-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সে এটি খুবই গুরুত্ত বহন করে ধরুন আপনি বিভিন্ন এনালাইসস, বিভিন্ন অর্থনৈতিক নিউজ বা ফরেক্স সমন্ধে আরো বিস্তারিত জেনে মনে করলেন যে আগামী ১ঘন্টা বাজার উপড়ে যাবে এবং আপনি সেই ভাবে বাই এ ধরলেন কিন্তু দেখা গেল যে আপনি ধরার পরে বাজার নিম্নমুখি তখণ আপনি একটি নির্দিষ্ট স্টপ লস দিয়ে রাখলে এর বেশি আপনার লস হবে না।
-
ফরেক্স মার্কেট স্টপলস এবং টেকপ্রফিট এর গুরুত্ব অনেক বেশি অনেক অবিজ্ঞ ট্রেডার স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করে থাকে।স্টপ লস ব্যবহার করার ফলে অনেক টাকা লস হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।আপনে ট্রেড করলেন বাইতে মার্কেট অন্য দিকে মূভ করলো আপনে স্টপ লস ব্যবহার করলেন না এতে করে আপনার অনেক টাকা লস হয়।তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের স্টপ লস এবং টেকপ্রফিট ব্যবহার করা উচিত।
-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সে এটি খুবই গুরুত্ত বহন করে ধরুন আপনি বিভিন্ন এনালাইসস, বিভিন্ন অর্থনৈতিক নিউজ বা ফরেক্স সমন্ধে আরো বিস্তারিত জেনে মনে করলেন যে আগামী ১ঘন্টা বাজার উপড়ে যাবে এবং আপনি সেই ভাবে বাই এ ধরলেন কিন্তু দেখা গেল যে আপনি ধরার পরে বাজার নিম্নমুখি তখণ আপনি একটি নির্দিষ্ট স্টপ লস দিয়ে রাখলে এর বেশি আপনার লস হবে না।
-
ফরেক্স মার্কেটে বিপদ থেকে রেকর্ডটি রক্ষার জন্য স্টপ লস এবং টেক প্রফিট অপরিহার্য। ধরুন আপনি ফরেক্স মার্কেটে কিনেছেন। এই মুহুর্তে আপনি ফরেক্স মার্কেটের তথ্য থেকে জানেন যে নিম্নলিখিত কয়েক ঘন্টার মধ্যে মার্কেট উপরে উঠবে। এই মুহুর্তে আপনি আপনার রেকর্ডটি খুলুন এবং দেখুন যে বাজারটি এখনও নিচে রয়েছে। দুর্ভাগ্য বা বিপদ থেকে রক্ষা করার জন্য আপনি আপনার স্টপ দুর্ভাগ্য রেখেছেন। এটি আপনার রেকর্ডকে সুরক্ষিত করবে এবং বাজার বাড়ছে কিনা তা বিবেচনা না করে হারিয়ে যাবে না।
-
স্টপ লস ব্যবহার করা কারণ স্টপ লস যদি আপনি ব্যবহার না করেন তাহলে হয়তো আপনি ফরেক্স মার্কেটে বড় ধরনের লসে পরিণত হতে পারে আপনার ট্রেডিং এ্যাকাউন্ট । অনেক সময় দেখা যায় স্টপ লস না থাকায় মার্কেট বিভিন্ন নিউজ এর কারণে বিভিন্ন পেয়ার বেশি মুভমেন্ট করে থাকে এমনকি যে পেয়ারটিতে ট্রেড ওপেন করেছেন সেটি যদি বেশি মুভমেন্ট করে তাহলে হয়তো আপনার স্টপ লস না থাকায় লস খেয়ে যেতে পারেন বেশি, যদি মার্কেট আপনার বিপরীতে যায় । এজন্য স্টপ লস এবং টেক প্রফিট প্রতিটি ট্রেডারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
-
ফরেক্স মার্কেটে একাউন্টকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ। ধরুণ আপনি ফরেক্স মার্কেটে বাই করলেন। তখন হয়ত আপনি ফরেক্স মার্কেটের নিউজ থেকে জানলেন যে আগামি দুই-এক ঘন্টাই মার্কেটে উপরে যাবে। তখন আপনি আপানর একাউন্ট খুলে দেখলেন যে মার্কেট তখনও নিম্নমুখি। আপনি আপনার একাউন্টটি ক্ষতির হাত থেকে বা হুমকি থেকে বাঁচাতে স্টপ লস দিয়ে রাখলেন। এতে আপনার একাউন্ট রক্ষা পাবে এবং বাজার উপরে গেলেও লস হবে না।
-
ফরেক্স ট্রেডিং এ স্টপ লস ও টেক প্রফিট এর গুরুত্ব অপরিসীম। ফরেক্স ট্রেডিংয়ের স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই প্রয়োজনীয়, বিশেষ করে যদি আপনি নতুন ট্রেডার হন। স্টপ লস ব্যবহার করলে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।এবং টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
মনে করুন, ১.৭৪৩৫ প্রাইস লেভেলে আপনি একটি বাই ট্রেড ওপেন করলেন। এখন আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন অথবা ৫০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস ৫০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
ফরেক্সে সম্ভাব্য বড় ধরণের ক্ষতি এড়াতে স্টপ লস আর টেক প্রফিট টার্ম দুটির বিকল্প নেই। এতে যদিও লাভের পরিমাণটাও কমে যায় তবুও সম্ভাব্য বড় ক্ষতি এড়ানো যায়। কেননা আন্তর্জাতিক মুদ্রাবাজারে যেকোনো মুদ্রার দাম একঘণ্টার মধ্যেই বড় দরপতনের মুখোমুখি হতে পারে। আর ট্রেড অপেন করে সারাদিন উইন্ডোর সামনে বসে থেকে স্নায়ুচাপ বাড়ানোর কোনো মানে হয় না।
-
স্টপ লস এবং টেক প্রফিট এই দুটি অপশন আমাদের ট্রেডিং প্লাটফমে আমাদের ট্রেড করার ক্ষেত্রে দারুন ভাবে আমাদের সহায়তা করে থাকে। কোন ট্রেড ওপেনের পর মার্কেট ঐ ট্রেডের প্রতিকূলে গেলেও যেন বড় ধরনের লসের মুখে গিয়ে না পরতে হয় সে জন্য স্টপ লস অপশন ব্যবহার করে নিশ্চত থাকা যায় অন্য দিকে ট্রেড ওপেনের পর মার্কেট প্রাইজ ঐ ট্রেডের পক্ষে কত পিপস উঠলে ট্রেড আপনা আপনি ভাবে কোজ করতে চান তা টেক প্রফিট অপশনের মাধ্যমে খুব সহজেই করা সম্ভাব হয়।
-
ফরেক্সে সম্ভাব্য বড় ধরণের ক্ষতি এড়াতে স্টপ লস আর টেক প্রফিট টার্মের বিকল্প নেই। এতে যদিও লাভের পরিমাণটাও কমে তবুও সম্ভাব্য বড় ক্ষতি এড়ানো সম্ভব । কেননা আন্তর্জাতিক মুদ্রাবাজারে যেকোনো মুদ্রার দাম একঘণ্টার মধ্যেই বড় দরপতনের মুখোমুখি অনেক সময় হয়। আর ট্রেড ওপেন করে সারাদিন উইন্ডোর সামনে বসে থেকে স্নায়ুচাপ বাড়ানোর কোনো প্রয়োজন নেই ।