-
আমাদের নতুন কোন কাজ করতে গেলে যেমন দক্ষতার ও অভিগতার প্রয়োজন হয়। তেমনি ফরেক্স ফোরাম এ কাজ করতে গেলেও প্রাথমিক দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে প্রফিট করলে সেটা অবশ্যই ভালো ফল আশা করা যায়।এতে করে ব্যবসায় লস এর ঝুঁকি কম থাকে।আর ফরেক্স ফোরামের প্রাথমিক দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করলে প্রফিট করে ভাল লাভ আশা করা যায়।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসায় লাভবান হওয়া আবার লসে যাওয়া এই ব্যাপার গুলো স্বাভাবিক ব্যাপার কারন ব্যবসা করতে গেলে লাভ ও লস হবেই। লাভ ও লস মিলেই হয় ব্যবসা। তবে ব্যবসায় যদি কেই অভিজ্ঞতা সম্পুর্ন হয় তাহলে তাদের লসের পরিমাণ টা একটু কম হয়। তবে লাভ শব্দ টা ভাগ্যের উপর নির্ভর করে না। লাভ নির্ভর করে নিজের অভিজ্ঞতার উপর। কারণ যে যত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সে তত বেশি উপার্জন করতে পারেন এটাই আসল সত্য। তাই আমি বলি লাভবান হওয়া ভাগ্যের ব্যাপার নয় প্রয়োজন অভিজ্ঞতা অর্জন করা।
-
প্রফিট করা কি ভাগ্যের ব্যাপার ?
এটা সত্যি যে একজন ট্রেডার যত ভাল ট্রেডারই হন না কেন , ফরেক্স মার্কেট সম্পর্কে তাদের যত জ্ঞানই থাকুক না কেন মাঝে মাঝে তাদেরও লস হয়েই যা
-
ভাগ্য সহায় থাকতে হবে।কিন্তু আপনি পুরোপুরি ভাগ্যের উপর ছেড়েদিলে হবে না।আপনাকে ভালো ভাবে এনালাইসিস করতে হবে,পরিশ্রম করতে হবে।দেখবেন প্রফিট হবেই।আর আপনার এনালাইসিস ঠিক হলে আপনার ট্রেড আপনার পক্ষে আসবে।।
-
আমি মনে করি আপনার অ্যাকাউন্টটি ধারাবাহিক গতিতে বাড়ানোর জন্য মানি ম্যানেজমেন্ট ফরেক্সে অর্থ পরিচালন সত্যিই খুব সহজ। এটি কার্যকর হওয়ার আগে আপনাকে উপরোক্ত দুটি পয়েন্টটি আয়ত্ত করতে হবে যদিও স্বল্প লাভের বাণিজ্য আপনাকে দীর্ঘ সময়ের অ্যাকাউন্ট পরিচালনার জন্য সুবিধা দেয় লক্ষ্যমাত্রা বাণিজ্যে আমরা লোকসান এড়াতে পারি এবং প্রতিদিনের ভিত্তিতে টার্গেট ট্রেডিংয়ের মাধ্যমে আমরা আমাদের লোভকেও নিয়ন্ত্রণ করতে পারি।
ধন্যবাদ
-
ফরেক্স হোল ইন্টারন্যাশনাল বিজনেস আর বিজনেস এ আপনি যেমন ভাবে করতে পারবেন আপনাকে তেমন ভাল বিজনেস প্রফিট দেবে ।ফরেক্স করা খুব এ এয়াস্য।ফরেক্স দিয়ে ইনকাম করতে ভাগ্য না আপনার অভিজ্ঞতা লাগে ভাল করে বুজা লাগে ফরেক্স সম্পর্কে ফরেক্স মার্কেট এর খবর নেওয়া লাগে তবেই ফরেক্স দিয়ে ভাল ইনকাম করা যায়
-
ফরেক্স বাজারে প্রফিট নির্ভর করে নিজের দক্ষতার উপর। নিজের মেধা ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ফরেক্স বাজার থেকে অর্থ উপার্জন করা সম্ভব। সঠিক দক্ষতার অভাব থাকলে এই মাধ্যমে ব্যর্থতার সম্ভাবনা বেশি.... ধন্যবাদ।
-
আপনি না জেনে লস করলে আর সেটি ভাগ্যের উপর দোষ দিলে তা কখনই ঠিক না, আগে যদি আমি নিজে জ্ঞান অর্জন করে একজন ভালো ট্রেডার হতে পারি তখন কোন ট্রেড আমাদের বিপক্ষে গেলেও বলা যায় এটি ভাগ্যে ছিলনা। তবে আমাদের মনে রাখা উচিৎ যে প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে, শুধু লাভ কে নয় লসটাকেও মেনে নিতে হবে।
-
প্রতিটি ব্যবসায়ের একটি সুবিধাজনক দুর্ভাগ্য রয়েছে। সুবিধাজনক দুর্ভাগ্য ছাড়া কোনও ব্যবসা কল্পনা করা যায় না। ফরেক্স অনেকটা একইরকম। এখানে আরও একটি সুবিধা দুর্ভাগ্য রয়েছে। সমস্ত ব্যবসায়ের সুবিধার পিছনে কর্মের স্পর্শ রয়েছে। বৈদেশিক মুদ্রার কোনও বিশেষ ক্ষেত্রে নয়। এখানে, পাশাপাশি, সুবিধার পিছনে ভাগ্য কাজ করে। এটি যেমন হতে পারে, অন্য একটি স্মরণ করা আবশ্যক। ভাগ্য ভাল কর্ম করতে তার নিজস্ব পালা আছে। আপনার নিজের পূর্ব নির্ধারণের প্রয়োজন।
-
ফরেক্স মার্কেটে আমি মনে করিনা যে কেও একজন শুধু ভাগ্যের জন্য ট্রেডে প্রফিট করতে পারে। আপনি যদি ট্রেডে প্রফিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই এনালাইজের দিকে সব টুকু গুরুত্ব দিতে হবে। আপনি যত ভালো ভাবে এনালাইজ টা আয়ত্ব করতে পারবেন আপানার ট্রেড টা তত ই সফল হবার সম্ভবনা রয়ে যাবে। এনালাইজ করা ছাড়া যদি একটা ট্রেড আপনি নিয়ে নেন তাহলে সেই ট্রেডে আপনার লাভ নাও হতে পারে