-
আমরা সবাই জানি অতি লোভে তাতি নষ্ট। লভ বিষয়টি সবার মধ্য কাজ করে, তবে অতিরিক্ত লোভ মোটেও ভাল না। আর ফরেক্স ব্যবসায় লোভ করছেন তো গেছেন। ফরেক্স ব্যবসায় করতে হলে আপনাকে অবশ্যই লোভ সংযত করতে হবে , তা না হলে লস ১০০%। তাই ফরেক্স ব্যবসায় এর অন্যতম প্রধান একটি গুন হচ্ছে লোভ না করা। তাই ফরেক্সে লাভ করতে গেলে আপনাকে সাবধান থাকতে হবে যে আপনি লাভের ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে পারেন না আপনার সব থেকে বড় শত্রু হতে পারে আপনাকে লোভ থেকে বিরত থাকতে হবে ।
-
ফরেক্সে লোভ স্থান দখল করতে পারলে সফলতা অনেক কঠিন হয়ে পড়ে। অতি লোভ ত্যাগ করতে না পারলে ফরেক্স থেকে প্রফিট তো দূরে থাক ,নিজের ক্যাপিটাল হারিয়ে যেতে পারে,নিজে ফরেক্স থেকে বিদায় নিতে পারে। ইমাম গাজ্জালী (রহ:)বলেন- তিনটি স্বত্ত্বা মানুষকে ধ্ব:স করে দেয় ; লোভ ,হিংসা আর অহংকার । সুতরাং ফরেক্স থেকে যদি আমরা কিছু পেতে চাই তাহলে লোভ থেকে বাচতে হবে।
-
ফরেক্স থেকে আয় করতে হলে আগে আপনাকে লোভটাকে বির্সজন করে তারপর ফরেক্স করতে হবে। কেননা, ফরেক্স মার্কেট এর সবচেয়ে বড় শত্রু হল এই লোভ। কোন মতেই ফরেক্স মার্কেট এ লোভ করা যাবে না ফরেক্স এ যারা লোভ করে আসে এবং ফরেক্স করছে তারা ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারে না এমনি ফরেক্স মার্কেট এ বেশী দিন টিকে থাকতে পারে না।
-
আমিও আপনার কথার সাথে একমত। কেননা ফরেক্সে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই লোভকে নিয়ন্ত্রণে রাখতে হবে।লোভ সত্তাটি সকলের মাঝেই বিদ্যমান ।কিন্তু কেউ নিয়ন্ত্রণ করতে পারে আবার কেউ কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তবে ফরেক্সে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। কেননা লোভ আপনাকে ওভারলটে ট্রেড ধরার জন্য উৎসাহিত করবে। আর আপনার নেয়া একটা ভুল সিদ্ধান্ত ও আপনার এবং আপনার একাউন্টের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ফরেক্সে টিকে থাকতে হলে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ধৈর্য্য ধারণ করে কাজ করতে হবে ।এতে যেমন আপনার মুনাফাও বাড়বে তেমনি আপনার অ্যাকাউন্টের রিস্ক ও কম থাকবে। তাই বলব ফরেক্সে টিকে থাকতে হলে সব সময় আমাদের মাথায় রাখতে হবে লোভে পাপ, পাপে মৃত্যু।
-
ফরেক্সে লোভের কোন স্থান নেই। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে লোভ করা যাবে না লোভ করে ট্রেড ওপেন করলে বেশি ভাগ সময় লোকসান গুনতে হয়। তাই লোভ থেকে বিরত থাকতে হবে। মার্কেটে টিকে থাকতে পারলে লাভ এমনি হবে।
-
ফরেক্সে সাফল্য পেতে হলে লোকে বর্জন করতে হবে। প্রতিটি মানুষের মধ্যেই লোভ বিদ্যমান। লোককে কেউ ছাড়তে পারে না কিন্তু তা অনুশীলন মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। ফরেক্স এর সাফল্য পেতে হলে রোগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। ধৈর্য ধরে অনুশীলন ও জ্ঞান অর্জন করতে হবে ট্রেড বিষয়ে পারদর্শী হতে হবে। তাহলেই ফরেক্সে লাভ করা সম্ভব।
-
আসলেই ফরেক্স এ লোভের কোন স্থান নেই। কারন ফরেক্স হলো এমন একটা ব্যবসা যা আপনাকে অনেক টাকা উপার্যন করতে সাহায্য করবে কিন্তু এই ব্যবসায় আপনি যদি অল্প সময় বেশি টাকা উপার্যন করা চিন্তা করেন বা লোভ করে তাহলে আপনি এক বড় লসের শিকার হতে পারেন। লোভ কে সবসময় নিয়ন্ত্রনের মধ্যে রেখে ট্রেড করতে হবে। ফরেক্সে লোভ করতে গেলে বড় ধরনের লস খাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়।
-
ফরেক্সে অতি লোভের কোন স্থান নেই । কারন ফরেক্স ট্রেডিং হলো একটি ধৈর্যের ব্যবসা। এখানে প্রচুর ডলারের লেনদেন হয় । যে কেউ লোভ সামলাতে পারে না। এই ব্যবসাটা তাদের জন্যই প্রযোজ্য যারা ধৈর্যের পরিচয় দিতে পারবে। অতি লোভে পড়ে তাড়াহুড়ো করে ট্রেড করলে লাভের চেয়ে লসই বেশী হয়। ফরেক্সে লোভ করলেন তো হেরে গেলেন। এখানে লোভকে যত বেশী দূরে রাখা যায় তত বেশী সফলতা পাওয়া সম্ভব। এজন্য ফরেক্সে যারা ভাল কিছু করতে চায় তাদের উচিত লোভের ফাদে পা না দেওয়া। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট একটি অনলাইন আয়ের মাধ্যম । আমরা প্রতিমাসে ঘরে বসেই ফরেক্স থেকে টাকা আয় করতে পারি । কিন্তু এই ফরেক্স ব্যবসায়ে কোন প্রকার লোভ করা যাবে না । ফরেক্সে লোভের কোন স্থান নেই , এখান থেকে আয় করতে হলে জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমেই টাকা আয় করতে হবে ।ফরেক্স এ লাভে করতে গেলেই আপনাকে বড় ধরনের লস খাওয়ার আক্ষাংকাই থাকে।তাই আমি বলব কোন ব্যবসাতেই লোভের কোন স্তান নেই।
-
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে৷নতুন অদক্ষ ট্রেডারগণ তাদের বেশি লোভের কারণে ১০০০ ডলার পুজিঁও মাত্র কয়েক দিনেই শুন্য করে দিতে পারে৷ আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷ এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷ তাই ফরেক্স করতে হলে নিজেকে প্রস্তুত করে পরিবর্তন করে ফরেক্সে আত্ম নিয়োজিত করতে হবে।