-
আমি ইউরো/ ইউএসডি বেশি পছন্দ করি আর এই পেয়ারেই আমার বেশি ট্রেড করি। এই পেয়ারের মুভমেন্ট সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝে হয়ে থাকে।এর রেন্জ বাউন্ড সবসময়ই ১০০-২০০ পিপসের ভেতরে অবস্থান করে। সর্বোপরি বিভিন্ন কারনে এই পেয়ারে প্রতিটি ট্রেডারই ট্রেড করতে পছন্দ করে।
-
আমি ফরেক্স মাকেটে Euro-Usd পেয়ার বেশির ভাগ ট্রেড করে থাকি আর এখান থেকে আমি লাভ ও করছি | আমি মনে করি Euro-Usd পেয়ার থেকে আমি লাভ করতে পারি ভাল তাই আমি Euro-Usd পেয়ার ট্রেড করব |আমার Euro-Usd পেয়ার করতে ভাল লাগে |
-
ফরেক্স মার্কেট এ বিভিন্ন ধরনের পেয়ার আছে। বিভিন্ন ধরনের ট্টেইনার বিভিন্ন ধরনের পেয়ার পছন্দ করে ট্টেড করে। আমার কাছে eru/usd এবং gbp/usd ভাললাগে। কারন এই দুই পেয়ার অনেকটা জনপ্রিয়। তাছাড়া আমি যখন ফরেক্স এ জয়েন করেছি তখন এই দুই পেয়ার এ ট্টেড করে প্রাকটিস করতে করতে অনেকটা আপন হয়ে গেছে তাই আমার কাছে এই eru/usd এবং gbp/usd ভাল লাগে।
-
কোন পেয়ার ভাল আর কোন পেয়ার খারাপ তা জানি না তবে একটা বিষয় জানি তা হল যে সব ট্রেডার সব পেয়ারে ট্রেড করে বা করতে চায় তাদের পরিনতি ভাল হয় বলে আমার জানা নেই। তাই আমি বলব আপনি যদি একটা পেয়ারে ট্রেড করে সাকসেসফুল থাকেন তা থাকতে পারেন তবে তাই ভাল।
-
ফরেক্স মার্কেটে যারা কাজ করে তাদের বেশির ভাগ লোক eurusd নিয়ে কাজ করে তাই নিজসন্দেহে বলা যায় ফরেক্স মার্কেটে সব থেকে ভাল পেয়ার হল eurusd কারন eurusd প্রতি দিনে প্রচুর আপ ডাউন করে তাই eurusd সব থেকে বেষ্ট পেয়ার যেখানে ট্রেড করে সবাই সাচ্ছন্দ বোধ করে ।
-
সঠিক সময় সঠিক বা চাহিদাপূর্ন কারেন্সি পেয়ার নির্বাচন করে ট্রেড করতে পারলে ভাল প্রফিট লাভের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়।ফরেক্সে ট্রেড করার সময় আমি সব সময় চাহিদাপূর্ন কারেন্সি পেয়ার ব্যাবহার করার চেষ্টা করি কারন তাতে করে ভাল প্রফিট অল্প সময়ের ব্যাবধানে নিশ্চিত করা যায।Eue/Usd এবং Gbp/Usd ঠিক তেমনই একটি চাহিদাপূর্ন কারেন্সি পেয়ার।
-
ব্যক্তিগতভাবে আমি শুরু থেকেই Euro-Usd পেয়ারে ট্রেড করি কেননা এটার মুভমেন্ট সব সময় সহনিয় পর্যায়ে থাকে। যার ফলে কম ডিপোজিটের একাউন্ট গুলো দ্রুত শুন্য হয়ে যাওয়ার ভয় থাকেনা। তবে এটা ছাড়াও আমি মাঝে মাঝে usd-jpy পেয়ারে ট্রেড করি, কিন্তু তার পরিমান খুবই অল্প।
-
ফরেক্সে অনেক পেয়ার বিদ্যমান । এই সব পেয়ারে ট্রেড করাার মাধ্যমে আমরা আয় করতে পারি । তবে অনেক পেয়ারে মধ্য কিছু ডিমান্ডিং পেয়ার আছে যেগুলোতে গতি বেশি এবং ট্রেডাররা প্রায়শই ওই নিদ্দিষ্ট পেয়ারগুলোতে ট্রেড করতে পছন্দ করে । এরকম পেয়ারের মধ্য আমার জানা মতে সবচেয়ে বেশি জনপ্রিয় পেয়ার হলো ইউরো /ইউএসডি, এর পরেই আছে ইউএসডি/জেপিওআই ইত্যাদি ।
-
সবাই প্রায় একই পেয়ারের কথা বলেছেন । সেটা ইউএসডি / ইউরো, আমার মতো সবাই এটাতে বেশী ট্রেড করে খাকে। মুলত এই পেয়াটি প্রভাব মার্কেটের উপর অনেক খানী। তবে অন্য অন্য পেয়ার ও ভালো টেড করা যায়। ঝুকিপূর্ণ পেযারের মধ্যে জিবিপি/ জেপিআই যত সম্ভব্য এই পেয়ারে কম ট্রেড করবেন। এই পেয়ারে ট্রেড করে আমার অনেক লস হয়েছে। এটা আমার অভিজ্ঞতা আপনার নাও হতে পারে।
-
আমি যত দূর যানি ফরেক্স মার্কেট এর পেয়ার এর মধ্যে সব থেকে ভাল পেয়ার ইউরো, ইউ এস ডি পেয়ার ৮০-৮৫ ভাগ ট্রেড এই পেয়ার এ হয়ে থাকে। তবে ফরেক্স মার্কেট অনেক ধরনের পায়ার আছে কনো পেয়ার খারাপ না। যে কনো পেয়ার এ ট্রেড করে লাভবান হওয়া যায়। তবে সব থেকে বেশি ট্রেড হয় ইউরো, ইউ এস ডি পেয়ারে।