ফরেক্স মার্কেট এ ৯৫% ট্রাদের সফল হয়না তার কারন হচ্ছে এই মার্কেটে অনেকে আসে লভে পরে তারা কোন কিছু শিখে আসেনা। নতুন ট্রেডাররা কিছু না বুঝে ইনভেস্ট করে যেটা লস এর কারন হয়ে দাঁড়ায়। তাই খুব ভালোভাবে ফরেক্স না শিখে ট্রেডিং এ আসা উচিৎ না।
Printable View
ফরেক্স মার্কেট এ ৯৫% ট্রাদের সফল হয়না তার কারন হচ্ছে এই মার্কেটে অনেকে আসে লভে পরে তারা কোন কিছু শিখে আসেনা। নতুন ট্রেডাররা কিছু না বুঝে ইনভেস্ট করে যেটা লস এর কারন হয়ে দাঁড়ায়। তাই খুব ভালোভাবে ফরেক্স না শিখে ট্রেডিং এ আসা উচিৎ না।
এটাই সঠিক যে শতকরা ৯৫%নতুন বা বিগেনার ট্রেডাররা লস করে।ফরেক্সে অনেকেই প্রবেশ করে।অনেকেই শুনে থাকে ফরেক্স থেকে খুব সহজেই টাকা আয় করা যায়।এজন্য অনেকেই গুজবে পড়ে না জেনে না বুঝে না শিখে ফরেক্সে ট্রেডিং করতে চায়। এবং না জেনে না বুঝে আন্দাজে ট্রেড করার কারনে অধিকাংশ নতুন ট্রেডারই লস করে।আরো কারন হল মানি মানেজট না মানা,ধৈর্য্যহিনতা, লোভ,অভিজ্ঞতা না থাকা এগুলোর কারনে ফরেক্সকে ৯৫% লসের কারখানা বলে চলে যান।
ফরেক্স সম্পর্কে তারা জেনে রাতা রাতি বড়লোক হতে চায়। সেখার আগেই তারা দেখে যে আনেক টাকার মালিক হয়েগেছে। আর তখন তাদের ভিতর একটু একটু করে লোভ তৈরি হয়। আর এই লোভ ই তাদের ফরেক্স জীবন কে নষ্ট করেদেয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভাইবোন ফরেক্স সম্পর্কে জেনারের রাতটি ধনী ব্যক্তিদের চীন। এর আগে তারা যা দেখেছিল তা হ'ল তাদের, তাদের, তাদের প্রতিষ্ঠা এবং নাস্ট অঞ্চলে তাদের ফরেক্স জীবনের প্রতি শ্রদ্ধা। পুনরায় মনে করুন যে বহিরাগতকে আগে পাঠানো হয়েছিল। একবার তারা অনুসরণ করার পরে কেন তারা বাজারটি লক্ষ্য করে তার পিছনে এটিই মৌলিক প্রেরণা।
ফরেক্স সম্পর্কে তারা জেনে রাতা রাতি বড়লোক হতে চায়। সেখার আগেই তারা দেখে যে আনেক টাকার মালিক হয়েগেছে। ফলে তারা নিয়ম নিতি না মেনে ইচ্ছা মত ট্রেড করে। মানি মেনেজমেনট মানে না,অতিরিক্ত ট্রেড করে। ফলে অতি অল্প সময়ে মূলধন লস করে এ মার্কেট সম্পর্কে বাজে ধারনা সৃষ্টি করে।ফরেক্সে তিক থেকে নিয়মিত আয় করতে হলে প্রস্তুতি নিতে হবে।
আমি সম্পুর্ণ একমত। ফরেক্স একটি অত্যন্ত লোভনীয় জায়গা। যেখানে সবার মনেই লোভ চলে আসে। আর এই লোভ করতে গেলেই একজন ট্রেডার লসের সম্মুখীন হন। কারন লোভ মানুষকে সকল স্ট্র্যাটেজীকে ভুলিয়ে দেয়। তুখনই একজন ট্রেডার ভুল করে ফেলে। আর এ কারনেই ফরেক্সে ৯৫% ট্রেডার সফল হয় না।
