আমি ফরেক্স শিখিছি আমাদের অফিসের একজন বড় ভাইয়ের মাধ্যমে জানতে পাই। তিনি অনেক দিন যাবত ফরেক্স ট্রেড করে থাকেন। তিনি নিয়মিত ফরেক্স ট্রেড করে থাকেন তার মাধ্যমে আমার ফরেক্স শিখা।
Printable View
আমি ফরেক্স শিখিছি আমাদের অফিসের একজন বড় ভাইয়ের মাধ্যমে জানতে পাই। তিনি অনেক দিন যাবত ফরেক্স ট্রেড করে থাকেন। তিনি নিয়মিত ফরেক্স ট্রেড করে থাকেন তার মাধ্যমে আমার ফরেক্স শিখা।
আমি যখন অফিসের কম্পিউটার এর সামনে বসে থাকতাম তখন শুধু খুজতাম চাকরির পাশাপাশি করি করা তখন এক বড় আমাকে ফরেক্স সম্পর্কে জানায় তখন আমি জানি আমাকে কি ভাবে ফরেক্স করতে হবে তখন তিনি আমাকে শেখায়।
আমি ফরেক্স শিখেছি অনলাইনে এবং ফরেক্স ফোরামের মাধ্যমে ফরেক্স শিখা নিয়ে এখন অনেকেই এক্তু বেশী চিন্তিত হয়ে পরেন কিন্তু ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার সব থেকে ভাল ইনফরমেশন পাওয়া যাবে অনলাইনে আপনি চাইলে অনলাইনে সার্চ দিয়ে ফরেক্স সম্পর্কিত যে কোন তথ্য সংরহ করতে পারেন ।
আমি আমার এক ভাই এর কাছে থেকে ফরেক্স সিখেছি আমি মনে করি ফরেক্স সিখার জন্য যে কোন ট্রেডার এর থেকে শিখা সব থেকে উত্তম তাই আমাদের কে বেশী করে সব সময় ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হবে তবেই আমরা এখানে সফল হব ।
আমি কোন বড় ভাইয়ের সাহায্যে হাতে নাতে সেখার কোন সুযোগ পাই নি। প্রথম শুরু হয়েছিল মেইল এর মাধ্যমে তারপর আমার চেষ্টাই আজ অনেক অনেক কিছু জানি ফরেক্স সম্পর্কে। আপনি সুনে হয়ত আশ্চর্য হবে যে আমি ৬ মাস শুধু বাই দিয়েছি আর ৬ মাস পর জানতে পেরেছি যে ফরেক্স এ শুধু বাই ই না এখানে সেল ও দেয়া যাই। তাহলে আপনারাই বলেন আমার দিখার পদ্ধতিটা কেমন কঠিন ছিল !
আমি সর্ব প্রথম ফরেক্স সম্পর্কে জানি আমার এক বন্ধুর কাস থেকে তারপর আমি ফরেক্স সম্পর্কে ইন্টারনেট এ একটু সার্চ করে দেখি আসলে বেবশা টি কি এবং কিভাবে আমি এর সাথে সম্পৃক্ত হতে পারি তারপর কিসু বাংলা বই নিলাম এবং গুগলে সার্চ করে কিসু ভিডিও টিউটোরিয়াল নিলাম এভাবেই ধীরে ধীরে ফরেক্স মার্কেট এর সাথে সম্পৃক্ত হই এবং ট্রেড শুরু করি
আমি ফরেক্স শিখছি একজন বড় ভাইয়ের মাধ্যমে ... আমি পরালেখার পাশাপাশি ছাত্র পড়াতাম কিন্তু তা দিয়ে আমার চলা খুব মুশকিল... আমআর পরিবার মদ্ধভিত্থ ।। কিন্তু তখন ঐ ভাইয়া আমি ফরেক্সের সম্পর্কে বলে।।এভাবে আমি ফরেক্স শিখি...
আমি ফরেক্স সম্পকে প্রথম জানতে পারি আমার এলাকার এক ভাই এর কাছ থেকে । আমি একদিন তাকে বলি ভাই কিবাবে আমি অল-লাইন থেকে ইনকাম করতে পারি। তখন উনি আমাকে ফরেক্স এর কথা বলেন। তখন ই আমি জীবনে এই নাম টা প্রথম শুনি আমার মনে হয়। তার পরও ঐ ভাই ফরেক্স সম্পকে আমাকে অনেক সাহায্য করছেন।
আমিও আপনার মত একজন। আউটসোর্সিং এর কাজ শিখতে শিখতে টেকটিউনস এ দেখি ফরেক্স নিয়েই সবকিছু একটা পোষ্ট পড়ে খুবই ভালো লাগলো এবং সেখান থেকেই এর উপর আমার আগ্রহ বেড়ে গেল। তার পর থেকে আমি ফরেক্স এর সাথে জড়িত আছি। তাছাড়া কিছু ইবুক, ভিডিও টিউটোরিয়াল এবং ব্লগ পড়েও কিছু জ্ঞানার্জন করছি। এভাবে আমি একটা ব্রোকারে নো ডিপোজিট বোনাস নিয়ে ট্রেড প্রাকটিস করছি এবং নিয়মিত লাভ-লস করছি। আশাকরি, ফরেক্স এ আমি কিছু জীবনে অবশ্যই করতে পারব।