-
আসলে ফরেক্স এ লস হওয়ার হাজারটা কারণ রয়েছে। এর মাঝে প্রধান যে কারণ গুলো রয়েছে তা হল সঠিক ভাবে মার্কেট এনালাইস না করতে পারা, মানি ম্যানেজ মেন্ট ঠিক ভাবে না মানা, সাপোর্ট রেজিসটেন্স লেভেল নির্ধারণ না করতে পারা, ট্রেডিং সেন্টিমেন্ট না বুঝতে পারা ইত্যাদি। তবে সব থেকে প্রধান কারণ হল মার্কেট সম্পর্কে পড়াশুনার অভাবই হল ফরেক্স মার্কেট এ লসের কারণ।
-
আসলে ফরেক্স মার্কেটে লস করার একমাত্র কারণ হল ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের অজ্ঞতা এছাড়া আরও কারণ হল ট্রেডার দের টাকার উপর লোভ এবং ফরেক্স মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকা ইমোশনাল হয়ে ট্রেড করলে এসব কারনে বেসির ভাগ লস যায়।
-
ফরেক্স মার্কেটে আমরা লস করি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে। ফান্ডামেন্টাল এনলাইসিস অনুসরন না করার কারনে।ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।আপনি ট্রেড করার জন্য সকল ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন। তবে ইন্ডিকেটরের উপর সম্পূর্ন নির্ভর না করাই ভালো কারন এগুলো সব সময় সঠিক নির্দেশনা দেয় না।অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না ।
-
ফরেক্স অনেক বিশাল একটি মার্কেটপ্লেস। ফরেক্সে কাজ করতে দরকার দক্ষতা। দক্ষতা ছাড়া ফরেক্স থেকে লাভবান হওয়া যায় না। ফরেক্সে লস হওয়ার বিশেষ করণ সমূহ হল অদক্ষতা,লোভ এবং আবেগ। ধন্যবাদ
-
ফরেক্সে লস করার সবচেয়ে বড় বা প্রধান কারন হলো না জেনে না বুঝে বা অভিজ্ঞ না হয়ে এই ব্যবসা করতে চলে আসা। এছড়াও লোভ করা, রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করা, নির্দেশনা না মানা এবং নিউজ না পড়া ইত্যাদি লস হওয়ার কারন।
-
ফরেক্স এ লসের প্রধান কারণ লোভ । লোভের কারণেই অধিকাংশ নতুন ট্রেডার রা লস খায় । তাছাড়া আরও একটি বড় কারণ হল ট্রেডিং না শিখে ট্রেডিং করা । নিজে এনালাইসিস না করে অন্যের কথা শুনে ট্রেড করা । সব সময় ট্রেড ওপেন করে রাখা । রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা ।
মুলত এই সব কারণেই নতুন ট্রেডার রা লস করে থাকে
-
ফরেক্সে লসের কারণ গুলোর মধ্যে একটি বড় কারণ হিসেবে আমি মনে করি...অদক্ষতা। কারণ একজন ব্যক্তি যতই ফরেক্স সম্পর্কে পুতিগত বিদ্যান হউক না কেন, সে দক্ষতাবিহীন লস নিয়ন্ত্রন রাখতে পারবে না। এছাড়াও আরো কারণ আছে...যেমন: লোভ ত্যাগ করতে হবে, ধৈর্যশীল হতে হবে, অলসতা করা যাবে না....সিগন্যালের ওপর নির্ভরশীলতা............... উদ্দেশ্যবিহীনভাব ট্রেডিং করা........বড় রিস্ক নিয়ে ট্রেড করা...এনালাইসিস ছাড়া ট্রেড ওপেন করা...... নিজের ওপর ওভার বিশ্বাস রাখা....
ট্রেডিং স্ট্রাটেজি না থাকা... সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলোও না করা....স্টপলস ব্যবহার না করা....টেকপ্রফিট সেট না করা....
-
ফরেক্স মার্কেটে লসের প্রধান কারণগুলো হলো লোভ, অদক্ষতা, পর্যাপ্ত জ্ঞানের অভাব,না বুঝে ট্রেড করা, ধৈর্য ধরতে না পারা ইত্যাদি।
-
কিছু করা বোকামি। আমার মতে, ফরেক্সে ক্ষতির একমাত্র কারণ অদক্ষতা। অল্প সময়ে কেউ এর চেয়ে ভাল কিছু করতে পারে না যে কেউ লাভ করতে পারে না। সুতরাং সবার আগে আপনার ফরেক্স সম্পদগুলি ভালভাবে জানা উচিত। ফোরস্কিন সম্পদটি সর্বদা লাভের মুখে দেখানো যায়। এজন্য ফরেক্স সম্পদগুলি খুব ভালভাবে অবহিত করতে হবে।শুরু করতে পারি না। এই ব্যবসাটি এতটাই পরিষ্কার যে কারণে এই সময়ে সংক্ষিপ্ত সময়ে নগদ অর্জনের সর্বাধিক সহজ
-
ফরেক্স লস এর অনেক কারন আছে,এক জন ট্রেডার বিভিন্ন কারনে তার ট্রেডিং এ লস করে থাকে,ফরেক্স লস এর প্রধান কারন হয়ছে ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করা এবং স্টপ লস ছাড়া ট্রেড করা,এছাড়া মার্কেট ট্রেন্ড এর বিপরীতে এন্ট্রি নেওয়া,এবং সঠিক ভাবে মার্কেট এন্যালাইসিস না করে ট্রেড করা,ইত্যাদি কারনে লস হয়ে থাকে।