-
ফরেক্স মার্কেটে যেকোন সময়েই ট্রেড করা যায় তবে ট্রেড করার আগে বুঝেশুনেই ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে মুভমেন্ট সবসময় একরকম হয় না কখনো অনেক বেশি আবার কখনো কম। তবে বেশি কম সেটা মুল বিষয় নয় মুল বিষয়টা ট্রেড করার সঠিক পজিশন। ট্রেড করার জন্য ফরেক্স কোন সময় বাধ্যবাধকতা নেই। আপানি যে কোন সময় মার্কেট এ ট্রেড করতে পারেন। এজন্য আপনাকে কোন নির্দিষ্ট সময় দিতে হবে না। ফরেক্স মার্কেট এ চারটি সেসন রয়েছে। চারটি সেসনের মধ্য সবচেয়ে লন্ডন সেশনে মার্কেট এ বেশি মারকেট মুভ করে থাকে।
-
ফরেক্সে 24 ঘন্টায় ট্রেড করা যায়। আর 24 ঘন্টায় ট্রেড করার জন্য উপযুক্ত সময়। তবে ভালো সময় এটা নির্ভর করে ফরেক্স মার্কেট ওঠানামার ওপার। এজন্য ট্রেড করার আগে মার্কেট সম্পর্কে ভালভাবে এনালাইসিস করে নেওয়া উচিত।
-
ফরেক্স বিজনেস হচ্ছে আন্তর্জাতিক মানের ব্যবসা।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মার্কেট খোলা থাকে তাই আমরা চাইলে যেকোনো সময় ট্রেড ওপেন করতে পারি।তবে আমার ক্ষেত্রে ফরেক্স মার্কেট ট্রেড নেওয়ার আগে আমি মার্কেট এনালাইসিস করে তার পর ট্রেড ওপেন করি।
-
বিনিময় করার কোনও নির্ধারিত সুযোগ নেই। দিনের যে কোনও সময় আপনি বিনিময় করতে পারেন। যাইহোক, কয়েকটি হিসাবে, এটি মার্কিন ও লন্ডনের সময়কে দুপুর ২ টা থেকে রাত দশটা অবধি বিনিময় করার জন্য একটি শালীন আদর্শ সুযোগ। যাই হোক না কেন, আমি রূপান্তরটি অর্থের প্রকৃতিকে ওঠানামা করার দিকে লক্ষ্য করা উচিত বলে মনে করি।
-
ট্রেড করার নিদিষ্ট কোন সময় নেই। ২৪ ঘণ্টার যেকোন সময় ট্রেড করা যায়। মার্কেট খোলা থাকা কালীন ২৪ ঘন্টায় ভাল কারন পজিশন বা লং টাইম ট্রেড তো মুলত সাপোর্ট রেসিসটেন্স দেখে ওপেন করা হয় তাই এর পজিশন যখন হয় তখনি ট্রেড ওপেন করা হয় আর আপনি যদি সট ট্রেড করতে চান তবে তার জন্য দুপুর ২টা থেকে রাত১০ টা সময়টা ভাল কারন এই সময় মার্কেটের গতি সব থেকে বেশি থাকে।
-
আমি এটা বলতে পারি বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা পর্যন্ত নিউইর্য়াক লন্ডন এবং টোকিও এই কয়েকটি দেশের নিউজ প্রকাশিত হয় । আর এগুলোর উপর নির্ভর করে ফরেক্স মার্কেটে মুভমেন্ট বেশি হয়ে থাকে । আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল বুঝতে পারেন এবং পাশাপাশি নিউজ ফলো করতে পারেন তাহলে আপনি উক্ত সময়গুলোর উপর নির্ভর করে ফরেক্স মার্কেটে ভাল আয় করতে পারবেন।
-
ফরেক্স বাজারে যখন মুদ্রা একটি ধীর গতিতে ওঠানামা করে তখন ট্রেডিং সত্যই ভাল। এটি কারণ যখন মুদ্রার মূল্য বৃদ্ধি বা হ্রাস ঘটে এবং হারাতে যাওয়ার বিশাল ঝুঁকি থাকে, তখন আয়ের কোনও নিশ্চিত সম্ভাবনা থাকে না।
-
আপনি দিনের যে কোন সময়ই ট্রেড করতে পারেন। তাবে কারো কারো মতে আমেরিকা ও লন্ডন টাইম দুপুর ২টা থেকে রাত ১০টা পযন্ত ট্রেড করার জন্য ভাল সময়। উঠানামা যখন ধীর গতিতে চলে তখন ট্রেড করা খুব ভাল। কেননা মুদ্রার মানের উঠানাম বা গতি বেশি হলে কখন লাভ হবে তার কোন নিশ্চিত সম্ভাবনা থাকে না।
-
ট্রেড করার জন্য নিদিষ্ট কোন সময় নাই । যেটা প্রয়োজন সেটা হল দক্ষতা,ফরেক্স সম্পরকে ভাল দক্ষতা ,জ্ঞান না থাকলে কোন সময় আপনি ভাল করতে পারবেন না। তবে নিদিষ্ট কিছু সময় ট্রেড করলে ভাল করার সম্ভবনা থাকে,সেটা আমেরিকা ও লন্ডনের দুপুরের সময়।
-
ট্রেড অবশ্যই মার্কেট ওভারল্যাপিং এর সময় করা উচিৎ। অন্য সময় আপনি মার্কেট বোঝার জন্য এবং এ্যানালাইসিস করার জন্য ব্যয় করুন। আমার মতে যেহেতু মার্কিন ডলার হচ্ছে বেজ কারেন্সী এবং সব দেশের কারেন্সীর উত্থান পতনের জন্য ইউএস ডলার এর ভূমিকা অত্যবশ্যকীয়। মার্কেট সপ্তাহে দিন খোলা থাকে, এই দিনে যে কোনো সময় ই ট্রেড করা যায়, আসলে ট্রেড নির্ভর করে মার্কেট এর অবস্থার উপর মার্কেট এর অবস্থা যদি অস্থিতিশীল হয়, যদি ট্রেড না নেয়ার মত হয়, তাহলে তখন ট্রেড না নিয়ে অপেক্ষা করাই ভালো।