-
শেয়ার মার্কেটের চেয়ে অবশ্যই ফরেক্স মার্কেট ভাল। শেয়ার মার্কেট কেবল উপরে উঠলেই লাভ হয়। অন্যদিকে ফরেক্স মার্কেট উপরে উঠলেও ট্রেড করে প্রফিট করা সম্ভব এবং নিচেয় নামলেও ট্রেড করে প্রফিট করা সম্ভব। তাছাড়া শেয়ার মার্কেট মাত্র ৮ ঘণ্টা ওপেন থাকে কিন্তু ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা ওপেন থাকে। অন্যদিকে শেয়ার মার্কেট ফরেক্স মার্কেটের চেয়ে কম মুভ করে। তাছাড়া শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনতে হলে টাকার প্রয়োজন হয়। কিন্তু সকলের সে সামর্থ্য থাকে না। অন্যদিকে ফরেক্স মার্কেটে ডলার কিনে বিনিয়োগ করার সামর্থ্য না থাকলেও ফোরামে পোস্ট করে অর্জিত বোনাস এর ডলার মূলধন হিসেবে বিনিয়োগ করা যায়। এই সুবিধার কারণে ধনী কিংবা গরীব সকলেরই এখানে ট্রেড করার সুযোগ আছে।
-
আমার মধ্যে ফরেক্স মার্কেট বেশি ভালো। কারণ শেয়ার মার্কেটে শুধু দাম বাড়লে লাভ করা সম্ভব কিন্তু দাম কমলে লস হবে। কিন্তু ফরেক্স মার্কেটে দাম কমলো লাভ করা সম্ভব দাম বাড়লেও লাভ করা সম্ভব। আবার কাজ না বুঝে পড়লে দুটোতেই লস ও হতে পারে।
-
আমার মতে শেয়ার মার্কেট থেকে ফরেক্স মার্কেট ভাল । কারন শেয়ার মার্কেট এ একমাত্র দাম বাড়লে আপনি লাভ করতে পারবেন কিন্তু ফরেক্স এ আপনি দাম বাড়ুক আর কমুক উভয় অভস্থায় লাভ করতে পারবেন । শেয়ার মার্কেট খোলা থাকে ৮ ঘন্টা আর ফরেক্স মার্কেট খোলা থাকে ২৪ ঘন্টা তাই আপনি ফরক্স এ আপনি যে্কে কোন সময় ট্রেড করতে পারবেন কিন্তু শেয়ার মার্কেট এ সেটা পারবেন না । শেয়ার মার্কেট আপ হলেই কেবল লাভ কারা যায় আর ফরেক্সে আপ এবং ডাউন উভয় অবস্থাতেই লাভ করা যায়। সবদিক থেকেই ফরেক্স মার্কেট শেয়ার মার্কেট এর থেকে বেশি লাভজনক।
-
ফ্রিল্যান্সিং শুরুর আগে অনেকেই একটা কমন প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে, কোন সেক্টরে ইনকাম বেশি। এখন যে সেক্টরে ইনকাম বেশি সেটা জানার পর সেটাই করার চেষ্টা করে। কখনো ভাবতে চায় না যে সে এই কাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা। মাথায় শুধু একটাই চিন্তা অমুক ভাই এত টাকা কামালে আমি কেন পারবো না। কোন কাজে হাত দিয়ে যখন না পারি অথবা বুঝতে পারি এটা আমার দ্বারা হবে না তখন আশেপাশের সবাই আমাদের বলে যে এটা আমার দ্বারা সম্ভব না বাদ দাও। আবার হয়তবা নিজেও বুঝতে পারার পর বাদ দিয়ে অন্য কিছুতে মনযোগ দেই।
কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে যদি কোন ট্রেডারকে আপনি বলেন অনেক লস হচ্ছে এটা হয়তো আপনার সাথে যাচ্ছে না, অন্য কোন কিছু ভাবুন, তখন দেখবেন সে কোনদিনই শুনবেনা। হয় সে জানপ্রান দিয়ে নতুনভাবে শুরু করে কামবেক করবে (খুব অল্প % লোক এটা পারে) আর হয়তবা সব হারিয়ে নি:স্ব হবার পরেও বুঝতে পারবে না। একটা বিষয় মনে রাখা উচিত আমাদের সব ব্যবসা বা সব ধরনের চাকরি আমরা সবাই করতে পারি না। তাই কে কি করছে সেদিকে কান না দিয়ে যে কাজগুলো করতে আপনার ভালো লাগে সেদিকে আপনার স্কীল ডেভেলপমেন্টে মন দিন।
