-
ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট বলতে বোঝায় লিভারেজ বা লোন না নিয়ে একাউন্ট ওপেন করা। আমরা যখন একাউন্ট ওপেন করি তখন আমাদের ঠিক করে নিতে হয়ে আমরা ব্রোকারের কাছ থেকে কি হারে লোন নিতে চাই নাকি কোন লোন নিতে চাই না। এই লোন বা লিভারেজ ব্রোকার হাউজ আমাদের ট্রেড করার জন্য দিয়ে থাকে। আপনি যদি সুদ মুক্ত একাউন্ট করতে চান তাহলে আপনাকে এখানে কোন প্রাকার লিভারেজ না নিয়েই একাউন্ট ওপেন করতে হবে। বিভিন্ন ব্রোকার হাউজ বিভিন্ন অনুপাতে লোন দিয়ে থাকে। ইনস্টাফরেক্স বর্তমানে তাদের লিভারেজ ১:৫০ অনুপাতে নির্ধারন করে দিয়েছে। আমরা চাইলেও এর বেশি লিভারেজ নিতে পারবো না।
-
ফরেক্স এর সুদ মুক্ত একাউন্ট হলো আমাদের অর্জিত প্রফিট থেকে অতিরিক্ত মুনাফা মুক্ত যে একাউন্ট খোলে থাকি তাই হলো সুদ মুক্ত একাউন্ট। আরও সহজভাবে যদি বলতে চায় তাহলে আমরা একাউন্ট খোলার সময় যদি সোয়াপ চিহ্নিত করে অ্যাকাউন্ট খোলে থাকি তখন সে একাউন্ট কে আমরা সুদ মুক্ত একাউন্ট বলে থাকি বা সোয়াপ ফ্রি একাউন্ট হিসেবে গন্য করা হয়।
একজন মুসলমান হিসেবে আমাদের উচিত সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট ওপেন করার। তাহলে ফরেক্স থেকে আমাদের অর্জিত আয় হালাল হিসেবে গণ্য হবেন। অ্যাকাউন্ট ওপেন করার সময় যদি সোয়াপ ফ্রি না চিহ্নিত করে ওপেন করুন আমাদের একাউন্টে সুদ মুক্ত একাউন্ট হবে না।
-
ফরেক্স ট্রেডিং করার জন্য আপনি যখন একটা লাইভ ট্রেডিং একাউন্ট খুলবেন তখন সোয়াপ ফ্রি নামে একটা অপশন থােকবে আপনি যদি সেখানে টিক দিয়ে অথবা পরে আবার লগিন করে সোয়াপ ফ্রি করে নেন তবে এটাই হবে আপনার সোয়াপ ফ্রি ট্রেডিং একাউন্ট আর এটা না করা থাকলে আপনাকে লাভ চলা ট্রেডের উপর সুদ নিতে হবে আর লসে চলা ট্রেডে সুদ দিতে হবে।
-
অনেকেই আছেন যারা সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করেন আবার অনেকেই আছেন যারা সুদ যুক্ত একাউন্ট এ ট্রেড করেন তবে সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করা আমাদের জন্য সব সময় উত্তম হবে বলে আমি মনে করি । তাই সমস্ত ব্রোকারে এখন একাউন্ট খলার সময় দেওয়া থাকে সোয়াপ ফ্রী একাউন্ট এর অংশ যাতে করে আপনি সিলেক্ট করে নিতে পারেন ।
-
সুদ মুসল্মান্দের জন্য দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। তাই আমরা যারা হালাল পন্থাই আয় করতে চাই তারা এই ফরেক্স ট্রেডিং খুবই উপযুক্ত ইস্থান । আমি ব্যাক্তি গত ভাবে খুবই আনন্দিত হয়েছিলাম যখন দেখলাম ফরেক্স এ সুদ্মুক্ত একটি ব্যবসার পরিবেশ আছে । তাই আমি সুদ মুক্ত একাউন্তে খুশী । কারন এখানে যা ই হকনা কেন সুদ থেকে চাইলেই দূরে থাকা যায় । আর সুদ্মুক্ত একাউন্ট হল যেই একাউন্তের লেন্দেনের মধ্যে লাভ কিংবা লসের কারনে সুদ ব্যাবহার করা হইনা।
