আমি যেহেতু গত ৪ বছর ধরে ফরেক্স মার্কেটে এক লাইন দুই লাইন করে শিখেছি তাই আমাকে প্রথমে পর্যাপ্ত সময় দিয়ে নিয়মিত শিখতে হতো৷সেগুলো প্র্যাকটিস করে করে নিশ্চিত হওয়ার জন্য ১০/১২ ঘন্টা করে প্রতিদিনই সময় দিতে হতো৷সময় যতই পাড় হচ্ছিল আমার অভিজ্ঞতাও তত বাড়তেছিলো৷তাই ধীরে ধীরে ফরেক্স মার্কেটে সময় দেওয়া কমতে কমতে এখন বর্তমানে প্রতিদিন মাত্র ১/২ ঘন্টা সময় দেই৷