-
এই মার্কেটের মুভমেন্ট আপনি সহজেই বূঝতে পারবেন আর শেয়ার মার্কেট আপনি সহজেই তার মুভমেন্ট আপনি কখনোই বুঝতে পারবেন না। এর এটি অনেক নিয়ম আছে যেটি দ্বারা আপিনি অনেক সহজেই ফরেক্ মার্কেট থেকে লাভ করতে পারবেন । ফরেক্স মাকেটকে কেউ এই ভাবে নাচাতে পারে না। শেয়ার মাকেট থেকে আপনি লাভ করতে চাইলে আপনাকে শেয়ার কিনতে হবে তারপর একটা নিদিষ্ট সময় পর যদি দাম বাড়ে শুধু তখনই বিক্রি করলে লাভ হয়।
-
আমার মনে হয় শেয়ার মার্কেট থেকে ফরেক্স অনেক ভালো। কারণ শেয়ার মার্কেট এ বিজনেস করতে হলে অনেক টাকার দরকার হয়। ব্রকার এ গিয়ে ট্রেড করতে হয়। কিন্তু ফরেক্স মার্কেট এ বিজনেস করতে কোথাও যেতে হয় না। ইনভেস্ত না করলেও চলে। ইনভেস্ত না করেও অনেক টাকা ইনকাম করা যাই, ফোরাম পোস্টিং এর বনুস দিয়া। যা শেয়ার মার্কেট এ কোনদিন সম্ভব না। তাই ফরেক্স অনেক ভালো।
-
আমার মতে ফরেক্স মার্কেটটাই বেশি ভাল। শেয়ার মার্কেট এর মত ফরেক্স এ সময় সীমা বাধা থাকে না। এটা একটি স্বাধীন ব্যবসা বলতে পারেন।শেয়ার মার্কেট এ বিজনেস করতে হলে অনেক টাকার দরকার হয়। ব্রকার এ গিয়ে ট্রেড করতে হয়। কিন্তু ফরেক্স মার্কেট এ বিজনেস করতে কোথাও যেতে হয় না। ইনভেস্ত না করলেও চলে। ইনভেস্ত না করেও অনেক টাকা ইনকাম করা যাই, ফোরাম পোস্টিং এর বনুস দিয়া। যা শেয়ার মার্কেট এ কোনদিন সম্ভব না। তাই ফরেক্স অনেক ভালো। আমি আপনাকে সাজেস্ট করব ফরেক্স বিজনেস করার জন্য। টাইম এবং টাকা দুটোই বাচান।
-
শেয়ার মার্কেটের তুলনায় ফরেক্স মার্কেট কয়েকগুন বেশি ভালো। যদিও শেয়ার মার্কেটে আমার কখনো কাজ করা হয়নি তবে যতটুকু শুনেছি তাতে শেয়ার মার্কেটে টিকে থাকাটাই কঠিন এবং লস হবার চান্স কয়েকগুন বেশি থাকে পক্ষান্তরে ফরেক্স মার্কেটে আপনি যেকোন সময়েই ট্রেড করতে পারবেন এবং ভালো এনালাইসিস করতে পারলে বা দক্ষ ট্রেডার হতে পারলে অনেক ভালো প্রফিট করা সম্ভব হবে।
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেখানে ডলার বা মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়। ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে নিজের পকেট থেকে টাকা ইনভেস্ট না করে করেউ ফোরাম পোস্টিং এর বোনাস দিয়ে ট্রেডিং ব্যবসা করতে পারবেন। আর শেয়ার বাজার এ ব্যবসা করতে হলে নগত টাকা ইনভেস্ট করে তারপর শেয়ার ব্যবসা করতে হবে । সে কারণে আমি মনে করি ফরেক্স ট্রেডিং ব্যবসায় ভালো।
-
শেয়ার মার্কেট এর থেকে ফরেক্স মার্কেট ভাল কারন শেয়ার মার্কেট এ আপনি কেবল কোন জিনিস এর দাম বাড়ার পর তা বিক্রি করে লাভ করতে পারেন কিন্তু ফরেক্সে দাম বাড়লেও লাভ করতে পারেন বা দাম কমলেও লাভ করতে পারেন।শেয়ার মার্কেট দুর্নীতিতে ভরা।এক্ষেত্রে ফরেক্স করাই ভাল।