১০০ ডলার ইনভেস্ট করে আপনি .১০ সেন্ট এর ভলিয়ম ওপেন করতে পারেন। এতে আপনার ট্রেড যদি প্রতিকুলে ৩০০ পিপস যায় তারপরও আপনার ব্যালান্স থাকবে ৭০ ডলার । ফরেকক্স করতে হলে হাতে প্রচুর ব্যালান্স রাখতে হবে। তানাহলে একাউন্ট কলজ হবার সম্ভবনা থাকে।
Printable View
১০০ ডলার ইনভেস্ট করে আপনি .১০ সেন্ট এর ভলিয়ম ওপেন করতে পারেন। এতে আপনার ট্রেড যদি প্রতিকুলে ৩০০ পিপস যায় তারপরও আপনার ব্যালান্স থাকবে ৭০ ডলার । ফরেকক্স করতে হলে হাতে প্রচুর ব্যালান্স রাখতে হবে। তানাহলে একাউন্ট কলজ হবার সম্ভবনা থাকে।
কম ইনভেস্টেমেন্ট আমার মতে কোন সমস্য নয় । কেননা আমরা জানি যে ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে যদিও ইনভেস্টমেন্ট গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে কিন্ত তার চাইতেও বেশি গুরত্বপুর্ণ ভুমিকা পালন করে একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতা । কেননা এই ইনভেস্টমেন্টকে পরিচালিত করার জন্য মুলত প্রয়োজন হয় ট্রেডিং দক্ষতার । তাই অল্প ইনভেস্টমেন্টও ট্রেডিং দক্ষতা দিয়ে প্রচুর করা যায় ।
আসলে এটা নির্ভর করে আপনার উপর ।কম ইনভেস্ট করেও লাভ করা যায় কাজের অভিজ্ঞতা যার যত বেশী সে তত কম ইনভেস্টে বেশী লাভ করতে পারে ।
ফরেক্স এ ১০০ ডলার অনেককছু যদি এর মালিক একটু অভিজ্ঞ হয়। কারন অভিজ্ঞ ট্রেডাররা ২০ ডলার দিয়ে শুরু করে তাদের একাঊন্ট আছতে আছতে ভারি করে ফেলে।কিন্তু যারা অভিজ্ঞ নয় তারা ২০০ ডলার দিয়ে শুরু করেও নিজের একাঊন্ট জিরো করে ফেলে। তাই ডলার এর থেকে ফরেক্স এর জন্য অভিজ্ঞতা বেশি দরকার।
কম ইনভেস্ট নিয়ে ফরেক্স করা কঠিন কারন একটা ভয় থাকে এবং যুকি যদি বাজার বিপরিতে যায় তা হলে লস আর এতে লাব কম হয়
কমিনভেস্ট করলে লাভের পরিমাণ একটু কম হলেও লাভ করা যায়। আপনার ইনভেস্টের পরিমাণ যায় হোক না কেন ট্রেড করার দক্ষতা অবশ্যই থাকতে হবে তা না হলে বেশি ইনভেস্ট করেও কোন লাভ করা যাবে না। ফরেক্স ট্রেডে লাভ করার জন্য বেশি জরুরী হল ভালো ট্রেড করার দক্ষতা থাকা। আপনি ১০০ ডলার ইনভেস্ট করে ১০ সেন্টের ট্রেড ওপেন করতে পারেন সে ক্ষেত্রে রিস্ক টাও কম নিবেন।
ফরেক্সে ট্রেড করার জন্য কম ইনভেস্ট করলে লাভ করা যায় তবে লাভের পরিমাণও অল্প হয়। কম ব্যলেন্সে ট্রেড বেশি বড় ওপেন করা যায় না তাই ট্রেড সাইজ ছোট হয়। ১০০ ডলার ইনভেস্ট করে আপনি ১০সেন্টের ট্রেড ওপেন করতে পারেন। তবে অবশ্যই রিস্ক কম নিয়ে ট্রেড করতে হবে কারন আপনার ব্যলেন্স ও কম। ভালো ট্রেডার হলে কম ইনভেস্ট করেও ভালো মুনাফা অর্জন করতে পারেন।
প্রথম প্রথম অল্প প্রফীটে ট্রেড ওপেন করা ভালো তাতে মার্কেট মুভমেন্টস বোঝার সুযোগ পাওয়া যায় । তবে ১০০ ডলারে ১০ সেন্ট করে ওপেন করা ভাল । যখন নিশ্চিত ভাবে মার্কেট বুঝতে পারা যায় তখন ১ ডলারে ওপেন করা যেতে পারে ।
ইনভেস্ট কম সেটা বড় বিষয় না। বড় বিষয় হল আপনি ফরেক্স কত টুকু বঝেন ? আপনি ফরেক্স ভাল ভাবে বোঝার জন্য অনলাইন থেকে ফরেক্স সম্পর্কিত বিভিন্ন বই ডাউনলোড করে পড়তে পারেন । ইউটিউব থেকে ভিডিও দেখতে পারেন।
তারপর ৫ থেকে ৬ মাস ফরেক্সে ডেমো ট্রেড করতে পারেন , তাহলে আপনার ফরেক্স সম্পর্কে সাহস বাড়বে । মার্কেট ট্রেন্ড বুঝতে পারবেন এবং সফলতার সাথে ট্রেড করে লাভ করবেন । ইনভেস্ট কম হলেও লাভ করা সম্ভব হবে। আপনার একাউন্ট রিক্স ফ্রি থাকবে ।
থিউরি মোতাবেক বললে আপনার ট্রেড রেজাল্ট নির্ভর করে আপনার ইনভেস্ট এর উপর। কেননা যদি আপনি ১০০ ডলার ডিপোজিট করেন এবং ট্রেড করেন আপনাকে প্রতি ১০০০ ডলারের এর জন্য ০.০১ লটে ট্রেড করতে পারবেন । এটা হল স্ট্যান্ডার্ড লটের হিসেব। সেই হিসেবে আপনি যদি মাইক্রো লট ব্রোকারে ট্রেড করেন সেই অনুপাতে আপনাকে হিসেব করে নিতে হবে।