লসের কারণ অনেকগুলো রয়েছে । নিম্নে কতকগুলো কারণ বর্ণনা করা হল :
(১) ধৈর্য্য না থাকা ।
(২) দক্ষতা না থাকা ।
(৩) মার্কেট এ্যানালাইসিস না করা ।
(৪) নিউজ না দেখা ।
Printable View
লসের কারণ অনেকগুলো রয়েছে । নিম্নে কতকগুলো কারণ বর্ণনা করা হল :
(১) ধৈর্য্য না থাকা ।
(২) দক্ষতা না থাকা ।
(৩) মার্কেট এ্যানালাইসিস না করা ।
(৪) নিউজ না দেখা ।
অজ্ঞতা ফরেক্স ট্রেডের প্রধান কারণ। আমরা না জেনে না বুঝেই ফরেক্স মার্কেটে লাভবান হতে চাই। আমরা প্রথম থেকেই ফরেক্সকে খুব সহজ একটি আয়ের মাধ্যম হিসেবে ধরে নেই। যার ফলে পরবর্তীতে বাঁশের গিরা গুণতেও ভুলে যাই। তাই লাভ নয় , লস নিয়েই প্রথম থেকে ভাবা উচিত।
লসের কারন অনেক গুলো হতে পারে ফরেক্স না শিখে ট্রেড করলে লস হবে, আমি মনে করি ফরেক্স সম্পর্কে অনেকে জেনে লস করে কারন তারা লোভ সামলাতে পারেনা। তাই আমাদের কে আগে লোভ সম্পর্কে জানতে হবে।
ফরেক্স এ লস আসলে অনেক কারণেই হয়ে থাকে.ডেমো ট্রেডিং না করে রিয়েল ট্রেডিং করার কারণে লস হয়ে থাকে.আন্দাজে ট্রেড অর্থাত মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার কারণে লস করে থাকে.মনে ম্যানেজমেন্ট না করলেও লস করতে হয়.এইসব জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারলেই একজন ত্রাদের সঠিকভাবে ট্রেড করতে পারবে.
আমি আপনার সাথে একমত।। ফরেক্সে লস করার পেছনে অন্যতম প্রধান কারন হলো মানি ম্যানেজমেন্ট না করা।। আমরা অনেকেই ফরেক্সে একাধিক ট্রেড করে থাকি লস কমানোরর জন্য।। কিন্ত তাতে দেখা যায় আমরা কোনো দিকেই এগুতে পারতেছি না।। তাই আমাদের ইমুশনকে কন্ট্রোল করতে হবে।। মানি ম্যানেজমেন্ট করতে হবে, বাজার ভালভাবে এনালাইসিস করে ট্রেড করলে আমরা লাভবান হতে পারবো।।।।
নানা রকম কারনে ফরেক্স মার্কেট এ লস হয়ে থাকে তাই আমি মনে করি আমাদের কে এই লস থেকে বাচতে হলে ভাল করে ফরেক্স শিখতে হবে। ধৈর্য ধরতে হবে। আসলে লস না হলে আমরা শিখতে পারি না। লস থেকেই জ্ঞান অর্জন হয়।প্রথম সবাই একটু লস করে থাকে। তবে লস যে ন না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।
লসের অনেক বেশি কারণ বিদ্যমান । তার মধ্য অন্যতম হল নিজের প্রতি নিয়ন্ত্রন না থাকা । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে লস এবং লাভ উভয় হল ব্যবসার মৈলিক জিনিস । তাই এগুলোকে আামরা অস্বিকার করতে পারব না । তবে নিজের যখন ট্রেডিং দক্ষতা সৃষ্টি হবে তখন তা দিয়েই আমরা অনেকদুর এগিয়ে যেতে পারব বলে আমি মনে করি ।
ফরেক্স ট্রেড করার ক্ষেত্রে লস সচারচর সবাই করি। তবে কম ঝুঁকি নিয়ে ট্রেড করলে লসের পরিমাণও কমানো যায়। ট্রেডে একবার লস হলে তা রিকভার করা অনেক কঠিন কাজ তাই মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে করে ট্রেড করা উচিত। এছাড়াও অনেকেই স্টপ লস ব্যবহার না করে ট্রেড করে থাকে যার ফলে অধিক লসের সম্মুখীন হয়। ট্রেড করার ক্ষেত্রে অনেকেই সঠিকভাবে এনালাইসিস করতে পারে না তাই লসের মুখোমুখী হয়।
ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। লসকে আসলে কমিয়ে আনতে হবে। আপনি ফরেক্স মার্কেটে শতভাগ লাভ করতে পারবেন না। আপনার কিছু কিছু ট্রেডে খতির সম্মুখিন হতেই হবে। কিন্তু ভালো লাভের আশায় আমাদের সেই লসের পরিমাণগুলোকে কমিয়ে আনতে হবে ছোট ছোট ভুলের দিকে নজর দিয়ে এবং জথাজথ মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে।
আমরা ফরেক্স মার্কেট এ কম বেশী সবাই লস করে থাকি আসলে আমাদের ছোট খাট ভুলের জন্য আমরা এমন লসের সম্মুখীন হই । আমাদের এনালাইসিস ভুল হওয়ার জন্য ও লস এর ফাদে পরতে হয়। তাড়াহুড়া করে ট্রেড ওপেন করার ফলেও লস আমাদের ছাড়ে না। এই রকম আরো ছোট খাটো ভুলের জন্য আমরা লসের সম্মুখীন হই। তাই ভুল গুলা এড়িয়ে চলা উচিত।