-
স্টপ লস হচ্ছে আপনার ট্রেডিং এ্যাকাউন্টকে নিরাপদে রাখার একটি পদ্ধতি। তাই আমি বলব আপনি যদি এ্যাকাউন্ট নিরাপদে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই স্টপ লস পদ্ধতিটি ব্যবহার করতে হবে। কারণ এটি দ্বারা আপনি খুবই আপনার ট্রেডিং কৌশল নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এমনকি এটি দ্বারা আপনি নিজের লোভকে খুব সহজেই নিয়ন্ত্রণের রাখতে পারবেন। এজন্য আমি মনে করি প্রত্যেক ট্রেডারের ক্ষেত্রে স্টপ লস ব্যবহার করা উচিত।
-
ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা যে ব্যবসাটা ২৪ ঘন্টা খলা থাকে তবে এই মার্কেটে আপনি যখন তখন করতে পারেন অন্যান্য কাজের পাস্পাসি করতে পারেন স্টপ লস হল মার্কেটে সবসময় থাকা জায় না তাই আপনি একটি ট্রেড ওপেন করলেন এখন আপনার বাইরে জেতে হবে সেই ক্ষেথ্রে ট্রেড ওপেন অবস্থায় ড়েখে গেলে ট্রেডের বিপরিত গেলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে জেতে পারে তাই স্টপ লস ব্যবহার করলে একাউন্ট সেভ থাকে।
-
ফরেক্স ট্রেড অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা৷তাই এই ব্যবসার অন্যতম শর্ত হচ্ছে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট প্রয়োগ করে ট্রেড করা৷আর এই মানি ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যথাযথ স্থানে একটি নির্দিষ্ট অনুপাতে স্টপ লস সেট করে দেওয়া৷এই স্টপ লস সেট করলে আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারি যে আমাদের নির্ধারিত পরিমাণ লস হবে এবং এর বেশি কখনোই লস হবে না অথবা আমাদের একাউন্টের ব্যালেন্স কখনই একেবারে শূন্য হয়ে যাবে না৷আমরা অনেকেই কম্পিউটারের সামনে একটানা দীর্ঘ সময় বসে থাকতে পারি না এবং এটা সম্ভবও নয়৷তাই আমরা টেকনিক্যাল এনালাইসিস করে সঠিকভাবে সঠিক স্থানে স্টপ লস সেট করে দিয়ে পিসি থেকে নিশ্চিন্তে দূরে সরে থাকতে পারবো৷অবশ্যই স্টপ লস কে গুরুত্ব দিতে হবে৷
-
আমরা অনেকে এমন আছি যে ফরেক্স করার পাশাপাশী অন্ন কাজ করে থাকি তাই আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় স্টপ লস দিয়ে থাকি । এতে করে পিপস যেন একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যেতে না পারে এই সুবিধা পাওয়া যায় । একে স্টপ লস বল হয় ।
-
স্টপ লস ফরেক্স মার্কেটের প্রতিটা ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টপ লস ব্যবহার করে আপনি আপনার একাউন্টাকে মার্জিন কল থেকে বাচাতে স্বক্ষম হবেন। আপনি কত পিপ লস নিবেন সেটা নির্ধারনের জন্য স্টপ লস ব্যবহার করতে হয়। স্টপ লস বলতে বোঝাই লসের একটি সীমাবদ্ধতা । মানে হল এর নিচে কোনো লস হবে এটি লসের সর্বনিম্ন স্তর । কেননা যখন কন ট্রেডার ট্রেড করতে শুরু করে তখন যদি সে বার বার লস খাই তবে তার ক্ষতি হবে তাই স্টপ লসের মাধ্যমে সে তার লসটাকে সীমাবদ্ধতাই রাখে।
-
আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো আমরা যতটুকু লস দিয়ে একটা ওপেনিং ট্রেড ক্লোজ হওয়াতে রাজি থাকি ঠিক ততটুকু পরিমানের লেভেলে এই স্টপ লস সেট করি৷স্টপলস ব্যাবহার করা খুবই ভালো এবং অনেক সুবিধা আছে৷আপনার পুরো ব্যালেন্সটাই একেবারে শুন্য হয়ে যাবে না৷সামান্য কিছু লস হলেও বাকী পুজিঁ দিয়ে ট্রেড করতে পারবেন অনায়াসে৷এই স্টপলস সঠিকভাবে সেট করতে হলে অবশ্যই আপনার ট্রেডিং চার্টে সাপোর্ট এন্ড রেসিসট্যান্স লেভেল গুলো খুব ভালো করে চিনতে হবে,বুঝতে হবে৷
-
আসসালামুয়ালাইকুম, স্টপ লস হল একটা খুটির মত যা আপনার ট্রেড কে একটি নিদি'স্ট সময়ে নিদি'স্ট জায়গায় পৌছানোর পর সয়ংক্রিয়ভাবে বন্দ করে দিবে, অথাৎ ধরুন eur/usd তে ১.০৯৩৫ এ শেয়ার বাই করলেন এখন আপনি চাছ্নেন শেয়ার যদি আপ না হয়ে নিচের দিকে যায় তবে আপনি ১.০৭৩৫ এ পৌছানোর পর আপনি আর মাকেটে না থেকে বের হয়ে যাবেন, এখানে আপনার স্টপ লস হল ১.০৭৩৫ যার পরে আপনার ট্রেডটি অটো বন্দ হয়ে যাবে ।
-
স্টপ লস আমাদের অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখে, আমাদের পক্ষে সব সময় মার্কেট এর দিকে খেয়াল রাখা সম্ভব নয়, তাই আমারা মার্কেট এনালাইস করার পর একটি নির্দিষ্ট স্থানে স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করি জাএন আমরা মার্কেট এ না থাকলেও যেন খুব বেশি লস এর শম্মুখিন না হই এবং যেন আমাদের টার্গেট করা লক্ষে প্রফিতটি করতে পারি।
-
আমি যতটুকু জানি সেই আলোকে বলতে পারি যে, ফরেক্সে স্টপ লস হল একটা গুরুত্ব পুর্ন বিষয়। আপনার হাতে যদি ট্রেড করার মত যতেস্ট সময় না থাকে আর আপনি চান ট্রেড করতে তাহলে আপনি স্টপ লস ব্যবহার করতে পারবেন। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লস নির্দিস্ট করে দিতে পারেন। এতে আপনার লস হতএ হতে আপনার জায়গা তে পৌছে গেলে ট্রেড নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
-
স্টপ লস একজন ট্রেডার কে বড় ধরনে লসের হাত থেকে রক্ষা করতে পারে। ফরেক্স মার্কেটে প্রতিটা ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন স্টপ লস আমাদের অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখে।তাই আমারা মার্কেট এনালাইস করার পর একটি নির্দিষ্ট স্থানে স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করি।স্টপ লস আপনার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে এখানে মাকেটের গতি যে কোন সময় পরিবর্তন করে।স্টপ লস ব্যবহার করে আপনি আপনার একাউন্টাকে মার্জিন কল থেকে বাচাতে স্বক্ষম হবেন।আর ট্রেডের লস টি যদি একটি নির্দিষ্ট পরিমান করতে চাই সেই ক্ষেত্রে আমরা স্টপ লস ব্যবহার করি।