-
ফরেক্স ব্যবসা একটি হালাল ব্যবসা । কারণ এখানে ব্যবসা করতে গেলে অন্য ব্যবসা এর মত আমদের ইনভেস্ট করতে হয় এবং এ থেকে সফলতা পাওয়ার জন্য আমদের অনেক কষ্ট করতে হয় । আর এই ব্যবসা এ আমরা বিভিন্ন দেশের মুদ্রা কিনা বেচা করে টাকা আয় করি । ফরেক্স অবশই হালাল ব্যবসা ।বাবসা হল পুজি বিনিয়োগ করে অর্থ উপার্জন করা কখন সেটা লাভ হতে পারে আবার কখন সেতা ক্ষতি হতে পারে। ফরেক্স বাবসা টা হল সাধারণ বাবসা এর মত। তাই ফরেক্স হালাল বাবসা।
-
সুদের যে কোন কাজই হারাম।সুদযুক্ত যে কোন কাজ না করাই ঠিক। ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করার অপশন রয়েছে। তাই সুদ নেওয়া না নেওয়া দুটোই আপনার উপরই নির্ভর করে। আপনি যদি সুদযুক্ত একাউন্ট করেন তাহলে তো সেটা আর হালাল থাকলো না। কিন্তু আপনি যদি সুদ মুক্ত একাউন্ট করেন তাহলে অবশ্যই আপনি হালাল ব্যবসার অন্তর্ভুক্ত হবেন। তারপরও আপনি এই মার্কেটে এ্যাকাউন্ট তৈরি করবেন তখন অবশ্যই একটা বিষয় উল্লেখ্য থাকে যেটা হচ্ছে আপনি সুদযুক্ত এ্যাকাউন্ট করবেন না সুদমুক্ত এ্যাকাউন্ট করবেন। তাহলে বুঝতেই পারছেন আপনি ইসলামের নিয়ম অনুযায়ী ফরেক্স ব্যবসা করতে পারবেন এতে কোন সন্দেহ নেই।
-
সুদের কার্যক্রম ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ । কিন্ত ফরেক্সে সুদের লেনদেন হয় বলে প্র্রথম দিকে এটা হারামের দৃষ্টিকোণ থেকে দেখা হত । কিন্ত বর্তমানে অনেক ব্রোকার সুদ মুক্ত একাউন্টের অফার দিয়ে থাকে । আর ব্যবসায়ে যেমন লাভ হয় তেমনি লসও হয় । ফরেক্সে তেমনি লস আছে এবং লাভ ও হয় । তাই ফরেক্সকে হারাম বলা যাবে না ।
-
সুদ মুলত কোন কারণে হারাম হয়েছে এটা আগে জানতে হবে। সুদ হল টাকাই টাকা বাড়ে ক্ষতির কোন বালাই নাই এ কারনে সুদ হারাম। ফরেক্স হল একটা পরিশ্রমী ব্যবসা। ফরেক্স লাভ যেমন আসে তেমন লসস ও আএ। তাই ফরেক্স হালাল ব্যবসা। তাছারা ফরেক্স হল পরীশ্রমী ব্যবসা বুদ্ধি ও মেধা দিয়ে এই ব্যবসায় টিকে থাকতে হয় । তাই আমাদের উচিৎ হালাল কে গ্রহন করা ও হারাম কে বর্জন করা আর হারাম কোন ব্যবসা থেকে বিরত থাকা।
-
ফরেক্স মার্কেটে যে বিষযগুলোকে ঘিরে সবসময় বিতর্ক হয় তার মধ্য অন্যতম বিষয় হল ফরেক্স হালাল নাকি হারাম এই বিষয় নিয়ে ! আমরা সবাই হয়ত একটা আয়াত জানি যে �� আল্লাহ তা�আলা ব্যবসাকে করেছেন হালাল ও সুদকে করেছেন হারাম। আপনাকে ট্রেড করে আরও ডলার ইনকাম করা শম্ভাব আপনি যদি ঠিকমতো ট্রেড করেন তাহলে অবশ্যই লাভ করবেন আর যদি ভুল করে ট্রেড দেন তাহলে অবশ্যই লচ হবে এই বেবশাই লাভ লচ দুটোই আছে এজন্যই এই বেবশা হালাল।
-
ফরেক্স ট্রেডিং অবশ্যই হালাল কারন এখানে অনেক রিস্ক আছে । আপনি একটি দেশের মুদ্রা দিয়ে অন্য দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করছেন । এতে হারামের কিছু নেই । তবে দেশের নিয়ম কানুন মেনে ট্রেড করা উচিত । ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে আমার ধারনা এটা একটি হালাল বিজনেস।ইসলামের দৃষ্টিতে সুদ খাওয়া হারাম ফরেক্স মার্কেট সুদ বলে কিছু নেই ফরেক্স মার্কেট লাভলস আছে আমরা টাকা ইনভেষ্ট করে তারপর আয় করি।একজন ট্রেডার ফরেক্স মার্কেট ট্রেড করে লাভ ও করতে পারে আবার লসও হয় তাই ফরেক্স মার্কেট একটি হালাল বিজনেস হারাম না।
-
ইসলামের দৃস্টিতে ব্যবসা হালাল সুদ হারাম। তাই এখানে হলাল ব্যবসা করার মত অনেক ব্যবসা আছে।। তেলর ব্যবসা করতে পারেন কেননা তেলের মধ্যে লাভ লস হয়।
-
ইসলামের দৃষ্টিতে যে ব্যাবসায় লাভ এবং লস হয় তাই হালাল। এই মাকে'টে আমরা পুজির বিনিয়োগ করে বা বুদ্ধি বিনিয়োগ করে অথা'ৎ ফোরাম লিখেও ফরেক্স ব্যাবসা করতে পারি। আপনার এই ফরেক্স ব্যবসা পুরোপুরি হালাল হবে। আর ইসলামিক সরিয়াতে আছে সুদ খাওয়া হারাম তাই আপনি যদি আপনার একাউন্ট হালাল করতে চান তাহলে আপনার একাউন্ট সুদ মুক্ত করুন।
-
ফরেক্স ট্রেডিং অবশ্যই হালাল কারন এখানে একজন ট্রেডারকে মূলধন যোগান দিতে হয়,পরিশ্যম করতে হয়,মেধা ব্যায় করতে হয়, লসের ঝুকি বহন করতে হয় তার পরই লাভ বা প্রফিটের দেখা মেলে তাই এই সকল কারনে আমি মনে করি ফরেক্স একটি হালাল ব্যাবসা বা আয়ের উতস।