আমি মনে করি, সফলতার পিছনে নিজের প্রচেষ্টার ভুমিকা একমাত্র থাকে। ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার সফল না সেটা আমি এই কারনে বললাম আমি প্রায় ছয় থেকে সাত মাস ট্রেড করেছি। কিন্তু লস ছাড়া লাভ করতে পারিনাই। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কোন প্রকার ত্রুটি রাখিনি। ফলাফল দেখি শেষ পর্যন্ত কি হয়। আমরা মানুষ আশানিয়ে বেঁচে থাকে। দেখি আমার প্রচেষ্টায় নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হই কিনা।
আসলে ৯৫ ভাগ লোক না জেনে বুঝে ফরেক্স করে,১ম এ মেটা ট্রেডার টা নামিয়ে ৫-১০ দিন বাই সেল মেরে ভাবে যে ফরেক্স মনে হয় খুব সহজ আর টাকা কামানোর মেশিন , এরপর তারা রিয়েল ট্রেড এর জন্য উতলা হয়ে যায় এবং অনেকে মূলধন ২-৩ গুন করে ফেলে ।আমার দেখামতে একজন ৮০ ডলার থেকে ১১০০ ডলার বানিয়েছিল ১ সপ্তাহে । তবে এটা বলা যেতে পারে ভাগ্যগুণে, কারন তারা মার্কেট এর কিছুই বোঝে না তাই তারা তাদের মূলধন ধরে রাখতে পারে না । আমাদের দেখা সেই ছেলে তার ১১০০ ডলার হারায় মাত্র ১০ মিনিট এ। সে না বোঝে মানি ম্যানেজমেন্ট না বোজে ট্রেড ।
ফরেক্স যেমন সহজ তেমন কঠিন। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ধৈর্য ধারণ করতে হবে এবং কঠোর পরিশ্রমই হতে হবে। এছাড়া যারা ফরেক্স মার্কেটে লস করে টিকে থাকতে পারে না তারাই বেশী লোভ সামলাতে পারেনা। দীর্ঘদিন টিকে থাকতে হলে কম লোভ করতে হবে। ফরেক্স ট্রেডিং করতে হবে। তাছাড়া ফরেক্সের যত প্রকার নিয়মাবলী রয়েছে সেগুলো অনুসরণ করতে হবে। 95 % লোক সেজন্যই সফল হতে পারে না যারা বেশি রিস্ক নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে বড় ধরনের লস করে থাকে একমাত্র তারাই।
ফরেক্সে ৯৫% ট্রেডার ব্যর্থ হয়। আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে ৯০-৯৫% ট্রেডার ঝড়ে যায় শুধুমাত্র অধৈর্যতা ও অতিরিক্ত লোভের কারনে। ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন না করেই ট্রেড করতে চলে আসে বিধায় লস করে এবং ফরেক্সে দীর্ঘ্যস্থায়ী হবে পারে না। পর্যাপ্ত ডেমো প্রাকটিস না করা, ফরেক্সের সকল নিয়ম কানুন মেনে না চলা, সাপোর্ট রেসিসটেন্স ফলো না করা এবং অতিরিক্ত লাভ করতে চাওয়ার প্রবনতা ফরেক্স থেকে ঝড়ে যাওয়ার বড় কারন।
অনেকেই দু’একটি ট্রেডিং ইন্ডিকেটরের উপর ভিত্তি করেই ট্রেড নিয়ে বসে এবং উইনিং পার্সেন্টিজ দেখে ট্রেড নিয়ে বসে। নিজের মেধা না খাটিয়ে, কোন ধরেনের স্ট্রাটেজি বা স্টাডি না করেই ট্রেড করা শুরু করে দেয়। ট্রেড ওপেন করে বাই সেল নিতে পারলেই মনে করে ট্রেডিং এর অনেক কিছু শিখে ফেলেছে এবং ট্রেড নিয়ে বসে। ফলে লস করে ব্যালেন্সে হারিয়ে হতাশ হয়ে মার্কেট থেকে বিদায় নিয়ে নেয়। এসব কারনেই ফরেক্সে ৯৫% ট্রেডার সফল হতে পারে না।