আপনি যখন ট্রেড করতে নামবেন তখন আপনার সবচাইতে বড় শক্তিটা হবে আপনার অভিজ্ঞতা , দক্ষতা আর এনালাইসিস। আমার মত যারা নতুন তারা এই ভুল টা করে থাকে। আমি অভিজ্ঞ না, আমার দক্ষতা নাই আবার আমি এনালাইজ ও করতে পারি না। যার জন্য আমি ইউরো ইউএসডি পেয়ার টা কিনে ১১ ডলার লস খাইছি। আমি কেনার পরেই মার্কেট একেবেরে ডাউন হয়ে গেলো। অথচ যদি আমি এনালাইজ টা করতাম তাইলে আমি সেলের জায়গায় বাই করতাম আর আমার লসের জায়গায় লাভ হতো