-
ফরেক্ম নিয়ে লিখা লিখি করতে আমার অনেক বেশী ভাল লাগে এবং আগ্রহ নিয়ে লিখা লিখি করছি । এতে আমার এক দিকে বাংলা লিখার হাত তৈরী হচ্ছে অন্য দিকে ফরেক্স সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন হচ্ছে । আমি যতিই বশী লিখছি ততই বেশী শিখছি । ফরেক্সে যে যত বেশী শিখবে সে তত বেশী ভাল করবে । ফরেক্স ব্যবসাতে লাভ করতে হলে জানার কোন বিকল্প নেই । না জেনে ফরেক্স করবেন তো লস করবেন এতে কোন সন্দহ নেই ।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স ট্রেডিং সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে এবং শুধু লেখালেখি করা নয় অন্যদের লেখা পড়তে আমার আরও বেশি ভাল লাগে। ফরেক্স ফোরাম সাইটে লেখালেখি করলে অনেকের সুবিধা হয় এবং যারা লেখেন তাদেরও সুবিধা হয়।
-
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার খুব ভাল লাগে। আমি যখন ফরেক্স এ নতুন জয়েন্ট করেছি তখন আমি অতটা টাইপ করতে পারি নি। এখন আমি এই ফরেক্স ফোরামে টাইপ করে অনেকটা টাইপ করতে পারি এবং আমি কম সময়ে অনেকটা টাইপ করতে পারি এবং ফরেক্স এর ভিভিন্ন ধরনের কথাবার্তা সবকিছু খুব কম সময়ে অনেকটা উত্তর দিতে পারি টাইপ স্পিড এম মাধ্যেমে।
-
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার খুভ ভাল লাগে কারন সম্পর্কে জত বেশি আলচনা করা হয় লেখালেখি করা ততই ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং ফরেক্স সম্পর্কে জানা যায় ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা বাড়ে তাই ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে ভাল লাগে।
-
ব্যক্তিগতভাবে আমার ফরেক্স ট্রেডিং সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে এবং শুধু লেখালেখি করা নয় অন্যদের লেখা পড়তে আমার আরও বেশি ভাল লাগে। ফরেক্স ফোরাম সাইটে লেখালেখি করলে অনেকের সুবিধা হয় এবং যারা লেখেন তাদেরও সুবিধা হয়।
-
ফরেক্স ফোরামে লেখালেখি করতে অনেক ভাল লাগে। ফরেক্স ফোরাম এ লেখালেখি করে অনেকটা টাইপ এর ক্ষেত্রে অনেকটা আমার হাত স্পিড হয়ে গেছে । এছাড়া ফরেক্স ফোরামে এই টাইপ করে আমি ফরেক্স মার্কেট এর অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করছি।
-
ফরেক্স সম্পকে লেখালেখি করতে আসলেই আমার খুব ভাল লাগে কারন আমি খুব দ্রুত লিখতে পারি ও ফরেক্স সম্পকে মোটামুটি জানি। তাই কোন প্রশ্ন কেউ জিজ্ঞাসা করলে আমি সেগুলার ভালকরে উত্তর দেওয়ার চেস্টা করি এতে আমার নিজের কাছে ভাল লাগে।আর আমি যা জানি তা অন্যকে জানাচ্ছি এর জন্য আমার ভাল লাগে।আমি কোন সমস্যাই পড়লে প্রশ্ন করি ও জানার চেস্টা করি।
-
লেখা লেখি করাটা আমার কাছে এক ধরনের সখ। আগে প্রচুর লিখা লেখি করতাম। গল্প কবিতা প্রবন্ধ ইত্যাদি। কিন্তু এখন সময় এবং সুযোগের অভাবে তেমন একটা লেখা লেখি করা হয় না। বলতে পারেন লেখা লেখি করার সময়ই পাই না। কিন্তু এখন ফোরামে লিখতে পেরে অনেক ভাল লাগে। বিশেষ করে ফরেক্স সম্পর্কে লেখা লেখির মজাই আলাদা।
-
ভাই আপনি সুন্দর কথা বলেছেন আমার ফরেক্স কমেন্ট করতে অনেক ভাল লাগে কারন এখন থেকে আমি আমার প্রশ্নের উত্তর পায় | এখান থেকে আমার সমস্যা গুলো আমি সমাধান পায় তাই আমি ফরেক্স কমেন্ট করি | আমি আমার সমস্যা গুলো আপোণাদের মাঝে রাখি আপনার উত্তরদেন তাই আরও বেশি ভাল লাগে |
-
ফরেক্স সর্ম্পকে লেখালেখি করতে খুব ভালো লাগে । কারণ এটা এমন একটা ব্যবসা যা দক্ষতা অর্জন করতে পারলেই সফলকাম হওয়া সম্ভব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা বেশী বেশী দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই লাভবান হতে পারব ।