-
সপ্তাহে নিদ্দিষ্ট দুই দিন রিলাক্সের জন্য বন্ধ থাকার পরেই সপ্তাহে দিন রাত চব্বিশ ঘন্টা ট্রেড করা যায় । ফরেক্সকে এ জন্যই বর্তমান বিশ্বের অন্যতম স্মার্ট পেশা বলা হচ্ছে যে তারা ঠিক কিভাবে পুরো বিশ্বের মানুষকে অসাধারণ সাপোর্ট দিয়ে যাচ্চে । একজন ব্যাক্তি দিনে অন্য কোন জব করেও রাতে ট্রেডিং করতে পারে যেটা তার জন্য এক অনন্য সুযোগ ।
-
ফএক্স ট্রেডিং সব সময় করা যায় না। তবে পোস্ট করা যায় সব সময়। ফরেক্সে শনি ও রবিবার ট্রেড বন্ধ থাকে এই ২ দিন ট্রেড করা যায় না। এছারা বাকি দিন গুলতে ট্রেড ওপেন করা যায়।
-
ফরেক্স সবসময় করা যায় না । ফরেক্স এর ট্রেড বন্ধ থাকে শনি ও রবিবার । এই ২ দিন আপনি ট্রেড করতে পারবেন না কিন্তু মার্কেট আনালাইসিস করতে পারবেন ।
-
আমি যতদূর জানি আপনি সপ্তাহে ৫ দিন যে কোন সময়ে আপনার লাইভ একাউন্টে ফরেক্স ট্রেডিং করতে পারবেন। শনিবার ও রোববার এই দুই দিন ফরেক্স বাজার বন্ধ থাকে তাই এই দুই দিন আপনি ট্রেড করতে পারবেন না এবং আপনি বাকি ৫ দিনে আপনার পছন্দ মোতাবেক সময়ে ট্রেড করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে আপনি সপ্তাহে মোট ৫ দিন ট্রেড করতে পারবেন আর এই ৫ দিন যেকোনো সময় আপনি চাইলে ফরেক্সে ট্রেড করতে পারবেন এবং ট্রেডের ফলে অর্জিত প্রফিটও উঠাতে পারবেন। তবে সব সময় ট্রেড করলেই যে সেটি প্রফিটঅ্যাবর হবে এমনটি ভাবার কোন কারন নেই প্রফিট লাভ করার একটি সময় থাকে আর সেটি বুঝার জন্য চাই ফরেক্স ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং ট্রেডিং অভিজ্ঞতা।
-
মার্কেট শনিবার ও রবিবার ছাড়া সপ্তাহে অন্য পাঁচ দিন সব সময় খোলা থাকে। দিনের যেকোন সময় আপনি ট্রেড করতে পারেন। ফরেক্স মার্কেট নিয়ে বিভিন্ন এনালাইসিস করার মাধ্যমে যখনই আপনার মনে হবে এখন ট্রেড করে আপনি লাভবান হতে পারবেন তখনই আপনি ট্রেড করতে পারবেন। ফরেক্স মার্কেটে এনালাইসিস করা ছঅড়া কখনই ট্রেড করবেন না তা হলে ভাল হবে।
-
আপনি যেকোন সময়ই ট্রেড করতে পারবেন শুধু দুই দিন বাদে কারন ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে আর ২ দিন বন্ধ থাকে। মার্কেট খোলা অবস্থাই আপনি যেকোনো সময় আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন এতে কোন কারো বাধা নাই। তবে ফরেক্স মার্কেট যে ২ দিন বন্ধ থাকে সেই দুই দিন আপনি বসে না থেকে ফরেক্স সম্পর্কে পড়ালেখা করতে পারেন এতে আপনার অনেক অনেক লাভ করতে সাহায্য করবে।
-
ফরেক্স সপ্তাহে দুইদিন ব্যতিত বাকি পাচ দিন ২৪ ঘন্টাই করা যার।সপ্তাহের শনিবার ও রবিবার ব্যতিত সব দিন ফরেক্স মার্কেট খোলা থাকে তাই যে কেউ এই সময়ে ট্রেড করতে পারবে।ফরেক্স এমন এক ধরনের ব্যবসা যেখানে আপনি ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন , দিন -রাত 24 ঘন্টা খোলা থাকে । তাই ঐ পাঁচ দিন যে কোন সময় ট্রেড ওপেন ও ক্লোজ করা যায় । তবে মার্কেট মুভমেন্ট সবসময় একরকম থাকে না, কখনো বেশি, কখনো কম থাকে , তাই মার্কেট মুভমেন্ট যখন বেশি থাকে তখন ট্রেড করলে ভালো প্রফিট করাযায় ।
-
ফরেক্স ট্রেডিং সব সময় করা যায় । কারন ফরেক্স মার্কেট সপ্তাহে শনি ,বরি বাদে মোট পাচ দিন ২৪ ঘন্টাই খোলা তাকে । ফরেক্স মার্কেট সব সময়ই উঠানামা করে । তাই সব সময়ই টে্রড করা যায় । তাই সবাই তাদের কাজের ফাকে বা অবসর সময়ে ফরেক্স ট্রেডের মাধ্যেম ঘরে বসে আয় করতে পারে ।