-
আমি আপনার সাথে একমত যে, অল্প বিদ্যা ভয়ক্ঙরি। আপনি যদি এই ব্যবসায় ভাল লাভবান হতে চান তাহলে আপনাকে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে অনেক তথ্য সংগ্রহ করতে হবে। আপনাকে ট্রের্ডি অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা জানি যে আমরা যদি বিষধ ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম না হই তাহলে আমরা কখন ব্যবসায় সফল হতে পারবনা্। তাই আমাদের এই ব্যবসা ভালভাবে শিখতে হবে।
-
:woo:হ্যা আমরা সবাই জানি যে আল্প বিদ্যা ভয়ংকর। কারন আপনি যদি কোন কাজ আল্প শিখে কাজটা করতে জান তাহলে আপনার এবং আপনার কাজের ক্ষতী হবে। তেমনি ভাবে ফরেক্সে যদি কেউ আল্প জ্ঞান আর্জন করে বলে আমি ফরেক্সে ট্রেড করতে পারব তাহলে সে নিশ্্চিত লস করবে। তাই সবাইকে বলি যারা ফরেক্সে নতুন তারা যেন ফরেক্স সম্পুর্ন শিখে তারপর রিয়্যেল একাউন্টে কাজ করে । তা না হলে লস করতে হবে।
-
আপনি যথার্থ ভালোই বলেছেন। ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার রয়েছে যারা অল্প জেনেই বড় বড় পুজি ডিপোজিট করে বড় লটে ট্রেড করে দুদিনে বড়লোক হতে চায়। মূলত এসব টৈডার রা ভালোভাবে ফরেক্স না শিখার কারনে এমন সমস্যা হয়। সুতরাং অল্প জেনেই বড় ভাবে ফরেক্সে ট্রেড করতে আসা খুবই খারাপ কাজ।
-
ফরেক্স ব্যাবসা খুবই রিস্কি।। ফরেক্স করতে হলে ফরেক্স সম্পরকে জানতে হবে।। ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করতে হবে। ফরেক্স শিখতে হলে মিনিমাম ৬ মাস ডেমো প্রাকটিস করতে হবে। কিন্তু ফরেক্সে অনেকেই ২, ৩ মাস ডেমো করার পরই রিয়েল ট্রেডিং শুরু করে দেয় এবং তাদের একাউন্ট হারায়।।
-
এমন অনেকে আছে যারা খুব অল্পতেই অল্প জ্ঞান ব্যবহার করেই রাতারাতি বড় হয়ে যেতে চায় ! আসলে এরকম যারাই করে বেশির ভাগ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে । আমরা যত বেশি লোভ করব তত বেশিই লুজার হব । আর লোভহীন ট্রেড করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে । তাই লক্ষ্য রাখতে হবে যেন নিজের সেরাটা দিতে পারি ,অর্থ্যাৎ খুব ভাল করে যেন দক্ষতা সৃষ্টি করতে পারি ।
-
ফরেক্সে অল্প বিদ্যা ক্ষতিকর হওয়ার প্রমানের সবচেয়ে উত্তম জায়গা। এখানে ৯৫% মানুষই লস করে এবং এর পেছনে অল্প ও অসম্পূর্ণ বিদ্যাই প্রধান কারণ। তাই এনালাইসিস করতে হবে খুব বেশি। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যত বেশি জিনিস জানা যায় তত ভালো। এখানে জানার কোনো শেষ নেই কিন্তু শুরু আছে আর আছে জানার বিভিন্ন স্তর।
-
আসলে অল্প বিদ্য ভয়ংকর তখনই হবে যখন আমরা নিজেদের জ্ঞান ও মেধাকে অল্প জানা ও মানার মধ্য সীমাবদ্ধ রাখব । যে কোন ক্ষেত্রেই জ্ঞান অর্জণটা একটা অবিরাম প্রক্রিয়া । ফরেক্স একটা ব্যাপক বিষয় । তাই এখানে অল্প জেনেই যদি মনে করা হয় যে সব জেনে গেছি তবে সেটা আত্নবিধ্বংশী হবে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমাদেরকে জ্ঞান অর্জনে কোন বিরতি দেওয়া ঠিক হবে না ।
-
প্রতিটি কাজ সফলভাবে পরিচালোনা ও কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য পূর্ব পরিকল্পনা থাকতে হবে।ঠিক ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড সফলভাবে পরিচালোনা করার জন্য একটি সুন্দর প্ল্যানিং করতে হয়।ট্রেডিং প্ল্যান ছারা ফরেক্স মার্কেটে সফলতা লাভ করা খু কঠিন হয়ে দারায়।তাই ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে ঐ ট্রেডটি আপনার পক্ষে না বিপক্ষে যাবে এ বিষয়ে সঠিকভাবে বিশ্লেষণ করা,ট্রেডটি আপনার পক্ষে বা বিপক্ষে গেলে কত টাকা লাভ লস হবে এবং ট্রেডটি যুক্তি সংগত কিনা তা বিশ্লেষণ করে দেখতে হবে।এভাবে ট্রেডিং প্ল্যান করে ট্রেড করতে হবে।
-
অল্প বিদ্যা ভয়ংকর।কথাটি ফরেক্সের জন্য একেবারে ঠিক। কারন ফরেক্সে অল্প বিদ্যা দিয়ে ট্রেড করলে লস করবেন। অনেক নতুন ট্রেডার আছে যারা ফরেক্সে যোগ দিয়েই ট্রেড শুরু করে দেয় বা কিছু ট্রেড শিখে ট্রেড ওপেন করে বসে এবং লস করে নিজেদেরভ মুল্ধন হারিয়ে ফেলে।
-
ফরেক্স দু ধরনের মানুষ পাওয়া যায় বেশী। এক ধরনের মানুষ মনে করে এখানে নিমেষে লাখ লাখ ডলার কানো সমভব, অপর দল মনে করে এখানে আয় করা সম্ভবয় না। কিন্তু তা আসলে নয়। এখানে সব কিছুয় সম্ভব।