-
লস করার কারন ভাল করে প্রশিক্ষন না নিয়ে ফরেক্স ফোরাম করলে।অর্ডার করতে পারি।কিন্তু আমি যখন বায় অর্ডার করেছিলাম সেটা আমার বিপরিত গেছে তাই তখন আমাকে সেল অর্ডার করতে হবে তাহলে কিছু হলে ও আমার লস কাভার করতে পারবো।সেল অডার তখই দিবেন যখন মার্কেট নামতে থাকবে নিচের দিকে।আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে।
-
ফরেক্সে লস করার কয়েকটি কারণ থাকতে পারে। যেমন আপনার পর্যাপ্ত ট্রেডিং সম্পরর্কে দক্ষতা বা অভিজ্ঞার অভাব। আবার আপনি লোভ করলেও লস করতে পারেন। দেখা গেল আপনি পরপর কয়েকবার ট্রেড করে লাভ করলের এই লোভের বশবর্তী হয়ে আপনি পরের বার বড় ট্রেড দিলেন, এতে আপনার লস হতে পারে। তাই ট্রেড দক্ষতা অর্জন করার জন্য ডেমো করার দরকার এবং লোভ সংবরণ করা উচিত। লস করার পিছনে কারন একটাই সেটা হচ্ছে উদ্দেশ্য বিহীন ট্রেড করা মানে কোন ধরনের এনালাইসিস ছাড়াই ট্রেড করা।আপনি ভালোভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করলে লস হওয়ার কোন সুযোগ নেই।
-
লস করার অনেক কারন থাকতে পারে তার মধ্যে হলো না বুঝে ফরেক্স করা বেশি লোভ করা এর ফলে অতি তারাতারি ডলার কামানোর জন্য ব্যাস্ত হয়ে অনেক বেশি লোভ করে ফেলে ফলে তারা লস করে ফেলে লোভ ভালো অতি লোভ করা ঠিক না এতে বিপদ হয় যা লসে পরিনত করে ৷ এছাড়া আরও কারণগুলি হল অভার ট্রেডিং করা , এনালাইসিস না করে শুধু আত্মনির্ভরশীল হয়ে অন্ধভাবে মার্কেটে প্রবেশ করা , ক্যাপিটাল এর তুলনায় বড় লট সাইজ বেছে নিয়ে ট্রেড করা এবং সর্বশেষ হল মানসিকভাবে দৃঢ়তা না থাকায় লস মেনে নিতে না পারা ।
-
ফরেক্স এ লস করার কারন গুলো হল:- ১. লোভ করা, ২. ধৈর্য্য অভাব, ৩. বেশী লটে ট্রেড করা, ৪ ফরেক্স এর রুলস না মেনে চলা, ৫. মার্কেট এনালাসিস না করা, ৬. নিউজ না দেখা, ৭. অনেক গুলো পেয়ার এ ট্রেড করা, ৮. মানি ম্যানেজমেন্ট না মেনে চলা ইত্যাদি কারনে ফরেক্স মার্কেট থেকে লস গুলো করে থাকে।
-
ব্যবসা মানে লাভ এবং লস দুই টাই গুনতে হয়। আপনি যে কোন বব্যবসা করতে যান না কেন আপনি হয়তো লাভ হবে না হয়ত লস হবে। কিন্তু তার পিছনে কিছু খারণ থাকে যা আপনাকে লসের দিকে এগিয়ে নিয়ে যায়। ফরেক্স ট্রেডিং ব্যবসায় যদি আপনি লস থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে মার্কেট সম্পর্কে এনালাইসিস করতে হবে এবং বুঝে শুনে ট্রেডিং করতে হবে। আবেগে কোন সময় ট্রেডিং করা যাবে না।
-
আপনার পর্যাপ্ত ট্রেডিং সম্পরর্কে দক্ষতা বা অভিজ্ঞার অভাব। আবার আপনি লোভ করলেও লস করতে পারেন। দেখা গেল আপনি পরপর কয়েকবার ট্রেড করে লাভ করলের এই লোভের বশবর্তী হয়ে আপনি পরের বার বড় ট্রেড দিলেন, এতে আপনার লস হতে পারে।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যয় ধৈর্য্য নিয়ে মার্কেট এনালাইসিস করতে হবে।
