-
আমি ফরেক্সে নতুন তাই এই বছরে আমার ইচ্ছা আমি ফরেক্সের কাজ ভালো ভাবে শিখবো। ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন ও ট্রেড করা সম্পর্কে দক্ষতা অর্জন করতে চাই। আমি চাই এই বছরে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে ট্রেড করে প্রফিট করতে। তাই আমি আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করে আমার জীবনে সফলতা বয়ে আনতে চেষ্টা করবো।
-
আমর মতে প্রত্যেকটা ট্রেডারেরই উচিত পরিকল্পনা বা লক্ষ্য স্থির করা । কেননা পরিকল্পনা বা লক্ষ্য ছাড়া কোন ব্যবসায়েই সাফল্য অসেনা । ২০১৬ সালে আমার পরিকল্পনা হলো গোছালো ভাবে ট্রেড করবো । মার্কেট না দেখে কোন প্রকারের এন্ট্রি নেবো না । মানি ম্যানেজমেন্ট করবো নিয়মিত ইত্যাদি ।
-
লক্ষ ছাড়া ট্রেডিং করা মানি হছে বৈঠা হীন নৌকা নিয়ে ঘুরার মত. ফরেক্স এ আপনাকে চত থেকে চত লক্ষ ঠিক করে এগিয়ে যেতে হবে, তার মাঝে অনেক বেপার গুলো জড়িয়ে থাকে, সহজ লক্ষ সেট করাটা হলো, আপনি একদিনে বা একসপ্তাহে কত টাকা সর্বচ আয় করতে চান. আমার এই বছরের লক্ষ হলো আমি যাতে প্রেপ্র মানি ম্যানেজমেন্ট এ প্রতি মাসে অন্তত ২০০$ আয় করতে পারি.
-
এই বছরে আপনার লক্ষ্য কি ? এই বছরে আমার লক্ষ আগের বছরের লসটা জানো তুলতে পারি।এটা আমি কামনা করি।আর আপনারা।ফরেক্স এ আমরা কিভাবে লস থেকে বাচতে পারি?
-
এ বছর আমার লক্ষ্য হল আমি ফরেক্স ব্যবসা করে অর্থনৈতিকভাবে উন্নতি হতে চাই । কেননা ফরেক্স ব্যবসা করার জন্য যতটুকু অভিজ্ঞতা অর্জন করা দরকার তা মোটামুটি এই এক বছরে হয়েছে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার আগে অভিজ্ঞতা অর্জন করব তারপর এই ব্যবসা করব ।
-
যে কোন কাজ একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি । ফরেক্স মার্কেটেও আমার কিছু লক্ষ্য রয়েছে । ২০১৬ সালে ফরেক্স মার্কেট নিয়ে *আমার পরিকল্পনা হচ্ছে ফরেক্স মার্কেট সম্পর্কে আমি ভালভাবে জ্ঞান অর্জন করব এবং আমার একাউন্ট ব্যালেন্স কমপক্ষে ৫০০ থেকে ১০০০ ডলারে নিয়ে যাব॥
-
আমি মাত্রই এ মাসেই মার্কেটে নতুন এসেছি । আর তাই আমি বেশি লক্ষ্য রাখব না । কারণ আমার সামর্থ্যর দিকে খেয়াল রাখতে হবে । আমি মনে করি যে আমি ঠিক যতটুকু যেতে পারব বলে মনে হয় ঠিক ততটুকু লক্ষ্য নির্ধারণ করা উচিত । আর সে হিসেবে আমার লক্ষ্য হল নিজেকে একজন অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলা । আমি ফরেক্স মার্কেটে খুব বেশি নিজেকে এগিয়ে নিতে চায় । আর সে জন্য অবশ্যই নিজেক একজন মাসম্পন্ন ট্রেডার হিসেবে গড়ে তোলার বিকল্প নেই ।
-
এই মাসে আমার অনেক বড় লক্ষ্য রয়েছে । আমি আমার ব্যালেন্সটাকে অনেক ভাল একটি পযার্য়ে নিয়ে যাব । আমার নির্দিষ্ট একটি ট্রেডিং প্লান থাকবে । নিয়মিত প্রফিট করতে পারব ইনশাল্লাহ । যদিও জানুয়ারি মাসটা সামন্য একটা ভুলের কারনে অনেক খারাপ গেল । তথাপি আগামী মাসগুলো আরও ভালভাবে আগাতে পারব ইনশাল্লাহ ।
-
যে কোন কাজের শুরুতে লক্ষ্য নির্ধারণ করা অনেক গুরত্বপূূর্ণ । তবে আমাদেরকে মনে রাখতে হবে যে লক্ষ্য শুধু নির্ধারণ করে বসে থাকলে হবে না । কেননা একটা লক্ষ্য নির্ধারিত হয়ে গেলে সেটার প্রতি কাজ আরো বেড়ে যায় । তাই আমাদেরকে অবশ্যই নিজেদের লক্ষ্যর প্রতি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে । অার কাজ যত বেশি গুরুত্ব সহকারে করা যায় রেজাল্ট তত দ্রুত আসতে থাকে । আমার লক্ষ্য হল নিজের দক্ষতা বাড়ানো ।
-
এই বছরে আমি আমার শতভাগ ট্রেডেই সফলতা লাভ করতে চাই আমি জানি এটি একেবারে সহজ হবে না তবে আমি আত্মবিশ্বাসী যে আমি যদি সকল ট্রেডিং কেৌশল,অভিজ্ঞতা ইত্যাদির আলোকে নিয়ম কানুন অনুযায়ী ট্রেড করতে পারি তা হলে অবশ্যই আমি সফলতার দেখা পাব।