-
রানিং ট্রেড নিয়ে কম বেশি সবাই চিন্তিত থাকে। ফরেক্স মার্কেটে রানিং ট্রেড সবাইকেই ভাবায়। ট্রেড রানিং থাকলে আর সেটা যদি লসে থাকে তাহলে কোনভাবেই আর অন্য কাজে মনোনিবেশ করা যায় না। ট্রেডি রানিং থাকলে মাথার ভিতর বাড়তি একটা প্রেশার থাকে। এমনকি ট্রেড ওপেন থাকা অবস্থায় ঘুমাতে গেলেও ঘুম হয় না। তখন বার বার ঘুম ভেঙ্গে যায় এই ভেবে যে ট্রেড আরো লসে গেলো কিনা। তাই আমি বলবো যথা সম্ভব ট্রেড ক্লোজ করে দেন ঘুমাতে যাওয়া উচিত। তবে এই বিষয় গুলো সময়ের সাথে সাথে আভিজ্ঞার বৃদ্ধির মধ্য দিয়ে দূর হয়ে যায়।
-
চিন্তা এমন একটা জিনিস তা করতে হয় না এমনিতেই এসে যায় । ফরেক্স ব্যবসাতো সর্বদাই কারেন্সি উঠানামা করে তাই একটু বেশী চিন্তিত থাকতে হয় । কিন্তু যদি দক্ষ ট্রেডার হয়ে থাকে অবশ্যই বেশী চিন্তার মধ্যে থাকতে হয় না । কারণ তারা সর্বদিক চিন্তা ভাবনা করে তারপর ট্রেড করে । তাই আমরা সবাই চিন্তামুক্ত থেকে ট্রেড করবেন ।
-
ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল, হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে । আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের, কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।
-
অবশ্যই থাকি, শুধু আমি না আমার মত আরো অনেক মানুষ আছে বা সকল ট্রেডার রাই এমন যে সে তার নির্দিষ্ট ট্রেড নিয়ে চিন্তিত থাকে। আসলে আমাদের মধ্যে একটি উত্তেজনা কাজ করে, সেই উত্তেজনার জন্য আমাদের অনেক সময় অসুস্থ হয়ে পড়তে হয়। ফরেক্স থেকে মূলত আমরা দুই রকম ফলাফল পেয়ে থাকি, একটি হচ্ছে ইনকাম আরেকটি হচ্ছে লোকসান, এই দুইটি বিষয় এর একটির মোকাবেলা করতে হয় যার ফোলে আমরা চিন্তিত থাকি।
-
আমরা কেও চাই না আমাদের ট্রেড লস হোক।তাই ট্রেড ওপেন করার পর ও ভাবতে হয় আমাদের কারন ফরেক্স বাজার এমন একটি বাজার যেকোনো সময় বাজার পালটে যেতে পারে তাই খেয়াল রাখতে হবে।আর বিজনেসে লস তো হবেই আর লস হলে ইমোশনাল হলে আরো ক্ষতি হতে পারে আপনার। কারন প্রতিটি ট্রেডেই আপনি স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে রাখা উচিত তাহলে চিন্তার কোন কারন থাকার কথা নয়।
-
ট্রেড করে বা ট্রেড ওপেন করে আপনি যদি চিন্তিত থাকলে বুঝবেন আপনি সঠিক ভাবে মানিমেনেজমেন্ট করে ট্রেড ওপেন করেন নি।আপনি যদি সঠিক ভাবে মানিমেনেজমেন্ট করে ট্রেড করতেন তাহলে লসের ভয় কম থাকে।একটা কথা সত্যিই যে ট্রেড ওপেন করে একটু ভয় থাকে।তবে ট্রেড ওপেন বারবার চেক না করাই ভালো।এতে মানুষিক চাপ বারে।
-
ফরেক্স মার্কেটে যখন আমরা একটি ট্রেড নিয়ে থাকি তখন আমাদের মাথায় অবশ্যই চিন্তা থাকে যে আসলে এই ট্রেডটি থেকে আমি প্রফিট অর্জন করতে পারব নাকি আমার লস হবে। সে ক্ষেত্রে অনেক সময় আমাদের টেনশন অবশ্যই থাকে কিন্তু আমরা যদি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত এবং মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড নিতে পারি তাহলে হয়তো বা আমাদের এক্ষেত্রে টেনশনটা একটু কম থাকে। কারণ আমাদের মাথায় থাকে আল্লাহর রহমতে আমরা এইটা থেকে প্রফিট করতে সক্ষম হব। এজন্য আমাদের অবশ্যই ফরেক্স এর রুলস অনুযায়ী কাজ করা উচিত। এবং আমরা মানি ম্যানেজমেন্ট ঠিক রাখলে আমাদের ট্রেড করতে ঝুঁকি কম থাকবে এবং আমাদের একাউন্টটি নিরাপদ থাকবে।
-
আমরা যদি যথাযথ নিয়ম মেনে পর্যাপ্ত মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করি তাহলে চিন্তার কোন কারণ থাকে না। চিন্তার কারন তখনই হয় যখন আপনি অনুমানের উপর কিংবা অতিরিক্ত রিস্ক নিয়ে বড় লটে ট্রেড করবেন তখন। এটা আমার নিজের বাস্তবতা অভিজ্ঞতা থেকে বলছি। সব থেকে বড় বিষয় হলো আমরা যখন High ইম্পেক্ট নিউজ এর সময় ট্রেড করি তখন মার্কেট বেশি মুভমেন্ট হয় সে ক্ষেত্রে তুলনামূলক চিন্তা একটু বেশি হয়ে থাকে। তাই নিয়ম মেনে ট্রেড করে চিন্তা মুক্ত থাকি।
-
ফরেক্স ট্রেড করতে হলে সব কিছু চিন্তা ভাবনা করে ট্রেড আরম্ভ করতে হয়। ট্রেড শুরু করার সময় ঠিকমত ট্রেড অপেন করলে চিন্তিত হবার কিছু থাকে না । তাছাড়া আমরা তো ট্রেড করতেইএসেছি। এখানে চিন্তা করার কি আছে? লাভ, লস একটা কিছু তো হবেই। ফরেক্স ট্রেডিং এর সময়ে অনেক চিন্তা-ভাবনা করে একটি ট্রেড ওপেন করতে হবে।ট্রেড রানিং এর সময় কোন ভাবেই আমাদের চিন্তিতো হওয়া যাবেনা,তখন যদি আমরা নার্ভাস হই তাহলে লস আমাদের অনিবার্য।
-
ফরেক্সে একটা কথা খুব বলা হয় যে ইমোশনকে কন্ট্রোল করুন।কিন্তু আমাদের মতো অনভিজ্ঞ ট্রেডাররা এটা ভুলে যায়। রানিং ট্রেডে খুব চিন্তা করে।আমি নিজেও রানিং ট্রেড নিয়ে খুবই চিন্তায় থাকি।মূলত আমি ফরেক্সে নতুন তো তাই এখনও পুরোপুরি ইমোশনকে কন্ট্রোল করতে শিখিনি।তবে চেষ্টা করছি অতি দ্রুতই এমন অভ্যাস মন থেকে ঝেড়ে ফেলতে।