-
আমি ফরেক্সকে সত্যি অনেক ভালবাসি । আমি আগে যখন অন্য কাজ করতাম তখন মনটা খারাপ থাকতো আর এখন ফরেক্সে এসে আমার খুব ভালো লাগছে নিজেকে । তাই আমি ফরেক্স বিজনেস করি । ফরেক্স কতটা ভালোবাসি সেটা বলতে পারবো না তবে সত্যি আমি মন থেকে ফরেক্সকে অনেক শ্রদ্ধা করি । কারন এটা আমার পেশা এবং আমি এটা থেকে প্রতিমাসে খুব ভালো আয় করে থাকি ।
-
ফরেক্স কে আমি অনেক ভালোবাসি । ফরেক্স আমার একমাত্র উপার্জন এর সেক্টর। এইখান থেকে আমি আমার মাসিক আয় জোগাড় করি। আমি চাই এইখান থেকেই একদিন বড়লোক হবো। সুতরাং যারা ফরেক্সে কাজ করেন এবং ফরেক্সকে ভালোবাসেন তাদের বলতে চাই লেগে থাকুন । কারন এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে আর রয়েছে সুবিশাল একটা সুযোগ নিজের অবস্থার পরিবর্তনের মাধ্যমে নিজেকে সমাজ ও পরিবারের কাছে প্রতিষ্ঠিত করা ও কাঙ্খিতভাবে তুলে ধরা। তাই আমাদের সকলের উচিত হবে অত্যন্ত যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে এটাকে মনে প্রাণে কার্যকর করা।
-
আমি ফরেক্সকে সত্যি অনেক ভালবাসি। ফরেক্সে কাজ করে আমার মনে স্বস্তি কাজ করে। ফরেক্সকে আমি আমার জীবনের সব থেকে বড় লক্ষ্য হিসেবে আমি বেঁছে নিয়েছি। আমিতো ফরেক্সকে অনেক ভালবাসি। আপনি কতটা ভালোবাসেন?
-
ফরেক্স বিজনেসে এসে আমি নিজেকে বদলে নিয়েছি অনেক আমি ফরেক্সকে সত্যি অনেক ভালবাসি।আমি আগে যখন অন্য কাজ করতা মোন্টা খারাপ থাকতো আর এখন ফরেক্সে এসে আমার খুব ভালো লাগছে নিজেকে।তাই আমি ফরেক্স বিজনেস করি বলি বলে ভালবাসি না আমি ভালবাসি কারন ফরেক্স আমার জিবনে কথা বলা চলা ফেরা এমন কি মানুষের সাথে কথা বলা বদলে দিয়েছে।তাই আমার কাছে ফরেক্স খুব ভালো লাগে
-
ফরেক্সকে ভালোবাসি এটা সত্যি তবে প্রতিটা ভালোবাসার পিছনে কিছু সার্থ থাকে। আমি এখাঁন থেকে আয় করতে পারছি বলে ফরেক্স কে ভালবাসতে পেরেছি। কিন্তু যদি আয় করতে না পারতাম হয়তো এতটা ভালবাসতাম না। তবে ফরেক্স লাখো কোটি মানুষের হৃদয়ের মাঝে ফুটন্ত একটি গোলাপ। বেকারদের দিয়েছে কর্মসংস্থান। বিনিয়োগ ছাড়া ব্যবসায় করার একটি দারুন সুযোগ। তাই তো ফরেক্স আজ সকলের হৃদয়ের গভীরে ঠাই পাওয়া একটি ভালোবাসা ।।।
-
ফরেক্সকে মনেপ্রানে ভালোবাসি বলেই আমার পড়াশুনা প্রচুর চাপ থাকা সত্তেও প্রতিদিন ২-৪ সময় বেরকরে ফরেক্স করি।ফরেক্স কে ভালোবাসি বলেই একাধিক বার লস খাওয়া সত্তেও ফরেক্সে ট্রেড করা থেকে বিরত থাকতে পারিনা।আমি ফরেক্স এসেছি ইঞ্চমে করতে । আমি মনে করি যে ফরেক্স আগে সেকতে হবে তার পর এইটি ভালোবাসা উচিৎ আমি মনে করি ।
-
আমি ফরেক্স কে এতটাই ভালবাসি যে, গত ২ বছর ফরেক্সে হাজার টাকা লস করেও, ফরেক্সে পড়ে আসি, একজন ভাল ট্রেডার হবার জন্য। আমি একজন ছাত্র তাই ফরেক্স মার্কেটে আমি খুব বেশি একটা সময় দিতে পারিনা, তবে যতটুকু পারি সেটাই আমার জন্য অনেক, আর ফরেক্স থেকে আমি মোটামুটি ভালো লাভবান হচ্ছি তাই ফরেক্সকে আমি খুব ভালবাসি কারন ফরেক্স থেকে আমি খুব অল্প পরিশ্রম করে বিনা পুজিতে প্রফিট অর্জন করতে পারতেছি। ফরেক্স বিজনেসে এসে আমি নিজেকে বদলে নিয়েছি অনেক আমি ফরেক্সকে সত্যি অনেক ভালবাসি।
-
অবশ্যই আমরা সকলেই ফরেক্স ট্রেডিং করতে ভালোবাসি এবং এই ফোরাম আমাকে বিশ্বাস করে এর আগে আমি মনে করি আমাদের সবার জীবনের কোন উদ্দেশ্য নেই কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা তবে এর পরে আমি মনে করি সবাই বিশেষজ্ঞ ব্যবসায়ী হওয়ার চেষ্টা করছে কারণ তারা এই ব্যবসায়ের গুরুত্ব জানেন কেবল এটিই আপনার স্বপ্নগুলি অর্জন করতে পারে যা আপনি কোনও বিনিয়োগ ছাড়াই পেতে পারেন তাই আমি এই ফোরামটিকে সত্যই ভালোবাসি যারা আমাদের ভবিষ্যত গড়ার সুযোগ দেয়
-
ভালবাসা তখনই আসে যখন কোনও কিছু পাওয়া যায়।ফরেস্সকে তারাই ভালবাসবে যারা ফরেস্ক থেকে মজা পেয়েছে অর্থাৎ ফরেস্ক থেকে আয় করতে পেরেছে।যারা প্রতিমাসে কিছু নাকিছু লাভ তুলতে পারে তারাই ফরেস্ক এ কাজ করে মজা পেয়েছে, বাকীরা কষ্ট পেয়ে যাচ্ছে যারা প্রতিনিয়ত লসের সন্মুখিন হচ্ছে।ফরেস্ককে যারা সত্যিকার ভালবাসে তারাই সফলতা পায়।
-
ফরেক্সের মাধ্যমে আয়ের সাথে সাথে আমি আর একটি জিনিস শিখছি আর তা হল নিয়মাবর্তিতা/ডিসিপ্লিন।ফরেক্স হল একটি পরিচ্ছন্ন মার্কেট প্লেস এখানে অাপনি তখনি ভাল ভাবে টিকে থাকতে পরবেন যখন আপনি ফরেক্সের সকল নিয়মাবর্তিতাকে পরিপূর্ন ভাবে নিজের ভেতর লালন করতে পারবেন । ফরেক্স কে ভালোবাসি বলেই একাধিক বার লস খাওয়া সত্তেও ফরেক্সে ট্রেড করা থেকে বিরত থাকতে পারিনা।ফরেক্স মার্কেট হতে ট্রেড করে আমি প্রতিমাসে সামান্য কিছু অর্থ ইনকাম করতে পারি যার ফলে আমার মাসিক হাত খরচ অনেকটা বেছে যায়।