ফরেক্সে ছোট বড় মুলধন কোন ব্যাপার না। যদি আপনি দক্ষ ট্রেডার হন তাহলে আপনি ছোট মুলধন দিয়েও ফরেক্সে টিকে থাকতে পারবেন এবং লাভবান হবেন। কিন্তু আপনি না বুঝে ট্রেড করলে বড় মুলধন নিয়েও টিকে খাকতে পারবেন না।
Printable View
ফরেক্সে ছোট বড় মুলধন কোন ব্যাপার না। যদি আপনি দক্ষ ট্রেডার হন তাহলে আপনি ছোট মুলধন দিয়েও ফরেক্সে টিকে থাকতে পারবেন এবং লাভবান হবেন। কিন্তু আপনি না বুঝে ট্রেড করলে বড় মুলধন নিয়েও টিকে খাকতে পারবেন না।
যে কোন ব্যবসার ক্ষেত্রেই মূলধন একটি গুরুত্ব পুর্ন বিষয়। কিন্তু তাই বলে এই নয় যে বেশি মূলধন থাকলেই ব্যবসা ভালো হবে বা টিকে থাকবে। আর আমি মনে করি যে ফরেক্স বিজনেসেও মূলধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তার মানে এই না যে বেশি মূলধন থাকলেই আপনি এই বিজিনেস এ টিকে থাকতে পারবেন। আপনি যদি ফরেক্স ট্রেড ভালো না জানেন তাহলে মূলধন আপনাকে টিকিয়ে রাখতে পারবে না। কিন্তু আপনি যদি একজন দক্ষ ট্রেডার হন তাহলে অল্প মূলধন দিয়েও টিকে থাকতে পারবেন।
ফরেক্সের বাজার স্থির নয়। দেখা যায় বাজার কখনো লাভে থাকে আবার কখনও লসেও থাকে। ফরেক্স ট্রেডারদের মধ্যে দেখা যায় বাজার লসে থাকলেও তারা অনেকেই স্টপ লস ছাড়াই ট্রেড করেন যার কারনে মুলধন শূন্য হওয়ারও সম্ভবনা থাকে। সেই ক্ষেত্রে তারা যদি বেশি মুলধন নিয়ে ফরেক্সে ট্রেড করেন তাহলে তারা আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারেন এবং এতে তাদের বাজারে টিকে থাকার সাহসটা বৃদ্ধি পায়। কিন্তু ফরেক্সের বাজারে টিকে থাকার জন্য ফরেক্স সম্পর্কে দক্ষতা ও মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
বড় ধরনের মূলধন আপনাকে ফরেক্স এ টিকে থাকতে তখনিই সাহায্য করবে যখন আপনি ডেমো ট্রেডিং এর মাধ্যমে দ্রুত নিজেকে মার্কেট সর্ম্পকে অজ্ঞ করে তুলতে পারেবেন। তবে নুতনদের জন্য অবশ্যই বড় ধরনের ইনভেস্ট থেতে বিরত থাকা উচিত।
ভাই, আমি আপনার কথার সাথে একমত। সবাই কম বা বেশি মানের স্ট্র্যাটেজি ব্যবহার করে ট্রেড করে থাকেন। এমনকি যাদের ব্যালেন্স একটি ট্রেডের মাধ্যমে জিরো হয়ে গেল ,উনার ওপেন করা ট্রেডও ছিল সঠিক কিন্তু ব্যালেন্সতো জিরো। বেশিরভাগ সময় আমার ব্যবহৃত স্ট্র্যাটেজিগুলো সঠিক ছিল কিন্তু আমি একের পর এক স্ট্র্যাটেজি চেঞ্চ করতে থাকি। কিন্তু আমার মানিম্যানেজমেন্ট ভাল ছিলনা। লস দিতে দিতে অনেক পরিমান লস দিয়ে চিন্তুা করলাম যে, যে পরিমান অর্থ লস হয়েছে এবং যে পরিমান টেনশন আর ব্যয় করেছি ,তার থেকে ভাল ছিলতো এই সম্পূর্ণ ব্যালেন্স একবার ইনভেষ্ট করে যদি ট্রেড করতাম তবে লস হতোনা। আল্লাহর অশেষ রহমতে এখন বড় ব্যালেন্স নিয়েছি এবং বেশি লাভ হয় । এখন আমি খুব শান্তিতে ঘুমাই।
যে কোন প্রকার ব্যাবসাতে যদি আপিনি যতেষ্ঠ পরিমানে আপনার অর্থ ইন্ভেস্ট করতে পারেন তো সেই ব্যাবসা থেকে অবশ্যই আপনি যতেষ্ঠ পরিমানে লাভ করতে পারবেন তেমনি এই ফরেক্স মার্কেটে আপনি যদি আপনার কোন প্রকার একটু ভালো লাভ করতে চান তাহলে আমার পরামরমো হলো অবশ্যই একটু ভাল বিনিয়োগ করবেন যাতে করে আপনার অর্থ বা আপনার ইন্বেস্ট কোন প্রকার রিস্ক এর ভেতরে না থাকে এই মার্কেটে টিকে থাকতে গেলে অবশ্যই আপনাকে বড় রকমের বিনিয়োগ ই পারে আপনার ইন্ভেস্টকে আরোে সুরোক্খিত রাখতে ।তাই আমার মন্তব্য হলো আপানি এই মার্কেটে আপনার বিনিয়োগকে আরো শক্তিশালি করুন।
ট্রেডিং এর ক্ষেত্রে মূলধন খুবই জরুরী আপনার যদি মূলধন না থাকে তাহলে ট্রেনিং করলে আপনি বিষয়টা প্রভে করতে পারবেন না যেমন আমি 2022 ডলার ছিল এখন আমার জিরো ডলার
আমার বয়স যখন আমার মেয়ের বয়স ছিল তখন থেকে আমি চ্যাট করি এখন আমার মেয়ের বয়স আমার শেষ বয়সের সমান অর্থাৎ আমি এখন ট্রেড করতে পারি কারণ আমার বয়স বুড়ো হয়ে গেছে তারপরও আমার মূলধন খুব একটা বাড়েনি এমতাবস্থায় সবার কাছে আমার প্রশ্ন কেন আমার মূলধন বাড়েনি
আমার মতে ফরেক্স এ টিকে থাকার জন্য মুলধন মুখ্য বিষয় নয়। এখানে মুল বিষয় হলো আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা। আপনি যদি কম জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি বড় মুলধন নিয়েও বেশিদিন টিকে থাকতে পারবেন না। কিন্তু আপনি যদি বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি কম মুলধন নিয়েও এই ব্যবসায় বেশিদিন টিকে থেকে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। তাই প্রাথমিক অবস্থায় বেশি বিনিয়োগ না করে বেশি করে জ্ঞান উপার্জন করুন।
ফরেক্সে কাউন্ট এর মাধ্যমে সম্ভব নয়, উদাহরন সরূপ আমি যদি ৫ হাজার ডলার ইনভেস্ত করি আর আমি যদি ২০% করে আউটপুট চিন্তাকরি তাহলে আমার মাসিক ইনকাম হবে ১০০০ ডলার যা আমার জন্য যথেষ্ট অন্য দিকে আমি ৫০০ ডলার ইনভেস্ত করি আর যদি ২০% করে আউট পুট হয় তাহলে হয় ১০০ ডলার।