-
আমি ফরেক্স মার্কেটে এক সময় স্ক্যাল্পিং করাতাম, তবে এখন করিনা। কেননা খুব বেশী পরিমানে দক্ষতা না থাকলে স্ক্যাল্পিং করে এ্যাকাউন্ট জিরো হবার সম্ভবনা অনেক বেশী থাকে । স্ব্যাল্পিং লোভ বাড়ায় যা ফরেক্স মার্কেটের জন্য ক্ষতিকর।সর্বপরি বলা য়ায মার্কেট সম্পর্কে অভিজ্ঞ না হয়ে স্ব্যাল্পিং করা উচিৎ না।
-
স্ক্যাল্পিং আমার পছন্দ কারন অল্প সময়ে ট্রেড করে মোটামুটি লাভ তোলা যায় আবার মাঝে মাঝে অনেক লস হয়ে জাই তাই আমি মনে করি স্ক্যাল্পিং করার চেয়ে লং টার্ম ট্রেডিং কোরা ভাল এতে লাভ করা জায় বেশী । আমি প্রায় বেশীরভাগ সময়ই লং টার্ম ব্যবসা করে থাকি তবে মাঝে মাঝে নিউজের সময় আমি বেশী স্ক্যাল্পিং করি ।
-
স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় । সুতরাং অবশ্যই স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করাটা উত্তম এবং আমি স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করা খুব পছন্দ করি। এ জন্য আপনাকে একটি টাইম ফ্রেম সিলেক্ট করে ট্রেড করতে হবে আর সময় ফিক্সড করতে হপবে কখন স্কাল্পিং এর জন্য ভাল হয় ।
-
স্কালপিং নতুন বা পুরাতন সকল ট্রেডার এর খুব পছন্দের।আমিও স্কালপিং পছন্দ করি । স্কালপিং একটি সর্ট টার্ম ট্রেড । এটি ছোট টাইম ফ্রেমে ( m1 / m5 / m15 ) টেকনিক্যাল এনালাইসিস করে করতে হয়। অল্প মুলধন দিয়ে ট্রেড এর জন্য স্কালপিং অতি পরিচিত।
-
ফরেক্স মার্কেট এ স্কাল্পিং খুবই জনপ্রিয়। কেননা স্কাল্পিং করে ফরেক্স থেকে দ্রুত প্রফিট বের করে আনা যায়। আমি নিজেও স্কাল্পিং করা পছন্দ করেই। ফরেক্স স্কাল্পিং ছাড়া লং ট্রেড ও করা যায়। কিন্তু লং ট্রেড করতে হলে অনেক ধর্য্য ধরে ট্রেড এর জন্য অপেক্ষা করতে হয়।
-
ভাই ফরেক্স মার্কেট একটি রিক্সি মার্কেট । মার্কেটে আমি একজন নতুন সদস্য । তাই মার্কেটে আমার ব্যালেন্সও খুব সামান্য॥ তাই মার্কেটে আমি স্ক্যাল্পিং করার সাহস পাই না । মার্কেটে স্ক্যাল্পং করার জন্য অনেক ব্যালেন্সের দরকার বলে আমি মনে করি । আমার মতে মার্কেটে অভিজ্ঞ না হয়ে স্ক্যাল্পিং না করাটাই ভাল ।
-
স্ক্যাল্পিং একটা জনপ্রিয় ট্রেডিং পদ্ধতি । সাধারণত নতুন ট্রেডাররা এটা করে থাকে আর নিউজের ক্ষেত্রে এক্সপার্টরাও করে থাকে। স্ক্যাল্পিং হচ্ছে ট্রেড নিয়ে তাড়াতাড়ি কিছু প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাওয়া। যেহেতু ট্রেড ছোট, পিপ অর্জন হয় কম তাই লট বড় করে প্রফিটের অঙ্কটা বাড়াতে হয়। ইটা হচ্ছে প্রথম ঝুঁকি। এরপর এখানে sl আর tp এর রেশিও হয় খুব কাছাকাছি তাই খুব বেশি ট্রেড প্রফিট না করলে ফলাফল লোকসান । এটা দ্বিতীয় ঝুঁকি। এছাড়া এটা মেন্টালি ট্রেড ক্লোজ করতে উদ্বুদ্ধ করে যা, ফরেক্স এর সবচেয়ে বড় ঝুঁকি। এছাড়াও স্ক্যাল্পিং এর মধ্যে রয়েছে ফরেক্সের প্রায় সকল ঝুঁকি। তাই স্ক্যাল্পিং যদি ব্যাকটেস্টের দ্বারা লাভজনক দেখা যায় এবং ট্রেড হ্যান্ডেল করার বিষয়ে সর্বোচ আস্থা নিজের উপর থাকে। সে ক্ষেত্রে লং টার্ম স্ট্রাটেজির পাশাপাশি স্ক্যাল্পিং করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে ব্যালান্সের নিরাপত্তা হওয়া চাই ২০০%। নতুনরা কেউ স্ক্যাল্পিং এর ভালো সোর্স চাইলে বেবিপিপসের COWABUNGA সিস্টেম দেখুন। সিস্টেমটা অনেক বৎসর যাবৎ প্রফিট করছে, নিয়মিত আপডেট দেয়। এবং স্ক্যাল্পিং এর থিওরি সম্পর্কেও এখান থেকে একটা ধারণা হবে।
-
স্ক্যাল্পিং সিস্টেমটা মূলত এমন একটা সিস্টেম যে সিস্টেমটার মূল হলো একটা নিদিষ্ট সময় যে সময়টাতে ট্রেড করলে অথবা অল্প ইনভেস্ট করে বেশী মুনাফা অর্জন করা যায় আর তাই আমি ফরেক্স ট্রেডের এই স্ক্যাল্পিং ট্রেড সিস্টেম আমি খুব পছন্দ করি। এছাড়া অল্প সময়ে মেধা খাটিয়ে কেম ইনভেস্টমেন্টে বেশী মুনাফা স্ক্যাল্পিং সিস্টেমে সম্ভব বলে আমি স্ক্যাল্পিং সিস্টেম পছন্দ করি।
-
স্কাল্পিং করতে পারলে পছন্দ করে না এমন ট্রেডার নেই কিন্তু সমস্যা একটাই যে, স্কাল্পিংয়ের সময় খুব এলার্ট থাকতে হয়। এবং স্কাল্পিংয়ের অভ্যাস ফরক্সের জন্য একটা বড় প্রতিবন্ধক। তাই যদি স্কাল্পিং স্ট্রাটেজি এমন হয় যেটা সপ্তাহে তিনদিন সর্বোচ্চ চারদিন সিগন্যাল দেয় এবং দিনের মধ্যে নির্দিষ্ট একটা সময়ে সেই ট্রেডটা দিতে আর ইন্সট্রুমেন্টও এক দুইটা তাহলে করা যায়। তারপরও অনেক প্রাকটিসের বিষয় আছে।
-
স্ক্যাল্পিং কে না পছন্দ করে । কারন স্ক্যাল্পিং হল ছোট ছোট ট্রেড । যেখানে লস খুব কম্ম হয় কিন্তু প্রফিট ও একটু কম কম হয় । কিন্তু আমার কথা হল অল্প রিস্ক নিয়ে লস খুব কম করে অল্প অল্প করে প্রফিট করা অনেক ভাল । আমি সব সময় স্ক্যাল্পিং পছন্দ করি এবং বেশির ভাগ সময়ে স্ক্যাল্পিং করে থাকি । আমার অনেক ফরেক্স বন্ধুরাও স্ক্যাল্পিং পছন্দ করে ।