-
শুধু ছাত্র নয় ফরেক্স মার্কেটে সকল শ্রেনীর মানুষ কাজ করতে পারবে তবে তাকে আগে ইন্টারনেট সম্পর্কে ধারনা থাকতে হবে । এবং কম্পিউটার চালানোর মোটামুটি অভিজ্ঞতা থাকতে হবে । তাহলে এই মার্কেটে সকল পেশার মানেুষ ব্যবসা করতে পারবে । পড়াশুনার পাশা পাশি ফরেক্স ব্যবসা করে খুব সহজেই এক জন ছাত্র তার দৈনন্দিন জীবনের চাহিদা পুরন করতে পারে । এই জন্য এখানে সকল ধরনের ছাত্ররা কাজ করতে পারবে ।
-
হ্যা অবশ্যাই আমি মনে করি যে ফরেক্স এ এক মাএ ছাত্ররাই ভালো করে করতে পারবে । কারন তাদের এখনই সময় তাদেই ইচ্ছা বেশি ধৈর্য্য বেশি এবং লোভ সামলাতে পারে তাই তারাই এই ব্যবসার জন্য বেশিরভা্গই উপযোগি। তাই আমি বলবো যে ছাত্রারা যদি এই ফরেক্স করে আর তার যদি এই খানে সময় দিয়ে ধৈর্য্যর সহকারে কাজ করতে পারে তহলে সে অবস্যই সাফলতা অর্জন করতে পারবে ।
-
ফরেক্স ব্যবসায় ছাত্র ছাত্রীদের জন্য খুব উত্তম। এটা একটা স্বাধীন ব্যবসায় যেকন সময় আপনি এই ব্যবসায় করতে পারেন। সপ্তাহে ফরেক্স মার্কেট ৫ দিন এবং ২৪ ঘন্টা খোলা থাকে আপনার সময় মত যে কন সময় আপনি ফরেক্স এ ট্রেড করতে পারেন। ছাত্র ছাত্রী রা সব সময় সময় দিতে পারবে না তাই তারা তাদের পছন্দ মত সময় ফরেক্স এ দিতে পারে। আমি ও একজন ছাত্রী আমি আমার সময় মত ফরেক্স এ ট্রেড করি। আমি ,অনে করি ছাত্র ছাত্রীদের জন্য ফরেক্স ব্যবসায় খুব উত্তম একটা ব্যবসায়।
-
ছাত্র-ছাত্রীদের মূল কাজ হলো তাদের লেখাপড়া সঠিক ভাবে চালিয়ে যাওয়া৷ফরেক্স ব্যাবসা আছে এবং থাকবে৷ফরেক্স ব্যাবসায় মনোনিবেশ করলে ডলারের প্রেমে পড়ে তাদের লেখাপড়া ক্ষতিগ্রস্হ্য হতে পারে৷ তাই ভালো ভাবে তাদের লেখাপড়া শেষ করেই ফরেক্স ট্রেডিং এ আসা উচিৎ৷আর আমরা তো তাদেরকে সাহায্য করার জন্যই ফোরামে ট্রেডিং কৌশল সবকিছু লিখে রাখছি৷
-
আমার মতে ফরেক্স ছাত্র-ছাত্রীদের জন্য ফরেক্স অনেকটা সুবিধা জনক ভাবে কাজ করবে। কারন ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করা যায়। এছাড়া ফরেক্স মার্কেট এ ছাত্র- ছাত্রীরা জয়েন করে ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করতে পারবে। এতে আমাদের দেশে ছা্ত্র-ছাত্রীদের পরালেখা চালানোর পাশাপাশি আয় করতে পারবে এই ফরেক্স মার্কেট থেকে।
-
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । আমি তো ছাত্র কিন্তু আমি ফরেক্স ব্যবসাকে অনেক পছন্দ করি । আমি তো ফরেক্স ব্যবসা করছি এই ৪ বছর । তাই আমি বলতে পারি যে ছাত্ররা ফরেক্স ব্যবসায় জয়েন করতে পারে ।
-
ছাত্ররা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারে আমি যখন ছাত্র ছিলাম তখন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করি এখন ও ফরেক্স মার্কেট এর সাথে লেগে আছি আমার মতে ছাত্র জীবন এ ট্রেড করা অনেক ভাল কারন এই সময় মানুষ এর হাতে অনেক সময় থাকে তাই তারা ট্রেড করলে অনেক লাভ করতে পারবে আর ফরেক্স মার্কেট এর ট্রেড ভাল করে সিখতেও পারবে তাই আমার মতে ছাত্র জীবন এ ট্রেড করা অনেক ভাল
-
স্কুল লেভেল যারা শেষ করেছে তারা আমার মনে হয় ফরেক্স করতে পারে। কারন পড়ালেখার পাশাপাশি ছাত্ররা বারতি আয়ে সুযোগ নিতে পারে। আর তাছার আত্মনির্ভরশীল হতে পারে। আবার ফরেক্স যেহেতু ঘরে বসেই করা যায় সেহেতু ছাত্ররা ফরেক্স ট্রেড করতে পারে।
-
ফরেক্স এ পরিস্নগখ্যান এ হয়তো ছাত্রদের একাউন্ট অনেক আছে। ফরেক্স মার্কেট এ বেশির ট্রেডার হলো ছাত্র। ছাত্ররা ফরেক্স করে আবার লেখাপড়া ও চালিয়ে যেতে পারে। ছাত্ররা তাদের নিজেদের পড়ালেখার খরচ নিজেরাই চালিয়ে যেতে পারবে।
-
আমি বলবো অবশ্যই ছাত্ররাও ফরেক্স ব্যবসায় যোগদান করতে পারে। সকল ছাত্র/ছাত্রীরই উদ্দেশ্য থাকে লেখাপাড়া শেষ করে ভাল একটি চাকরী/ব্যবসা করবো। যেখান থেকে টাকা আয় করে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো। বর্তমনে বিশ্বে যে সকল ব্যবসা রয়েছে এর মধ্যে স্বাধীন ভাবে ব্যবসা করে টাকা আয় করার সবচেয়ে ভাল মাধ্যম হচ্ছে ফরেক্স ট্রেডিং। তাই আমি বলবো ছাত্ররা তাদের সিলেবাসে ফরেক্স ট্রেডিংকে একটি বিষয় হিসেবে ধরে অনুশীল করতে থাকলে টাকা আয়ের পাশাপাশি একদিন সফল ট্রেডার হতে পারবে।