-
আমার ফরেক্স ট্রেডিং এ আসার মূল কারন আমার চাকুরির পাশাপাশি যদি অন্য কোন কাজ করে নিজের জন্য একটা জায়গা তৈরি করা জায় এবং দেশে বসে যদি বিদেশের টাকা আয় করা জায় তাহলে দেশের জন্য একটা উপকার হবে। ই মার্কেটে ট্রেডিং করে বাকি সবার মতন আমিও স্বাবলম্বী হতে চাই। এই মার্কেট একটি সৎ ও হালাল আয়ের পথ। ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ স্বাধীন ও মুক্ত একটি পেশা। যা আমাকে আকরশন করে। এই মার্কেটে নিজের সুবিধা মতন সময়ে ট্রেডিং করা যায়।
-
আমি ফরেক্স মার্কেটে এসেছি নিজে পায়ে দাড়ানোর জন্য,কেনোনা আমি একজন ছাএ আর আমার পরিবার অথর্নীতির দিক দিয়ে তেমন খুব একটা সাবল্মবি নয়।আমি এখানে কিছু অথর্ বিনিয়োগ করব আর এখান থেকে য়ায় করে নিজে চলার চেষ্টা করব। ফরেক্স এখন অনেক জনপ্রিয় একটি ব্যবসা । এ ব্যবসা যে কেউ তাদের অন্য ব্যবসা বা চাকরির পাশাপাশি করতে পারে । আজকাল তো অনেক ছাত্র ফরেক্স ব্যবসা করচ্ছে তাদের পড়াশোনার পাশাপাশি । ফরেক্স ব্যবসা ট্রেড করে আপনি সারা জীবন প্রফিট করতে পারবেন । তাই আমি ফরেক্স মার্কেটে এসেছি । আমার মতে ফরেক্স মার্কেট জীবন পাল্টে দিবে যদি এখানে কষ্ট করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমি অর্থ উপার্জন করার মাধ্যমে নিজের বর্তমান অবস্থার আর্থিক উন্নায়ন করতে পেরেছি। এর আগে আমার কোন আর্থিক উপার্জনের পথ ছিলনা। কখন কখনো নিজেকে খুব বেশি অযোগ্য বলে মনে হত। যখন থেকে ফরেক্স মার্কেটে এসেছি ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করেছি তখন থেকে আর্থিকভাবে স্বাচ্ছন্দে চলা ফেরা করতে পারি।
-
ফরেক্স নিয়ে কিছু রিসার্চ করতে চাই।
-
আমি মনে করি সবারই ফরেক্সে আসার একমাত্র উদ্দেশ্য উপার্জন করা। ফরেক্স ট্রেডিং অনলাইনভিত্তিক স্বধীন ব্যবসা বিধায় এখানে সবারই কাজ করার সুযোগ রয়েছে। বর্তমান বিশ্বে ফরেক্স একটি জনপ্রিয় পেশা। এখান থেকে আয়ের পাশাপাশি আমরা জ্ঞান অর্জন করতে পারি। বিভিন্ন দেশের অর্থনীতি এবং সে দেশের কারেন্সি সম্পর্কে জানতে পারি। অবশ্যই এখান থেকে উপার্জিত অর্থ দ্বারা পরিবারের সচ্ছলতা বয়ে নিয়ে আসতে পারি। ফরেক্স অনলাইন ভিত্তিক হওয়ায় বাসায় বসেই নিজের সময় সুযোগ মতো কাজ করা যায় এবং এটা একটা স্বাধীন পেশা। নিজের কাজের জন্য কারো কাছে কোন জবাবদিহি করতে হয় না। আমার অন্নান্য পেশার পাশাপাশি এটাকে কন্টিনিউ করতে পারি। এতো সব সুবিধার কারনেই অনেকেই ফরেক্সের প্রতি ঝুকছেন। আমিও এর ব্যতিক্রম নই।
-
আমি জানি ফরেক্স অনেক লাভজনক ব্যবসা এবং অনেক সহজে আয় করা যায় তাই আমি ফরেক্সে এসেছি। এটা আমার জন্য উপযুগী। আমি বেশি সময় দিতে পারি না।একবার ট্রেড দিয়ে আর কিছু করতে হয় না। এরকম সুবিধার জন্য আমি ফরেক্সে আছি। আমি চাই ফরেক্স থেকে ভাল কিছু আয় করে সেটা দেশের ভাল কোনো কাজে লাগাতে চাই। আশা করি আমি সেটা পারবো
-
আমি বৈদেশিক মুদ্রার বাজারে যাওয়ার মূল কারণটি হ'ল এই ভিত্তিতে আমার নিজের অবস্থান গ্রহণ করে জাতির জন্য নিজেকে বিকশিত করা যে আমাদের জাতি ধাপে ধাপে বেকারত্বের হাত থেকে বাঁচাচ্ছে যার কারণে এমন অনেক লোক আছেন যারা কাজের উপযুক্ত লাইনও খুঁজে পান না even সামর্থ্য থাকার পরে, সুতরাং আমরা মহান ফরেক্স শিখতে পারি যে ইভেন্টে এখানে গ্রহণযোগ্য।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বেচা কেনার জায়গা । আর আমাদের দেশে চাকরির চেয়ে বেকার সংখ্যা বেশি । ব্যবসা শুরু করতেও অনেক টাকার প্রয়োজন হয় । আর এত টাকা সবার কাছে থাকে না । ফরেক্সে মেধা খাটিয়ে অল্প মূলধন দিয়ে আর একটু বেশি সময় দিয়ে আয় করা যায় । আমি ফরেক্সে এসেছি অর্থ উপারজনের জন্য আর যদি পারি তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারব ।
-
ফরেক্স অনেক লাভজনক ব্যবসা এবং অনেক সহজে আয় করা যায় তাই আমি ফরেক্সে এসেছি। এটা আমার জন্য উপযুগী। আমি বেশি সময় দিতে পারি না।একবার ট্রেড দিয়ে আর কিছু করতে হয় না। এরকম সুবিধার জন্য আমি ফরেক্সে আছি। আমি চাই ফরেক্স থেকে ভাল কিছু আয় করে সেটা দেশের ভাল কোনো কাজে লাগাতে চাই। আশা করি আমি সেটা পারবো
-
আমাদের উপার্জনের চিরাচরিত উপায় গুলি এর বাইরে অন্য এক জগতের স্বাদ নিয়ে নিজের জীবন কে বদলাতে এসেছি । আমি খেয়াল করে দেখেছি আমি যদি ৪ মাস ভালো ভাবে ডেমো ট্রেড করি এবং নিয়মিত ফোরাম এ সময় দেই আমি ফরেক্স মার্কেট এ নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব । আর সবচেয়ে ভালো কথা হলো এই পেশায় আমি নিজের ঘরে বা অন্য যেকোনো স্থান থেকে কাজ করতে পারব যা আমার জীবনধারাকে বদলে দিতে পারে ।