রেড ধরলে লস হয়ে থাকে। আর লসের আর এক্টি কারন হল ফরেক্স সম্পরকে অনভিজ্ঞ। যার ফরেক্স সম্পরকে পরিপুন্য গ্যান অরজন করতে পারি নাই তারা এলো মেলো ভাবে ট্রেড ধরলে লস করে থাকে। লস থেকে মুক্তি পেতে হলে তাকে ফরেক্স সম্পরকে পরিপুন্য গ্যান অরজন করতে হবে নতুবা লস থেকে মুক্তি পাওয়া যাবে না।
-
লসের প্রধান কারন গুলোর অন্যতম হল নির্দিষ্ট কোন ট্রেডিং প্ল্যান না থাকা । নিজের যদি কোন নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান না থাকে তাহলে মন চাইলেই ট্রেড নিয়ে ধরা খেতে হবে । আর এর সাথে সাথে নিদির্ষ্ট একটি ট্রেডিং প্ল্যান থাকা আবশ্যকিয় বলে আমি মনে করি । মানি ম্যানেজমেন্ট ট্রেডিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
-
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে লোভের কারনে । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।
-
সময়ের সাথে সাথে, এই প্রবণতা উন্নত থাকে, কিন্তু অনেক জন্য, এটা খুব দেরি হয়ে গেছে. ক্ষতির একটি সিরিজ পোস্ট করার পর, অনেক নতুন ব্যবসায়ীদের দিতে আপ করবে, ফরেক্স ট্রেডিং যে বিশ্বাসী