-
ফরেক্স এ যারা আসেন তাদের সবারই একটাই লক্ষ্য থাকে যেখান থেকে আপনি আপনার কাঙ্খিত এমাউন্ট আর্ন করবেন। তো সে ক্ষেত্রে আপনাকে প্রথমত মার্কেটে টিকে থাকার টেকনিক শিখতে হবে জানতে হবে বুঝতে হবে, যদি এপ্রিল মার্কেটে টিকে থাকতে না পারেন তাহলে আপনি প্রফিট করবেন কিভাবে। তাই আগে মার্কেটের টিকে থাকাটাই প্রধান লক্ষ। যে ফরেক্স নিয়ে অনেক স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্যে বলছি এখানে যে টিকে থাকতে পারবে সে অবশ্যই প্রফিট করতে তাই ধৈর্যশীল হয়ে কাজ করতে হবে। অথচ তার কারণে যদি আপনি উল্টা পাল্টা কিছু করেন তাহলে আপনার ফরেক্স সম্পর্কে নেগেটিভ ধারণা হতে পারে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে তাই তাড়াতাড়ি অধিক প্রফিট এর আশা ত্যাগ করুন মার্কেটে টিকে থাকাটাই প্রধান লক্ষ্য নির্ধারণ করুন। সর্বদা রিক্স কম নিয়ে ট্রেড করবেন মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করে ট্রেড করবেন তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, প্রফিট কিছুটা কম হলেও আশঙ্কার হার কম থাকবে।
-
হ্যা অবশ্যই আমিও একমত আপনি অল্প রিস্ক নিয়ে ট্রেড করুন কখনই আপনি অতিরিক্ত ঝুকি নিয়ে ট্রেড করবেন না। কারন ফরেক্স মার্কেটে ১০০% বলে কোন কথা নেই। এখানে যা কিছু হতে পারে তাই অতিরিক্ত ঝুকি নিলে আপনি ফরেক্স মার্কেটে বড় ধরনের লস এর সম্মূখিন হতে পারেন তাই কখনই অতিরিক্ত ঝুকি নিবেন না।
-
অল্প রিস্ক নিয়ে ট্রেড করা উত্তম কারন। বেশি রিস্কে ট্রেড করলে ব্যালেন্স শূন্যের কোঠায় যাওয়ার সম্ভবনা আছে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে রিস্ক নিতে হবে। আমরা রিস্ক নিব তবে অল্প রিস্ক নিব।
-
ফরেক্সে টিকে থাকার একমাত্র উপায় হোল অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করা অল্প রিস্ক নিয়ে আমরা যদি ট্রেড করি তাহলে লস কম হবে এমনকি ভালভাবেও ফরেক্স ট্রেডিং শেখা হবে আর আমরা প্রতি ট্রেডেই যদি লস করি তাহলেত ফরেক্স করা না করা সমান এজন্ন আমাদের ফরেক্স ট্রেডিং শম্মন্ধে অনেক দক্ষতা অরজন করতে হবে আমরা অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করলে লসের চাইতে লাভের পরিমান বেশি হবে।
-
অল্প রিস্ক নিয়ে ট্রেড করা উচিত তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবো কিন্তু যদি বেশি রিস্ক নিয়ে ট্রেড এন্ট্রি দিতে থাকি তাহলে যদি লাভ হয় তখন অনেক বেশি লাভ হবে আর যদি লস হয় তাহলে অনেক বেশি লস হবে তাই আমাদের উচিত নতুন অবস্থায় বেশি রিস্ক না নেওয়া।আমরা যখন ট্রেডিং সম্পর্কে জানতে পারবো অথবা নিজে নিজেই ভাল এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে পারবো তখন আমাদের রিস্ক নিলে সমস্যা হবে না।তাই আগে ভাল করে জানতে হবে তার পর রিস্ক নিয়ে কাজ করতে হবে।
-
ট্রেডে রিস্ক যত কম একাউন্ট তত সেফ। আর ফরেক্স মার্কেটে একাউন্ট কে সুরক্ষা প্রদান করাটাই মূল কাজ একাজন ট্রেডারের জন্য। এজন্য আমি মনে করি সবসময় মানি ম্যানেজমেন্টের মাধ্যমে একাউন্ট কে সুরক্ষিত রেখে ট্রেড করা উচিত।
-
ঝুঁকি গ্রহণ আমাদের পক্ষে মোটেই সহায়ক নয়, তাই আমাদের সামান্যতম ঝুঁকি নেওয়া উচিত নয় যদি আমরা ঝুঁকি নিয়ে কাজ করি এবং আমরা কখনই সফল হতে পারি না, তাই আমাদের ঝুঁকি নেওয়া উচিত নয়। আরও পরিশ্রম করতে হবে এবং বুদ্ধিমানের সাথে চিন্তা করতে হবে
-
অবশ্যই অল্প রিক্স নিয়ে ট্রেড করা উচিত। আমার মতে রিক্স ফ্রি হয়ে মার্কেটের মুভমেন্ট, ট্রেন্ড দেখে, মার্কেটের আপনার টোটাল ডিপোজিটের উপর ভিত্তি করে তারপর ট্রেড করা উচত। এতে মোটামুটি আপনার সর্বোচ্চ ভলিউমকে ৩/৪ ভাগ করে মার্কেট করতে হবে। তাহলে আপনার লাভের পরিমান অ্যাভারেজে বেড়ে যাবে।
-
আমরা যে পরিমাণেরই ট্রেড করি না কেন আমাদের অবশ্যই ঝুঁকি নিতে হয় । আর ঝুঁকি যত বেশি নিব লাভও তত বেশি হবে কিংবা লসও তত বেশি হবে । তাই আমাদেরকে বিশেষ করে যারা নতুন আছে তাদেরকে পরিমিত পরিমাণ ঝুঁকি নিতে পারে । তবে ফরেক্সে ধৈর্য ধরে বুঝে কাজ করতে পারলে ফরেক্সে টিকে থাকা সম্ভব । ফরেক্সে ঝুকি কম নিয়ে কাজ করতে হবে । ফরেক্সে ঝুকি না নিয়ে কম লাভ করে করে ফরেক্সে টিকে থাকতে হবে । কম লাভ নিয়ে সন্তষ্ট হতে হবে , লোভ করা যাবে না , তাহলে লাভের বিপরীতে লস হয়ে যাবে অনেক ।
-
একজন প্রকৃত ব্যবসায়ী কখনোই ঝুকি নিয়ে ব্যবসা করে না সে সবসময়ই সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করে থাকে যাতে সে লস না করে এটাই হল প্রকৃত ব্যবসায়ীর বৈশিষ্ট্য তাই কখনোই ঝুকি নিয়ে ফরেক্স ট্রেডিং করা যাবে না আপনি যে ব্যবসাই করেন না কেনো আপনাকে ঝুকি নিতেই হবে হয় কম না হয় বেশী ফরেক্স এমন একটা ব্যবসা যার শেখার কোনো শেষ নাই এখানে সামান্য ভুলের কারনে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই বলে কি কেও এই ব্যবসায় ঝুকি নেয় না নাকি ।