আপনার সাথে আমিও এক মত । অতিরিক্ত লাভের আশায় অনেক ট্রেডার বড় ধরনের লস এর সম্মূখিন হয় । না বুঝে ট্রেড করা লস এর আরেকটি অন্যতম কারন । ফরেক্সে লসের কিছু সাধারন কারন হিসাবে আমি যা বলবো তা হলো অভিজ্ঞতার অভাব,লোভকে লালন করা, এবং সঠিক মার্কেট বিচসেলুশন না করা ইত্যাদি। আপনি কখনও ওভার ট্রেডিং করতে যাবেন না, কখনও লোভ করবেন না, কম প্রফিটে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, মানি ম্যানেজমেন্ট করুন, এনালাইসিস করে ট্রেড অপেন করুন। এগুলো মেনে চললে আপনি ফরেক্সে লস করবেন না।