-
আজকে যারা লস করতেছেন কালকে তারা লাভ করবেন এটা পুরাটাই নিভর করে ট্রেডারের উপর। আপনি যদি ভাল ট্রেডার হন তাহলে আপনি তাড়াতাড়ি আপনার লস পোষাইয় নিতে পারবেন। আর আপনি যদি ফরেক্স ঠিকমত না বুজেন তাহলে আর কথাই নাই। ফরেক্স এ লাভ করতে হলে আগে আপাকে ফরেক্স খুব ভালো করে বুজতে হবে তারপর মানি ম্যানেজম্যান্ট বুজে ট্রেড করতে হবে।
-
সব বিজনেস এই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোন বিজনেস হতে পারে না। ফরেক্স বিজনেস ও এর ব্যাতিক্রম না। ট্রেডিং এর প্রথম দিকে লস হতে পারে, বেশিরভাগ ট্রেডারই লস করে এতে হতাশ হওয়ার কিছু নাই। লস করতে করতেই এক সময় লাভ এর মুখ দেখতে পাবেন।
-
লাভ লস এ সকল কিছু মিলিয়ে ফরেক্স মার্কেট ফরেক্স করার জন্য আমাদের কে বেশী করে এই মার্কেট থেকে সফলতা লাভ করতে হবে এ জন্য আমি মনে করি এখানে থেকে আমাদের কে বেশী করে ভাল করে অবিজ্ঞতা অর্জন করতে হবে তবেই আমরা এখানে সফল ।
-
হ্যা, আমি মনে করি আজকে যারা লস করছেন তারা আগামীতে লাভ করবেন 100% । লস থেকে শিক্ষা নিয়ে সে এখন লাভ করতে পারবেন ।জারা লস করেছেন সামনে তারাই লাভ করবেন ।
-
বর্তমানে যারা লস করছে এটা হলো তাদের জন্য একটা সর্তক বাণী. লস হলেই তারা বুঝতে পারবে কেন লস হয়েছে.তারা পরর্বতীতে ভুলকে শিক্ষা হিসেবে কাজে লাগিয়ে সফল হবেন.লস হওয়ার ভেঙে পড়া যাবে না.কেন আপনি লস খেয়েছেন সে গুলো মাথায় রেখে আপনাকে পরর্বতী কাজ করতে হবে .
-
ফরেক্স বাজার হতে লাভ করার সহজ উপায় হলো লসের বা ক্ষতির সম্মুখীন হওয়া। কারণ আপনি যখন লস করবেন তখন আপনি আপনার লস হওয়ার কারন খুজে বের করতে পারবেন এবং ভুল সংশো্ধনের মাধ্যমে খুব সহজে লাভ অর্জন করতে সক্ষম হবেন।
-
লাভ লস না থাকলে কাজ করা যায় না। তাই লস কত হল না ভেবে লাভ কিভাবে হবে তা ভাবা উচিত। আমাদের চিন্তা-চেতনা থেকে কাজ করলে কখনো লসে পরতে হবে না। আবার এই রকম কোথাও নাই যে লস হলে লাভ করা যায় না।
-
লস বা ট্রেডের ক্ষে্ত্তে ভুল আপনার ফরেক্স ট্রেডিংয়ে মৈালিক শিক্ষার একটা একটা ভাল উৎস তাই আপনি যদি এই শিক্ষাকে সঠিব ব্যবহার করেন তরে অবশ্যয় লাভ করতে পারবেন বলে আমি ১০০ ভাগ আশাবাদি। ধন্যবাদ।
-
আজ জারা লস করছে তারা সামনে লাভ করবেই। প্রতি টি ব্যবসায় এই লাভ লস থাকবেই। লাভ লস নিয়েই ব্যবসা। লস হয়েছে বলে আপনার ব্যবসা ছেরে দেয়া ঠিক না। সকল ব্যবসা ই, আপনি যদি সে ব্যবসা ধরে রেখে আরো ভাল ভাবে ব্যবসা সম্পরকে জানার চেছটা করেন তাইলে আপনার লাভ হবেই।
-
ব্যবসা মানেই লাভ লস। তাই বলে লস হলে হতাশ হাওয়ার কোন কারন নেই। বুজে শুনে ট্রেড করলে লাভ হবেই।