-
আমি রোবটকে সম্পুর্ন সাপোর্ট করি না । কার রোবট ট্রেড ভাল করে ঠিক কিন্তু অনেক সময় রোবট ভুল ট্রেড করে থাকে । দেখা যায় মার্কেট যেদিকে যাচ্ছে রোবট তার উন্টো দিকে ট্রেড বসাচ্ছে । এখেতে আমি রোবটকে সমর্থন করি না । ফরেক্সে সবাই কাজ করতে পারে , তাই যেকেউ ইচ্ছা করলে ফরেক্সে এসে কাজ করতে পারে । যারা ট্রেডিং এ দক্ষ নয় তাদের জন্য রোবট কিছুটা ভাল । রোবটের মাধ্যমে তারা টাকা আয় করতে পারে ।
-
আমি মনে করি যে রোবট ব্যবহার করা ভাল । কিন্তু রোবট যে সব সময় আপনাকে ভাল মুনাফা দিবে তা কিন্তু ঠিক না । আপনি মাঝে মাঝে রোবট এর হেল্প নিতে পারেন তবে সব সময় না । হ্যা আমি মানছি যে রোবট প্রফিট দেই কিন্তু সবসময় না । তাই আপনার ফরেক্স এ ট্রেড করতে হবে নিজের জ্ঞান দিয়ে । তাই আপনাকে মনে রাখতে হবে রোবট সফটওয়্যার আপনাকে সবসময় সাপোর্ট দিবে না ।:woo:
-
রোবট ঈন্ডিকেটর এসব শুধুমাত্র নির্দেশক । অর্থ্যাৎ আপনার ট্রেডিং এর ক্ষে্ত্রে শুধু নির্দেশনা দিতে পারে নিশ্চিত লাভ এনে দিতে পারে না । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজের দক্ষতাটাকেই সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে । কেননা নিজের ট্রেডিং স্টােইল তথা ট্রেডিং দক্ষতা যত ভাল হবে ততই আমাদের নিজেরা লাভবান হতে পারব ।
-
আমি কখনো রোবট ব্যবহার করিনি আর এটা ব্যবহারের ক্ষেত্রে সমর্তন করিনা।কারন মার্কেট কখন কোন দিখে যাবে,তা কেউ বলতে পারেনা।রোবটের ক্ষেত্রে বড় সমষ্যা হচ্ছে,এটা আপনার অবর্তমানে অনেক অপ্রয়োযনিয় ট্রেড ওপেন করে যা আপনার একাউন্ট শুন্য করতে যতেষ্ট।
-
ফরেক্স মার্কেটে যে রোবট ব্যাবহার করে ট্রেডিং করার কথা বলা হয়েছে যা বেশির ভাগ সময় একাউন্ট জিরো করে ফেলে তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় আমাদের নিজেদের এনালাইসিস করে ট্রেডিং করা অনেক ভাল, রোবট ব্যাবহার করা থেকে বিরত থাকা অনেক ভাল,এই রোবট অনেক সময় ভাল কাজ করে না যার কারনে একাউন্ট জিরো হয়ে যায়।
-
আমি কক্ষনই ট্রেড রোবট দিয়ে ট্রেড করা সমর্থন করি না, ট্রেড রোবট নিজের থেকেই ট্রেড নিবে আবার নিজের থেকেই ট্রেড বন্দ করবে এতে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে। তো আমি এতটুকু বলতে পারি এটা না করে আনাল্যসিস করে ট্রেড করাই ভাল।আমি এবিষয়ে খুব বেশি বুঝি না।
-
আমি রোবট ব্যাবহার কে সমর্থন করিনা কারন রোবট আমাদের কে কখনো সফলতা এনে দিতে পারেনা। রোবট যদি ফরেক্স মার্কেটে ভাল সফলতা এনে দিতে পারত তাহলে রিয়াল মার্কেটে সবাই রোবট ব্যাবহার করে আয় করে পেলতে।
-
আমি মনে করি রোবট ব্যবহারের চেয়ে নিজে ট্রেড করাটা ভাল। কারণ ভাল ট্রেডার হতে হলে আপনাকে রাখতে হবে বিভিন্ন ট্রেডিং অভিজ্ঞতা। যা কিনা আপনাকে সঠিক ট্রেডিং পরিকল্পনা গ্রহনে সাহায্য করবে। পরিক্ষায় ভাল নকল করতে তারাই পারে যার ভাল পড়ে। সুতরাং রোবট আপনি তখনই ব্যবহার করতে পারেন যখন আপনি একজন ভাল ট্রেডার। আমি মনেকরি রোবট ব্যবহাটাও একটা দক্ষতার বিষয়।
-
আমি রোবট কে সমর্থন করি না। এবং এই রবোটিক সফটওয়্যার কি ভাবে ব্যাবহার করতা হয় টাও জানি না। আমি মনে করি নিজার আনাল্যসিস এ ট্রাড করা টাই সর্ব উত্তাম।
-
ফরেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে যেমন লাভ করার অপার সম্ভাবনা তেমনি লস এর। অনেক ট্রেডারই বেশি লাভের আশায় বেশি ঝুকি নেয়। লাভ করতে পারলে তখন খুব খুশি হয়। কিন্তু এভাবে ট্রেড করতে গেলে পরপর দুই তিনটি লস ট্রেড করলে একাউন্ট হুমকির মুখে পড়ে যায়। ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারলে একাউন্ট নিল হবার আশংকা থাকে না আবার দেরিতে হলেও একাউন্ট ব্যালেন্স বাড়তে থাকে।