-
আপনি ঠিক বলেছেন ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে, মূলত যারা ফরেক্স এর নতুন বিগেনার লেভেলে তারাই। অভিজ্ঞ ও দক্ষ ট্রেডাররা মার্কেট এনালাইসিস করে ট্রেড করায় সহজে তারা লসের সম্মুখীন হতে হয় না। নতুন ট্রেডারদের ক্ষেত্রে অনুমানের উপর ট্রেড করে, মার্কেট সম্পর্কে কোনো ধারণা না রেখে একাধিক ট্রেড করার ফলে তারা বেশিরভাগ ক্ষেত্রে লস করে থাকেন। তারা নিয়ম কারণ অনুসরণ না করার কারণেও লস করে থাকেন।
-
অনেকেই আছে যারা টাকার লভ করতে গিয়ে ,ফরেক্স একটু শিখেই ট্রেড করা শুরু করে দেই ,আর ট্রেড করলেই লস খাই এইটা প্রথম লস এর কারন বলে আমি মনে করি ।ফরেক্স বিষয় টা এত সহজ না ভাল ভাবে শিখতে হবে জানতে হবে তাছাড়া ফরেক্স এ লাভ করা সম্ভব নই । আমার দেখা মতে সবচেয়ে বেশি লস করে থাকে নতুন ট্রেডাররা। কারণ তারা এই ব্যবসা খুব অল্প জ্ঞান নিয়ে শুরু করে থাকে আর শুরুর প্রথম থেকেই তারা বেশি পরিমাণের মুনাফা উপার্জনের চেষ্টা করে থাকে। আপনি যদি এই ব্যবসায় বেশি লস করতে না চান তাহলে অবশ্যই আগে ভালভাবে এই ব্যবসা সম্পর্কে শিখে তারপর শুরু করবেন।
-
আমি কেন ফরেক্সে অর্থ হারাতে থাকব?
ওভারট্রেডিং। ওভারট্রেডিং - হয় ট্রেডিং খুব বড় বা খুব বেশিবার ট্রেডিং - ফরেক্স ট্রেডারদের ব্যর্থ হওয়ার সবচেয়ে সাধারণ কারণ। ওভারট্রেডিং অযৌক্তিকভাবে উচ্চ মুনাফার লক্ষ্য, বাজারের আসক্তি বা অপর্যাপ্ত মূলধনের কারণে হতে পারে।
-
ফরেক্স এ লসের প্রধান কারন হল লোভ করা। কারন আনেকে লোভ করে নিদিষ্ট ডলার ব্যাতিত এর থেকে বেশী ডলার ইনভেস্ট করে বসে এতে তার লসের সম্ভবনা বেশী হয়। তাছাড়া অনেকে লোভ ব্যাতীত এ বিষয়ে অজ্ঞ থাকায় জানে না যে মার্কেট কখন ওঠা নামা করবে । ফলে তারা লসের সম্মুখীন হয়।
-
ফরেক্স এ লসের প্রধান কারন হল লোভ করা। কারন আনেকে লোভ করে নিদিষ্ট ডলার ব্যাতিত এর থেকে বেশী ডলার ইনভেস্ট করে বসে এতে তার লসের সম্ভবনা বেশী হয়। তাছাড়া অনেকে লোভ ব্যাতীত এ বিষয়ে অজ্ঞ থাকায় জানে না যে মার্কেট কখন ওঠা নামা করবে । ফলে তারা লসের সম্মুখীন হয়।
-
আমার মনে হয়, প্রথমত ট্রেডিং সম্পর্কে অনবিজ্ঞতা,স্বল্প ও দুর্বল জ্ঞ্যান৷বেশি প্রফিটের লোভ করা,অধৈর্য্য হওয়া,ভালো ভাবে না বুঝেই স্ক্যাল্পিং করা৷সঠিক ভাবে মানি মেনেজম্যান্ট ফলো না করে ওভার ট্রেডিং করা৷দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস না করা৷সঠিক ভাবে এনালাইসিসগুলো না বোঝা৷ লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷ তাই এই সকল বিষয় এড়িয়ে যাওয়াই ভালো।
-
সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন। বুঝে ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে,,
-
ফরেক্স থেকে অর্থ উপার্জন বিষয়টা যতটা সহজ আমরা নবগতরা মনে করি আসলে বিষয়টা তার থেকে কয়েকগুণ বেশি কঠিন। তা না হলে আমাদের দেশের অনেকেই এতদিনে শুধুমাত্র ফরেক্স ট্রেড করেই কোটিপতি হয়ে যেত। ফরেক্সে ভালো করতে গেলে আগে আমাদের দীর্ঘদিন ডেমোট্রেড করে নিজেদেরকে এই মার্কেটের সাথে খাপ খাইয়ে নিতে হবে। যথেষ্ট সময় নিয়ে ডেমোট্রেড না করে রিয়েল ট্রেড করলে লাভের থেকে লোকসানের সম্ভাবনাই বেশি। আপনারা কী আমাদের সাথে একমত?
-
ফরেক্স মার্কেটে লস তারাই করে যারা বেশির ভাগ সময় ভুল জায়গায়, ভুল পজিশনে ট্রেড ওপেন করে এবং উক্ত লস কভার করার জন্য আরোও বেশি ভূল করে অতিরিক্ত ট্রেড ওপেন করার ফলে। আর অল্পতেই ট্রেডাররা ধৈর্য্যহারা হয়ে যায়। উক্ত কারণগুলোর জন্যই বেশির ভাগ ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে।
-
ফরেক্সে লসের কারন শুধু সাইকোলোজিক্যাল
আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে,,,সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।