আমরা ট্রেড নিয়ে সবসময় মার্কেটে নজর রাখতে পারিনা কারণ আমরা যখন মার্কেটে নজর রাখতে পারিনা তখন মার্কেট যেকোনো দিকে যেতে পারে , তাই আমাদের অনুপস্থিতিতে মার্কেট যদি অনেক বিপরীতে যায় তবে আমাদের অনেক লস হবে কিন্তু মার্কেটে না থাকার দরুন আমরা ট্রেড ক্লোজ করতে পারবো না। তখন স্টপ লস সেট করে রাখলে একটা নির্দিষ্ট পজিশনে ট্রেডটি ক্লোজ হয়ে যাবে , মূলত এটাই স্টপ লস ।