-
আমরা যখন ফরেক্স মার্কেটে বাণিজ্য করি তখন আমরা দেখতে পাই যে একটি নির্দিষ্ট পরিমাণের অদলবদল এটি দীর্ঘ বাণিজ্যতে বাণিজ্য হ্রাস বা লাভ হিসাবে দেখায়। ব্যবসায়ের জন্য প্ল্যাটফর্মে আগ্রহ খুব বেশি। আমরা সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নির্ধারিত বোনাস বা কমিশনগুলির সাথে বা তার সাথে বাণিজ্য করি।
-
আপনি যদি মনে করে আপনি সুদ নিবেন না আবার সুদ দিবেনও না তাহলে আপনাকে সুদ মুক্ত এ্যাকাউন্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে ইসলামী এ্যাকাউন্ট করতে হবে। ইসলামী এ্যাকাউন্ট করার সময় আপনাকে সোয়াপফ্রিতে টিক দিতে হবে। এখানে সুদ মুক্ত একাউন্ট খোলা যায়। আমাদের সবাইকে সুদ মুক্ত একাউন্ট থোলা উচিত। সাধারনত আমাদেরকে ফরেক্সের নিয়ম কানুন মেনে চলা উচিত।
-
ফরেক্স মার্কেটে সব্ধরনের একাউন্ট খলা যায় তাই যদি মনে করেন আমি সুদ মুক্ত একাউন্ট করবো সেটা সম্ভব তাই ফরেক্স মার্কেটে দুই ধরনের একাউন্ট আছে আমি মনে করি আমরা সুদ না খাওয়া ভাল তাই সুদ মুক্ত একাউন্ট করে ট্রেড করা ভাল। ফরেক্স মার্কেটে দুই প্রকারের একাউন্ট করা যায় যদি কেউ সুদ ছাড়া একাউন্ট করতে চায় তাও পারবে আর যদি কেউ সুদ মুক্ত একাউন্ট করতে চায় তাও পারবে তাই যেকোনো একাউন্ট করা যায়।
-
আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল পরিমাণে লাভ করে যেতে পারবেন বলে আমি মনে করি । সুদ ছারাই মুসলমানরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে বেশী লাইক করে । এটা আসলে মুসলমানদের জন্য ব্রোকার দের একটা বিশেষ সুবিধা। যেহেতু ইসলাম এ সুদ হারাম তাই ফরেক্স কে বৈধ করার জন্য ব্রোকার রা এই সুবিধা প্রদান করে থাকে। আমরা যারা মুসলমান তারা এই সুবিধা নিয়ে থাকি। আমার অ্যাকাউন্ট থেকে ও সুদ কাটে। তবে সুদ মুক্ত অ্যাকাউন্ট ওপেন করা যাই। আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করার সময় সুদ মুক্ত অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনাকে আর সুদ দিতে হবে না। আমার নিজেরও সুদ অ্যাকাউন্ট ভালো লাগে না।
-
মুসলমানদের জন্য সুদ হারাম। তাই সবারই সুদমুক্ত একাউন্টে ট্রেড করা উচিত। ইসলাম ধর্ম অনুসারে সুদের সাথে যুক্ত ব্যক্তিদের আযাব হবে ভয়াবহ। তাই আমি নিজের ভালর জন্যই এই বিষয় থেকে দূরে থাকি। ফরেক্সে এ এইধরনের সুবিধা আছে বলে আমি সুদমুক্ত একাউন্ট ব্যবহার করতে পারি। নিজে ট্রেড করে আয় করব। সুদের এই অর্থ না পেলে এমন কোন অসুবিধায় পড়ব না যে নিজেকে সামলাতে পারব না।