-
ফরেক্স মার্কেটে টিকে থাকার মূল মন্ত্র বলা হয় মানি মানেজমেন্টকে।কারন মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি আপনার ট্রেডে রিস্ক ম্যানেজমেন্ট করবেন ফলে আপনার অ্যাকাউন্টে ম্যানেজ হয়ে যাবে।এজন্য ফরেক্স ট্রেডিংয়ের টিকে থাকার জন্য ধৈর্য্য ধরে মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করে যাওয়ার বিকল্প কিছু নেই বলে আমি মনে করি।
-
ফরেক্সে সবচেয় কঠিন কাজ হল টিকে থাকা । আর টিকে থাকার জন্য প্রয়োজন হলঃ
- টিকে থাকার প্রধান উপকরণ হল দক্ষতা ।
- যত বেশি দক্ষতা অর্জন করা যাবে তত বেশি নিজের ভীত মজবুত করা যাবে ।
- ফরেক্স সম্পর্কে অবিরত জ্ঞান আহরণ ।
- আহরিত জ্ঞানকে কাজে লাগানো ।
- প্রপার মানিম্যানেজমেন্ট ।
-
ফরেক্সে মানি ম্যনেজমেন্ট করা অনেক গুরুত্তপুর্ন। মানি ম্যনেজমেন্টই পারে একটি একাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে। এছাড়াও মার্কেটে টিকে থাকার জন্য মার্কেট সথিকভাবে এনালাইসিস করাও জরুরী। মার্কেট আনালাইসিস সাহায্য করে উপযুক্ত ট্রেড নির্বাচন করতে। এছাড়াও মার্কেটে টিকে থাকার জন্য একজন ট্রেডারের ধৈর্য ধারন করে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ভাল মানিম্যানেজ মেন্ট জানতে হবে। স্টপ লস ব্যবহার করলেই যে মানিম্যানেজমেন্ট হয় আর না করলে হয় না আমি তা মানি না। আমি স্টপ লস ছাড়াই ট্রেড করি , আমার মোট মুলধন এর উপর হিসাব করে ট্রেড ওপেন করি । যেহেতু আামি স্টপ লস ব্যবহার করি না তাই দিনে ৩০০ পিপস নেগেটিভ ধরে ব্যলাস্ন ঠিক রাখার চেষ্টা করি।
-
ফরেক্স সম্পূর্ণই একটি calculative এবং প্রযুক্তিগত ব্যবসা. কিছু মানুষ মনে করে যে বৈদেশিক মুদ্রার ভাগ্য উপর নির্ভর করে, এটা অনুমান এবং কিছু ধারনা দ্বারা সম্পন্ন করা যেতে পারে. যারা এই সব মনে করি তারা সঠিক না। ফরেক্স কিছু নীতি ও নীতিমালা রয়েছে. আছে অনেক কিছু ট্রেডিং আগে শিখতে হিসাবে, বৈদেশিক মুদ্রার, বিভিন্ন বিশ্লেষণ ধারণা জানা ইন্ডিকেটর, তহবিল ব্যবস্থাপনা চিহ্নিত এবং বিশ্বের অর্থনৈতিক পরিবর্তন / ট্রেন্ড জানতে হয় তাহলেই ফরেক্স মার্কেট টিকে থাকা যায়।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য প্রয়োজন হলঃ ফরেক্স সম্পর্কে সঠিক ধারণা ও অভিজ্ঞতা থাকতে হবে, ট্রেড করার কৌশল জানতে হবে, ধৈর্যশীল হলে হবে, লোভ ত্যাগ করতে হবে, পরিশ্রমী হতে হবে তবেই ফরেক্স মার্কেট এ টিকে থাকা যাবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ফরেক্স এর যে সকল নিয়ম কানুন আছে সেগুলি পালন করতে হবে ।আমাদের সবার একটাই উদ্দেশ্য ফরেক্স মার্কেটে টিকে থাকা তাই ট্রেড করার সময় বিশেষ করে মানি
ম্যানেজমেন্ট এর উপর গুরুত্ব দিতে হবে ।আর বেশী বেশী করে ডেমো চর্চা করতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য সর্বপ্রথম অাপনকে আপনার ব্যালেন্স এর মানি ম্যানেজমেন্ট করতে হবে । ভাল মানি ম্যানেজমেন্ট থাকলে ভাল লাভ করা যায় এবং মার্কেটে বেশী সময় টিকে থাকা সম্ভব এছারা মার্কেটে প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য হারা হয়ে এলো মেলো ট্রেড করা যাবে না । কখনও অতিরিক্ত রিক্স নিয়ে একাধিক ট্রেড ওপেন করা যাবে না এবং সর্বক্ষন মার্কেট এনালাইসিস করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আপনি তখনই সফলতার সাথে এগিয়ে যেতে পারবেন যখন আপনি ফরেক্স ট্রেডিং বুঝবেন এবং অভিজ্ঞতা লাভ করতে পারবেন। ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতার কথা বারবার বলার কারন হল এটি এমনই হাতিয়ার যা আপনাকে মার্কেটে সফলতার সাথে ভাল প্রফিট লাভ করতে পথ দেখাবে।
-
ফরকক্স মারকাতে টিকে থেকতে হলে প্রথমে আপপনার পপ্রয়োজন হল ধয্য এএটটা ননা হলে আপনি ফরেক্স মারকেটে টিকা থাকতে পারবেন না। করন এর আসল অশ্র হল ধরয্য জার জতো ধরয্য বাসি সে ততই ফরেক্স মারকেতে টেকা থাকতে পারবে না হলে ফরেক্স মারকেটে টেকা থাকা সম্ভব না।