হ্যাঁ, ফরেক্স অদক্ষদের জন্য অবশ্যই বিপদজনক। তবে দক্ষদের ক্ষেত্রে মোটেও বিপদজনক নয় । ফরেক্সের মূল বিষয় হলো ফরেক্স সম্পর্কে দক্ষতা । যদি দক্ষতার সাথে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স কখনো বিফদজনক নয়।
Printable View
হ্যাঁ, ফরেক্স অদক্ষদের জন্য অবশ্যই বিপদজনক। তবে দক্ষদের ক্ষেত্রে মোটেও বিপদজনক নয় । ফরেক্সের মূল বিষয় হলো ফরেক্স সম্পর্কে দক্ষতা । যদি দক্ষতার সাথে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স কখনো বিফদজনক নয়।
ফরেক্স একটি অনলাইন জনপ্রিয় বিজিনেস,আমি কখনো ফরেক্স কে বিপদ জনক বিজিনেস ভাবিনা,ফরেক্স একটি রিস্কি বিজিনেস,আর ব্যবসা মানেই যে রিস্ক তা আমরা সকলে ভালো ভাবে যানি,তাই ফরেক্স এর ব্যতিক্রম নহে,ফরেক্স তাদের জন্যই বিপদ জনক যারা কোন কিছু না যেনে রিয়েল ট্রেড সুরু করে থাকে,তাই ফরেক্স কে বিপদ জনক ভাবলে হবেনা।
আমার মতে ফরেক্স সবার জন্য বিপদজনক না । ফরেক্স এ যে বেক্তি দক্ষ তারকাছে ফরেক্স সহজ ।আর ফরেক্স সম্পর্কে যে জানে না তারকাছে ফরেক্স খুব কঠিন । তাই ফরেক্স করার আগে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ।তাহলে আপনার কাছে ফরেক্স খুব সহজ হবে ।
ফরেক্স ট্রেড একটা মার্কেটিন সাইড। এখানে লাভ লস উভয় রয়েছে, ব্যবসায় যেমন টা থাকে। আমার মতে ফরেক্স ট্রেড মোটেও বিপদজনক নয়৷ তবে অনেকে মনে করে এটা বিপদজনক। লস ও লাভ উভয় রয়েছে তাই একটু বুঝে কাজ করলে লাভ এর সম্ভাবনা বেশি থাকে।
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে ট্রেড করে প্রফিট অর্জন করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। লাভবান হতে কেবলমাত্র দক্ষতা অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা এবং ধৈর্য কে কাজে লাগিয়ে ট্রেড করতে হয়।প্রকৃতপক্ষে অনভিজ্ঞ ট্রেডাররা যখন কোন প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়াই লোভের বশে বড় ভলিউমে ট্রেড করে তখন ফরেক্স মার্কেট প্লেস তাদের জন্য বিপদজনক হয়ে দাঁড়ায়।কিন্তু যারা প্রকৃত ট্রেডার তারা অবশ্যই প্রফিট অর্জনের জন্য বিভিন্ন প্রকার এনালাইসিস ও সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে এবং পর্যাপ্ত পরিমাণে ট্রেড করে নির্ধারিত প্রফিট অর্জনের চেষ্টা করে। ফলে তারা তাদের প্রফিট অর্জন করে লাভবান হয়। এজন্য প্রকৃতপক্ষে ফরেক্স বিপদজনক নয় কিন্তু দক্ষ ট্রেডারদের জন্য লাভজনক ব্যবসা।
ফরেক্স মার্কেট বিপদজনক হ্যা কথাটি একেবারে ভুল নয়।তবে হ্যা বিপদজনক তাদের জন্য যারা না বুঝে ফরেক্স করে।ফরেক্স পৃথিবীর অন্যান্য ব্যবসার মতই ঝুকিপূর্ণ যদি আপনি না বুঝে ফরেক্স করেন।আপনি বুঝে ট্রেড করলে ফরেক্স মোটেও বিপদজনক না বরং লাভজনক।ফরেক্স এ আপনি যদি দক্ষ এবং অভিজ্ঞ হতে পারেন তবে ফরেক্স আপনার জন্য খুব ই লাভজনক একটা ব্যবসা।আগে ফরেক্স টা ভালভাবে শিখে যদি ট্রেডিং এ যান তবে ফরেক্স এ আপনি সফল হতে পারবেন।