-
লাব এবং লস দুইটি বেবসার একটি বিশেষ বৈশিষ্ট ফরেক্স মার্কেট এ যেমন লাব হয় তেমনি লস ও হয় লস গুলো সাধারনত আমাদের ভুলের কারণেই হয়ে থাকে আবার ভালো ব্রোকার সিলেক্ট করতে না পারলেও অতিরিক্ত স্প্রেড এর কারণে লস হতে পারে তবে বেশিরভাগ সময়ে লস হয় আমাদের ভুলের কারণে আমরা হয়ত বেশি লাব করার আসে অনেক বড় লত এ ট্রেড করে থাকি যার জন্য ট্রেড টি লস হলে বিরাট ক্ষতির মুখ মুখী হই আমরা আবার অনেক সময় দেখা যায় যে আমরা কোনো প্রকার এনালাইসিস করা ছাড়াই ইন্ডিকেটর এর ইচ্ছা অনুযায়ী ট্রেড এর এন্ট্রি নিয়ে থাকি যার জন্য ট্রেড লস হতে পারে আমাদের উচিত মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড নেওয়া নতুন ট্রেদার রা অনেকেই ইন্ডিকেটর নির্ভর ট্রেড করে থাকে যা কিনা লস এর অন্যতম কারণ আমার মতে
-
ফরেক্স একটি ঝুঁকিপূর্ন মার্কেট। এখানে যেমন লাভ আছে তেমনি লসও আছে। যেসকল কারনে লসের সম্মুখীন হতে হয় তা দেওয়া হলো -
১. ফরেক্স এ ট্রেড করা বিষয়ে অভিজ্ঞতার অভাব
২. ট্রেড করার পূর্বে সঠিক ভাবে এনালাইসিস না করা
৩. অনুমানের উপর ট্রেড করলে
৪. বেশী লোভ করে ট্রেড করলে
৫. বেশী রিস্ক নিয়ে ট্রেড করলে
৬. মানি ম্যানেজম্যান্ট নিয়ম না মানলে
৭. ট্রেড করার পূর্বে স্টপ লস টেক প্রফিট না সেট করলে
৮. একাধিক ইন্ডিকেটর ব্যবহার করা
৯. ডেমো একাউন্টে অনুশীলন কম করায়
১০. ইমোশনাল নিয়ে ট্রেড করলে
১১. লসের কারণ খুজে বের করতে না পারা।
উপরোক্ত কারনে আমরা লসের সম্মুখীন হয়ে থাকি।
-
ফরেক্সে লাভ লস দুটোই আছে। তবে বিগেনাররা টেন্ডার লস করে। তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। ফরেক্সে লসের কয়েকটা কারণ হলো- অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, মূলত এসকল কাজের জন্য লস হয়।
-
ফরেক্স মার্কেটে বার বার লচ করার কারন আমরা নিজেরাই । আমরা যারা নতুন অবস্থাতে ফরেক্স মার্কেটে জয়েন্ট করি তারা আবেগের টানে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে করেই ট্রেড করা শুরু করে দেই এবং তার ফলাফল স্বরূপ আমরা বার বার লচের সম্মুখীন হয় । প্রথম অবস্থাতে আমাদের এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে মানতে হবে এবং ইমোশনাল ও লোভ থেকে সবসময়ই দুরে থাকতে হবে তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে ভালো সফলতা অর্জন করতে পারবো,,, নতুবা কোনো ভাবেই ফরেক্স মার্কেট থেকে ভালো সফলতা অর্জন করা সমস্যা হবে না,,,,,, ধন্যবাদ ।