-
ফরেক্স থেকে আয় করার একটি জনপ্রিয় হল টেকনিক্যাল এনালাইসিস করে । ফরেক্স এ নিউজ দেখে অনেকেই কম করে থাকে। কেননা, নিউজ এর উপর নির্ভর করে ট্রেড করলে তেমন একটা ইফেক্ট পারে না। অভিজ্ঞ ট্রেডারগন মার্কেট এর সব এনালাসিস ফলো করে ট্রেড করে থাকেন। যখন দেখেন যে মার্কেট টেকনিক্যাল এনালাসিস করে কোন টার্গেট হচ্ছে না তখন ফাউন্ডামেটাল এনালাইসিস করে থাকেন। আবার যখন দেখেন যে ফাউন্টামেটাল এনালাসিস করেও কোন ফল পাচ্ছে না তখন তারা সেন্টিমেটাল এনালাসিস করে ট্রেড করে থাকেন। মোট কথা অভিজ্ঞ ট্রেডার একটি এনালাসিস এর আশায় থাকে না তারা সব এনালাসিস ই ব্যবহার করে থাকেন। ধন্যবাদ।
-
অভিজ্ঞ ট্রেডাররা ট্রেডের জন্য উপযুক্ত দিন,সময় বেছে নেন এবং মার্কেট ট্রেন্ড বুঝে এ্যান্ট্রি নেন। কারণ তারা সব সময় ট্রেড নিয়ে ব্যস্ত থাকে না, তারা ব্যস্ত থাকে মার্কেট এ্যানালাইসিস , মার্কেট ট্রেন্ড বোঝার জন্য এবং সাপোর্ট ও রেসিস্টেন্স পয়েন্ট বোঝার জন্য। যখনই তারা উপযুক্ত সময় মনে করে তখন তারা এ্যান্ট্রি দেন। কারণ আমরা সবাই জানি মার্কেট সব সময় উঠানামা করে, বার বার তার আগের জায়গায় ফিরে আসে। এই ট্রেন্ড যে ধরতে পারবে সেই ট্রেডার প্রফিট করতে পারবে।
-
আপনি ট্রেন্ড এবং প্যাটার্ন বোঝার জন্য চার্টে পূর্বের ডাটাগুলো দেখতে পারেন যা কিনা আপনাকে কিছু ভাল ট্রেডের সুযোগ এনে দিতে পারে। প্রাইস প্যাটার্ন, ইন্ডিকেটরের সিগন্যাল আপনাকে মার্কেট সম্পর্কে ভাল আইডিয়া পেতে সাহায্য করতে পারে।
-
অভিজ্ঞ ট্রেডার সব সময় ট্রেড করেন না। অভিজ্ঞ ট্রেডারগন তখনেই ট্রেড করেন যখন দেখেন মার্কেট এর পজিশন অনেকটা ভাল এবং ট্রেড করলে অবশ্যই লাভ করা যাবে তখন। অভিজ্ঞ ট্রেডারগন মার্কেট এনালাইসিস করে, নিউজ দেখে, লিভারেজ সঠিক মাত্রায় নিয়ে ফরেক্স এ ট্রেড করে থাকেন। তাই আমি মনে করি ফরেক্স এ অবশ্যই ট্রেড করার আসে সব কিছু দেখে তারপর ট্রেড করা উচিত।
-
অভিজ্ঞ ট্রেডাররা কখন ট্রেড করে আসলে এই বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই তাছাড়া আমি নিজেকে একজন নতুন ট্রেডার বলেই মনে করে থাকি।আপনার মত আমিও শুনেছি যে অনেক ট্রেডার আছে যারা নিজের সময় ট্রেডিং করে খুব ভাল প্রফিট করে থাকে কিন্তু এটা আমার কাছে খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে হয়ে। কারন আমার ওপেন করা ট্রেড যদি নিউজ এর বিপরীতে কাজ করে তাহলে অতিরিক্ত লসকরার মাধ্যমে আমার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তাই আমি ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে পরামর্শ চাই যে তারা কখন ট্রেড করে এবং আমরা কখন ট্রেড করলে খুব ভাল প্রফিট করতে পারব।
-
আসলে ফরেক্স থেকে আমি এখনো প্রতিনিয়ত শিখছি তাই নিজেকে অভিজ্ঞ ট্রেডার হিসেবে মনে করছি না। কিন্তু তারপরও আপনার কোন সময় ট্রেডিং করা উচিত এ সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে ফরেক্স সম্পর্কে আপনার জ্ঞান ও অভিজ্ঞতার উপর ।* কেননা ফরেক্স সম্পর্কে আপনি যত জ্ঞানী থাকবেন আপনি ঠিক ততো ভালো করে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। এছাড়াও আমরা সাধারণত আমেরিকান ডলার, ইউরোপিয়ান ইউরো এবং জাপানের মুদ্রা গুলো নিয়ে বেশি ট্রেডিং করে থাকি। সাধারণত প্রতিদিন দুপুর 12 টা থেকে রাত 10 টা পর্যন্ত এই বাজারের মুভমেন্ট গুলো ভালো হয়ে থাকে। তাই আপনি প্রতিদিন এই সময়ের ভেতর ট্রেডিং করতে পারেন। এছাড়াও আপনি আপনার সুবিধা মত যেকোনো সময়ে ট্রেডিং করতে পারেন।
-
আসলে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় বেছে না নেয়াটাই ভাল। এর জন্য আপনার যা করতে হবে , প্রথমে আপনাকে ভাল করে ফরেক্স এর গ্রাফ অ্যান্ড চার্ট ভাল ভাবে বুজতে হবে । তাছারা যারা অভিজ্ঞ তারা বেশিরভাগ সমায় নিউজ টাইম এ ট্রেড করে কারণ তারা নিউজ দেখে ধারনা করতে পারে তখন মার্কেট কতটুকু ওঠা নামা করবে।
-
ফরেক্স মার্কেট এই কেও বলতে পারবে না কোন সময় ট্রেড করলে ভালো হবে। আমার মতে অবিজ্ঞতা ট্রেডার রা কোন সময় ট্রেড করে টার কোন ঠিক সময় নাই। সবাই মার্কেট বুজে এন্ট্রি নেই। মার্কেট এর ভাভ বুজে অবিজ্ঞতা ট্রেড ডার রা ট্রেড করে।
-
আমাদের আঞ্চলিক একটা প্রবাদ আছে ওস্তাদ এর মাইর শেষ রাইতে। ভালো ট্রেডার অধৈর্য্য হয়ে ট্রৈড নেই না কারন তারা জানে কখন শুরু করতে হবে। সঠিক এনালাইসিস করে ট্রেড ওপেন করে প্রফিট অর্জন করে নিবে তাদের নির্দিষ্ট কোনো টাইম বন্ড থাকবে না।
-
একজন অভিজ্ঞ ট্রেডার ভোটের মাধ্যমে আগে অভিজ্ঞতা অর্জন করা তারপর সে ফরেস্ট থেকে ইনকাম করা কারণ অভিজ্ঞতা ছাড়া অফার আছে বর্ষার সম্ভাবনা বেশি