-
স্মার্টফোন থেকেও ফোরামে কাজ করা যায়। আমি মূলত স্মার্টফোনের মাধ্যমেই ফোরামে পোস্ট করে থাকি। স্মার্টফোনের মাধ্যমেই ফোরামে পোস্ট করে আমি বেশি তৃপ্ত। কারণ ফোন যেকোনো স্থানে সহজে বহন করা যায়। কিন্তু অপরদিকে কম্পিউটার সকল স্থানে বহন করা যায় না। আমি রিদ্মিক কিবোর্ড এর মাধ্যমে টাইপ করে থাকি। অনেকে জি-বোর্ড এর মাধ্যমেও ফোরামে পোস্ট করে থাকেন। যারা স্মার্টফোনে বাংলা টাইপিং করতে পারেন না তারা চাইলে জি বোর্ড এর মাধ্যমে টাইপিং করে ফোরামে পোস্ট করতে পারেন। *
-
মোবাইল থেকে ফোরামে কাজ করা যায়। তবে সেই মোবাইল টা অবশ্যই স্মার্টফোন হতে হবে।এখন অনেকেই মোবাইল দিয়ে ফরেক্স মার্কেটে কাজ করে এবং অনেক অর্থ ইনকাম করছেন মোবাইলের মাধ্যমে ।
-
মোবাইল দিয়ে কাজ করলে ভাল হয় না কিন্তু যার পিসি আসে তার পিসি দিয়া কাজ করা ভাল আমি এটা মনে করি যার পিসি আসে তার পিসি দিয়ে করা ভাল। এটা লেখার কাজ তাই মোবাইল দিয়ে করা ঠিক না তাই পিসি দিয়ে করা ভাল। আপনার মোবাইল ফোনটি অবশ্যই অ্যানড্রোইড ফোন হতে হবে। আপনি আপনার অ্যানড্রোইড ফোনে বাংলা টাইপিং সফটওয়্যারটি ব্যবহার করে তার পর লেখালেখি করতে পারেন তবে আমার কাছে মনে হয় এটি বেশ ঝামেলার।
-
জি হাঁ মোবাইল থেকেও ফোরামে কাজ করা যায়। এমন অনেকেই রয়েছে যারা বেশিরভাগ ট্রেডার মোবাইলের মাধ্যমে ফোরামে কাজ করে থাকে এবং শুধু ফোরামেই নয় রিয়েল অ্যাকাউন্টে ট্রেডিং করার সুযোগ থাকে। মোবাইল এর মাধ্যমে খুব সহজে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারি, মুভমেন্ট করতে পারি এবং নেটওয়ার্ক সহজলভ্য হওয়ায় আমরা বেশিরভাগ সময় মোবাইলের মাধ্যমে ফোরামে কাজ করে থাকি। আমরা আমাদের ব্যক্তিগত সকল কাজ করবে পাশাপাশি মোবাইলে ব্যবহার করার ফলে আমরা সকল ধরনের কাজ করতে পারি।
-
আপনার মোবাইল ফোন দ্বারা ফরেক্স এর সাথে সংযুক্ত থাকতে পারবেন । বর্তমানে আমরা নিজেদের স্মাটফোন ব্যবহার করে প্রায় ভার্চুয়াল সব কাজ সারতে পারি যা আমাদেরকে আগে করতে হত কম্পিউটারে । তাই আমি মনে করি যে একটা এন্ড্রয়েড ফোন কিংবা একটা স্মার্টফোনের মাধ্যমে ফোরামের সাথে সংযুক্ত থাকতে পারবেন । আর স্বাচ্ছন্দে পোস্টও করতে পারবেন ।
-
আপনি ফোরাম এর কাজ মোবাইল এ করতে পারবেন । তবে মোবাইল থেকে ফোরাম এ কাজ করতে গেলে আপনাকে অনেক সময় নিয়ে করতে হবে । এছাড়া আপনি কম্পিউটার থেকে যত সহজে ফোরাম এ কাজ করতে পারবেন মোবাইল ফোরাম এর কাজ এত সহজে করতে পারবেন না । আমি মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করি কিন্তু ফোরাম করি না।কারণ মোবাইল এর মাধ্যমে আমি ফোরাম করতে পারি না।এটা অনেক কষ্ট কর।তাই আমি মনেকরি ফোরাম করার জন্য কম্পিউটার এর ছেয়ে ভালো আর কিছু নাই।
-
মোবাইল দিয়ে ফরেক্স এর কাজ করা যায়। মোবাইল দিয়ে কাজ করলে ভাল হয় না কিন্তু যার পিসি আসে তার পিসি দিয়া কাজ করা ভাল আমি এটা মনে করি যার পিসি আসে তার পিসি দিয়ে করা ভাল।আমি সব সময় কম্পিউটার থেকে ফোরাম এর কাজ করে থাকি,আর আমার কাছে মনে হয় যে ফরেক্স ট্রেডিং মোবাইল থেকে করা যাই কিন্তু ফোরাম এর কাজ টা মোবাইল থেকে করা হয়তো অনেক ঝামেলা, তাই আমি মনে করি ফোরাম এর কাজ টা কম্পিউটার থেকে করা টা উচিৎ।
-
মোবাইল এ ফরেক্স এর ফোরাম করা যায়। তবে যেকোন মোবাইল এ ফোরাম করা যায় না। এর জন্য দরকার স্মার্ট ফোন বা এন্ড্রয়েড মোবাইল ফোন। কিন্তু তাতে ঠিক ভাবে ফোরাম এ পোষ্ট করা যায় না। আপনার মোবাইল এর টাইপিং দক্ষতার উপর নির্ভর করে.আপনি মোবাইল এ টাইপিং দ্রুত করতে পারলে আপনি ফরেক্স ও অনেক করতে পারবেন.শেষ কথা এইটাই যে মোবাইল এ ফরেক্স ত্রিয়াদিং করা সম্ভব.
-
হা মোবাইল থেকে ফোরামের কাজ করা যাবে তবে তার জন্য আ্যনড্রয়েড ফোন দরকার।তবে ফোরামের কাজ মোবাইলে করা তেমন সুবিদা জনক নয় কেননা ফোরামের কাজ হল লেখালেখির কাজ যেটা মোবাইলে করা কষ্টকর তবে ফরেক্সের ট্রেড করতে পারেন মোবাইলে । তাই অামার মতে যাদের ডেক্সটপ বা ল্যাপটপ আছে তাদের মোবাইলে না করা টাই সুবিদাজনক।
-
জী ভাই মোবাইল দিয়েও ফোরাম এ কাজ করা যাই,আমি নিজেও মোবাইল দিয়ে ফোরাম এ পোস্ট দিয়ে থাকি কোন সমস্যা ছাড়া,আমার কম্পিউটার নেই আমি এই ভাবে করছি,আপনি চাইলেও করতে পারেন,আমি ২ মাস আগে থেকে শুরু করেছি,মোবাইল দিয়ে ফোরাম এ পোস্ট করা খুব সহজ ব্যাপার।