-
আমি ফরেক্স করি বাড়তি ইনকামের জন্য । অবসর সময়ে যেন বাড়তি কিছু ইনকাম করে নিজেকে আরও সাবলম্বি করতে পারি এই জন্য আমি ফরেক্স করি। আমার মতো অনেকেই অবসর সময় কাজে লাগাতে পছন্দ করে , জার কারনে আমার মনে হয় অনেক পেশাজিবি মানুষ আজকে ফরেক্স কে নিজেদের পেশা অথবা অবসর সময়ে একটু বাড়তি ইনকামের ব্যাবস্থা হিসেবে নিয়েছে ।
-
ফরেক্স ট্রেড করবো কারন এখানে অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায়। অন্যান্য ব্যবসায়ের তুলনায় এই ব্যবসায়ের ধরন ভিন্ন এবং ট্রেড শিখতে পারলে অনেক সুবিধাজনক। এখানে ভালো ট্রেডার হতে পারলে ভালো আয় করা সম্ভব। মার্কেটে টিকে থাকতে পারলে ভবিষ্যতে আরও উন্নতি সাধন করা সম্ভব। এখানে লেনদেনের তেমন কোন ঝামেলা নেই। ঘরে বসেই ব্যবসায় পরিচালনা করা যায়।
-
ফরেক্স হল একটা ব্যাবসা। তাই পার্ট টাইম বা ফুল টাইম হিসাবে করতে পারেন । এই ব্যাবসা আপনাকে ব্যাক্তি জীবনে অনেক সাবলম্বি করে তুলবে । শুধু তাই নয় , বর্তমান যুগ হল স্বাধীন পেশার যুগ । ফরেক্স হল সেই প্লাটফর্ম যেখনে আপনি আপনার ব্যাক্তি জীবনকে ফুটিয়ে তুলতে পারেন । পাশাপাশি মনে করেন বর্তমানে একটা ভাল চাকরী পাওয়া অনেক কঠিন বিষয় । সেক্ষেত্রে ফরেক্স ব্যাবসা হল উন্মুক্ত প্লাটফর্ম ; আপনি ভাল ভাবে মার্কেট এনালাইসিস করতে পারলেই ব্যাবসা সফল হবেন।
-
ফরেক্স মার্কেট আমরা এই জন্যই করব যেন ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করে যেন বেশি বেশি টাকা ইনকাম করতে পারি এর জন্য। তবে ফরেক্স মার্কেটে শুধু ট্রেড করলেই হবে না ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ না করে ট্রেড করলে আমাদের অনেক লস হবে বলে আমি মনে করি।
-
আমি মনে করি ফরেক্স এমন একটি পন্থা যার মাধ্যমে নিজের জীবনের গতি টা কিছুটা দ্রুত আর আয়ের মাধ্যমে সম্মানকে উচ্চু করতে সক্ষম। আমি মনে করি আমার আয়ের উৎস হিসেবে ফরেক্স ই শুধু যথেষ্ট। তবে অধৈর্য হলে চলবে না।
-
ফরেক্স এমন একটি আয়ের উৎস যা থেকে অনাআয়েসে পাড়া-লেখা বা অন্যান্য কাজের পাশাপাশি একটা বড় ধরনের আয় করা যায়। এটার কোন নির্দিষ্ট সময় নেই যে এখনি কাজ করতে হবে। এটার মাধ্যমে বেকারত্ব দুর করা যায়। এবং একমাত্র এটার মাধ্যমেই অতি তাড়াতাড়ি ও অতি সহজে বড়লোক হওয়া যায়।
-
ফরেক্স কেনো করবো আমরা ফরেক্স করবো কারন দৈনিন্দিন জীবন ধারনের জন্য অর্থ প্রয়োজন আর বর্তমান সমাজে অর্থনৈতিক সমস্যা অসীম হয়ে দাড়িয়েছে দিনে দিনে বেকারত্য বৃদ্ধি পাচ্ছে আর এই বেকার সমস্যা দুরিকরোনের জন্য ফরেক্স অন্যতম। আমরা আমাদের বেকার সমস্যা দুর করে নিজেকে সাবলম্বি করার জন্য ফরেক্স করবো। আর এটি ফরেক্স থেকে করা সম্ভব।
-
ফরেক্সে কাজ করে অনেকের জীবনের গতি পালটে দিতে পারে। ফরেক্সে যে কোন পেশার লোক কাজ করতে পারে। উর্পাজনের মাধ্যম হিসেবে কাজ করতে পারে। অন্য একটা চাকরির পাশাপাশি এই ফরেক্স এ কাজ করতে পারে। অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্জন এর সঠিক প্রয়োগ করে জীবনে ব্যপক সফলতা এনে দিবে। তাই ফরেক্স করব। :dance:
-
ফরেক্স একটি অনলাইন ব্যাবসা।যার মাধ্যমে খুব অল্প সময় এ অনেক বেসি লাভ করা যাই বলে আমি মনে করি।আমি একজন ছাএ আর তাই আমি আমার পড়াশু্নার পাশা পাশি ফরেক্স এ কাজ করি।আমি মনে করি যে ফরেক্স সকল ছাএদের জন্য খুব ই ভাল।আমার মতে ছাএ জীবন এ ফরেক্স এর ভুমিকা অনেক বেশি।আমি চাই আমার মত সকল ছাএ ই ফরেক্স এ কাজ করে জীবন এ অনেক উন্নতি করুক।
-
ফরেক্স ট্রেডিং অনলাইভিত্তিক আয়ের সব থেকে বড় উতস হিসাবে এতিমধ্যে সকলের কাছেই দারুন ভাবে জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের দেশে অনেক ছেলে মেয়ে শিক্ষিত হয়েও চাকুরীর ব্যাবস্থা করতে পারছে না যার ফলে তারা বেকারত্বের অভিষাপের মধ্যে পড়ে থাকছে কিন্তু ফরেক্স ট্রেডিং এমনই একটি ব্যাবসা যেখানে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে ট্রেড করলেই অনেক ভাল আয় করে নেওয়া সম্ভাব ।