-
শতভাগ আমাদের জন্য সবথেকে ভাল মানের একটি ব্যবসায় হচ্ছে ফরক্সে ব্যবসায় । আমার কাছে সবথেকে সুবিধা জনক ব্যবসায় মনে হয় । আমি মআমার ইচ্ছা আছে যতদিন এই ব্যবসায থাকবে আমি করে যাব ।
নতুনদের কে আমি বলব সকলে যদি এই ব্যবসায় অংশ গ্রহন করে তাহলে ব্যবসায় আও সামনের দিকে যাবে ।
-
ফরেক্স মার্কেট হচ্ছে একটি মার্কেট যেখানে আমরা সব্বাই স্বাধীন ভাবে ট্রেড কোরতে পারি। ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে আমাদের কোন পুজির প্রয়োজন হইনা। আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুজিতে ট্রেড কোরতে পারি। ফরেক্স মার্কেট এ সব্বাই ট্রেড কোরতে পারে। তাই আমরা যে যেই কাজ করিনা কেন। আমরা সব্বাই ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারি। তাই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি। ফরেক্স মার্কেট এ মেধাদিয়ে ট্রেড কোরতে হই।
-
ফরেক্স মার্কেট কারো জন্য লচের কারণ নয় । ফরেক্স মার্কেটে সকল পেশার মানুষ এবং সকল শ্রেণীর মানুষ একাউন্ট খুলে কাজ করতে পারবে । এই ফরেক্স মার্কেটে তারাই কেবল মাত্র লচের সম্মুখীন হয়ে থাকে যারা সঠিক পদ্ধতিতে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারিনি এবং যারা অল্প শিক্ষা অর্জন করে নিজেদের প্রফেশনাল পর্যায়ের ট্রেডার মনে করে । তাই আমাদের সকলের উচিত ধৈর্য ধারন করে টিকে থাকা এবং বেশি বেশি করে ফরেক্স মার্কেট অনুশীলন করার পাশাপাশি ডেমো ট্রেডিং প্রাকটিস করা ,,,,, ধন্যবাদ ।
-
হ্যাঁ আমি মনেকরি ফরেক্স আমাদের সবার জন্য । আমারা সবাই ফরেক্স এ কাজ করে আমাদের জীবনকে পাল্টে দিতে পারি । আর তার জন্য আমাদেরকে বেশি করে ফরেক্স এ জ্ঞান লাভ করতে হবে । তাহলে আমার ফরেক্স এ ভাল কিছু করতে পারব ।
-
ফরেক্স অবশ্যই একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে অর্থ আয় করার জায়গা
। লাভ বা লস দুটি আছে একটা ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ঠিক তেমনি ফরেক্স লাভ লস আছে। তাই ফরেক্স থেকে লজের থেকে লাভটা বেশি হয়ে থাকে তবে ফরেক্স সম্পর্কে ভাল দক্ষতা থাকতে হবে।
-
ফরেক্সে ট্রেড করে অনেকেই অনেক ক্ষেত্রে লস করে থাকেন। আর এই লসের এর একমাত্র কারণ হচ্ছে না জেনে না বুঝে না শিখে আবেগী হয়ে অতিরিক্ত লোভ করে অনিয়ন্ত্রিত ট্রেড করা।
-
অল্পবিদ্যা বা অনভিজ্ঞদের কাছে ফরেক্স অবশ্যই লসের জায়গা। আর অভিজ্ঞদের কাছে লাভের । তাই আমি বলব যদি আপনি ফরেক্সে লাভ করতে চান তবে আগে অভিজ্ঞ হন, ডেমোতে সফল হন তারপরই রিয়েলে আসেন। তাহলে আপনাকে লসের বোঝা বহন করতে হবে না।
-
না ফরেক্স শুধুমাত্র যে আমাদের জন্য লসের জায়গা এটা আমি কখনোই মনে করি না । কারন ফরেক্স হল একটি ব্যবসা আর যেকোনো ব্যবসাই লাভ এবং লস দুইটার সমন্বয়েই হয়ে থাকে । ফরেক্স মার্কেট এ লাভ বা লস এটা সম্পূর্ণ নির্ভর করে ট্রেডার এর দক্ষটার উপর । একজন ট্রেডার যদি সঠিক জ্ঞান নিয়ে দক্ষতার সাথে ট্রেড করে তাহলে অবশ্যই সে লাভ করবে আর যদি কোন ট্রেডার না বুঝেই ট্রেড করে তাহলে সেটা তার জন্য লসের জায়গা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি ।
-
ফরেক্স তখনই আমাদের জন্য লস এর জায়গা হবে যখন আমরা এই ফরেক্স সম্পর্কে অনভিজ্ঞ অদক্ষ হয় ট্রেড করা শুরু করি । যেহেতু ফরেক্স ট্রেডিং একটি অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস সেহেতু এখানে মুক্ত ও স্বাধীন ভাবে কাজ করা যায় তবে এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে না হলে এখানে টিকে থাকা কোন ভাবেই সম্ভব নয় । আপনি যদি দক্ষতা ছাড়া ট্রেড করা শুরু করেন তখনই আপনার লস এর কারণ হবে
-
ফরেক্স অবশ্যই পর্যাপ্ত আয়ের উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম। তবে কাজ না শিখে অনিয়ন্ত্রিত ট্রেড করলে অবশ্যই লস করতে হয়।