-
ফরেক্স সম্পর্কে প্রথম জানি ২/৩ বছর আগে। তখন আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টের কিছু ইন্ডিয়ান ফরেক্স ট্রেডিং করতো কিন্তু তখন ব্যপার টা বুঝতাম না। ব্যপার টাকে গুরুত্বও দেইনি।আমি আসলে কারর কাছ থেকে ফরেক্স ট্রেডিং ঐ ভাবে শিখার সুযোগ পাইনি আমি নিজের ইচ্ছা এবং গরজে অনলাইন থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে,নিয়মিত ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে অনুশীলনের মাধ্যমে ফরেক্স ট্রেডিং শিখেছি। আমি এখন বিশ্বাস করি যে আমি ফরেক্স ট্রেডিং কেৌশল বেশ ভালই শিখতে পেরেছি কারন আমি এখন ফরেক্সে ট্রেড করলেই সেই ট্রেড প্রফিটের মুখ দেখে।পরবর্তীতে আমার খালাতো ভাইকে দেখি ফরেক্স ট্রেডিং করতে।তার কাছ থেকেই আমার ফরেক্সে হাতে খড়ি।সেই আমাকে শিখিয়েছে। তবে আমার আগে থেকে ধারুনা ছিল।
-
মূলত ফরেক্স ট্রেডিং কারো কাছে থেকেই শিখে নাই । ফরেক্স ট্রেডিং শেখার বিষয়ে আমার শিক্ষক হচ্ছে ইন্টারনেট এবং বিভিন্ন ফরেক্স ফোরাম । তবে মাঝে মধ্যে কোন বিষয় বুঝতে না পারলে আমার এক বন্ধুর সাথে আলোচনা করতাম । এভাবেই আমার ফরেক্স ট্রেডিং শেখা এবং এখন পর্যন্তও আমি ফরেক্স ট্রেডিং শেখার উপরেই আছি । যত দিন সফল হতে না পারব ততঃ দিন শিখতেই থাকব ইনশাল্লাহ ।
-
আমার ফ্রেন্ড এর কাছ থেকে শিখেছি তবে এটা শিখার জন্য আমাকে তাকে ১ বছরের মত তার কাছে বলতে হয়েছে যে আমাকে যাতে এই কাজটা শেখায় এবং এক বছর পর সে আমাকে একটা ডেমো একাউন্ট খুলে দেয় এবং আমি অনেক দিন ডেমো তে ট্রেড করি এবং আস্তে আস্তে এটা সম্পর্কে ধারনা নিতে থাকি তবে ডেমো করার পর আমাকে একটা ফোরাম একাউন্ট খুলে দেয় যেখান থেকে আমি পোস্টিং এর মাধ্যমে বোনাস দিয়ে ট্রেড মানে লাইভ ট্রেড শুরু করি।ফরেক্স মার্কেটে নতুন,,,, আর আমার এই ফরেক্স মার্কেটে আসার মাধ্যম হলো আমার বন্ধু । আমি আমার বন্ধুর কাছ থেকে এই ফরেক্স মার্কেটের যাবতীয় কর্মকাণ্ড প্রাথমিকভাবে পরিচালনা করতে শিখেছি এবং তারপর থেকে বাকিটা আমি আমার ব্যক্তিগত জ্ঞান ও ধারণা প্রয়োগ করে শেখার চেষ্টা করছি । আশা করি আগামীতে আমি এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে এর থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবো,,, ধন্যবাদ ।
-
আমি ফরেক্স সম্পর্কে টোটালিই কোন কিছু জানতাম না । বরং ফরেক্স ব্যবসা সম্পর্কে আমার হাতে খড়ি এক বড় ভাইয়ের কাছ থেকে । আমি যে বড় ভাইয়েরর কাছ থেকে ফরেক্স শিখছি তনি ফরেক্স বিষয়ের উপর অনেকব অভিজ্ঞ একজন মানুষ । তার কাছে ফরেক্স সম্পর্কে প্রায় ৪ বছরের অভিজ্ঞতা আছে । আর এই অভিজ্ঞার বলেই সে এখন ফরেক্স মার্কেট হতে প্রচুর টাকা ইনিকাম করছে । এছাড়াও তার স্টুডেন্ট সংখ্যা এখন প্রায় ৩০ জনের উপরে । আসেলে আমি এখনো তার কাছে ফরেক্স শিখছি ।
-
ফরেক্স সম্পর্কে প্রথম জানি ৪-৫ বছর আগে। তখন আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টের কিছু ইন্ডিয়ান ফরেক্স ট্রেডিং করতো। কিন্তু তখন ব্যপার টা বুঝতাম না। ব্যপার টাকে গুরুত্বও দেইনি। পরবর্তীতে আমার খালাতো ভাইকে দেখি ফরেক্স ট্রেডিং করতে । তার কাছ থেকেই আমার ফরেক্সে হাতে খড়ি। সেই আমাকে শিখিয়েছে। তবে আমার আগে থেকে ধারুনা ছিল।মাঝে মাখে রাস্তায় হাঁটার সময় দেয়ালে পোস্টার দেখতাম অমুক জায়গায়, তমুক জায়গায় ফরেক্স শেখানো হয় একটা নির্দিষ্ট ফি এর বিনিময়ে তাছাড়া মাসে ৪০-৫০ হাজার টাকা আয়ের হাতছানি ছিল ঐসব পোস্টারে। তারপর গুগল সার্চ করে দেখলাম ফরেক্স জিনিসটা কি। আর্টিকেলগুলো পড়তে ভালোই লাগছিল। সেখানে বিশ্বের বিভিন্ন নামী-দামি ট্রেডারের লেখা দেখতে পেলাম। তারপর বাংলায় ফরেক্স শেখার অনেকগুলো পিডিএফ পেলাম, সেগুলো আস্তে আস্তে পড়া শুরু করলাম। এইভাবে একদিন বেবি পিপস সাইট তারপর বিডি পিপস সাইটের সন্ধান পেলাম। এভাবে আমার ফরেক্সের সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং আরও ভালোভাবে ফরেক্স নিয়ে পড়াশোনা শুরু।