আপনি যদি ফরেক্সের ওপর উপযুক্ত ট্রেনিং নিয়ে ফরেক্সের সকল নিয়ম মেনে ট্রেড করেন তাহলে আপনি এখান থেকেই সফলতা পাবেন। কিন্তু আপনি যদি অদক্ষতা নিয়ে ট্রেডিং এর নিয়ম না মেনে ট্রেড করেন তাহলে লসে থাকবেন। সাধারণ ব্যবসা অথবা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে অনেকে অতিরিক্ত লস খেয়ে তার সর্বস্ব হারাতেও পারে। কিন্তু আপনি যদি ফরেক্স ফোরামে পোস্টের বিনিময়ে প্রাপ্ত বোনাসের ডলার দিয়ে ট্রেড করেন এই ক্ষেত্রে নিয়ম না মেনে ট্রেড করলে অথবা অদক্ষতা নিয়ে ট্রেড করলে বড় জোর আপনার ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে বা একাউন্ট ব্যান হয়ে যেতে পারে। তবে ফরেক্সে মাধ্যমে কখনো গরিব হবেন না এইটুকু গ্যারান্টি দিতে পারি। অবশ্যই কেউই চাইবেন না যে আপনার একাউন্ট শূন্য হোক বা ব্যান হোক। সেই ক্ষেত্রে অবশ্যই সকলের ধৈর্য্য সহকারে ফরেক্সের কাজগুলি শিখে নিয়ম মেনে ট্রেড করা উচিৎ। আশা করি সফলতা আসবে এবং এখান থেকে অনেক প্রফিট করা সম্ভব হবে।
ফরেক্স মোটেই বিপদজনক না তবে কিছু কিছু মানুষ মনে করে
ফরেক্স মার্কেটের একমাত্র কাজ ট্রেড করা করা তাদের ধারণা যত বেশি ট্রেড করব তত বেশি লাভবান হব। তারা ফরেক্স মার্কেটে এসে ট্রেড করা শুরু করে আর বেশি ভাগ ক্ষেতে লসে পড়ে যায়, আর তাদের ধারণা সৃষ্টি হয় ফরেক্স মানে বিপদজনক কিন্তু আপনি যদি সময় কে কাজে লাগিয়ে ফরেক্স সম্পর্কিত দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করেন । তাহলে ফরেক্স আপনার জন্য সৌভাগ্যের প্রসূতি হিসেবে কাজ করবে। কখনোই আপনার মনে হবে না ফরেক্স মানে বিপদজনক। ফরেক্স মানে বিপজ্জনক ঐ সকল মানুষের জন্য যারা না জেনে ফরেক্স মার্কেটে কাজ করে।
অন্যান্য সকল ব্যবসায়ের মত ফরেক্স মার্কেটেও লাভ ও লস উভয়ের সম্ভাবনা বিদ্যমান। যদি আপনি পারফেক্ট এনালাইসিস না করে শুধুমাত্র আবেগের বশে ট্রেড করেন, তবে ফরেক্স মার্কেট অবশ্যই আপনার জন্য বিপদজনক। যদি আপনি পারফেক্ট এনালাইসিসের সাাথে ট্রেড করতে পারেন, তবে তা আপনার জন্য সুফল বয়ে আনতে সক্ষম
আসলে আমি এটা কখনও মনে করি না। ফরেক্স কখনও বিপদজনক হতে পারেনা। তবে এখানে কেউ কাজ না জানলে হয়তো এটাকে বিপদজনক ভাবতে পারে। এটা ওই ব্যক্তির বিষয়। তবে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অবিজ্ঞ হয়ে কাজ করলে এখানে প্রচুর পরিমাণে লাভ করা সম্ভব। যা আপনি কল্পনাও করতে পারবেননা। আর যদি কাজ না যেনে ফরেক্স ট্রেডিং করেন তাহলে সেটা আপনার জন্য হয়তো বিপদজনক হতে পারে।