-
ফরেক্সে ট্রেড করে ভাল সাফল্য লাভ করতে হলে আপনাকে অবশ্যই লোভকে চিরতরে বিদায় করতে হবে কারন ফরেক্স ট্রেডিংয়ে লোভ এমনই একটি বিষয় যা একজন ট্রেডারকে তার সকল ট্রেডিং দক্ষতা অভিজ্ঞতা,কেৌশল ইত্যাদি থেকে দূরে রেখে অধিক প্রফিট লাভের মোহে ফেলে ভূল ট্রেডিং সিদ্ধান্ত নিতে উদ্ভদ্ধ করে যার ফল স্বরুপ বড় ধরনের লসকে বরন করে নিতে হয়। আমরা মানুষ ,আমাদের ষররিপুর মধ্যে লোভ অন্যতম ।তাই এটা নিয়ন্ত্রন করা কিছুটা কঠিন ।
-
আসলে আমরা সবাই চাই যত তারাতারি বেশী আয় করতে পারি, তাই অনেক সময় আমরা লোভ কে নিয়ন্ত্রন করতে পারি না । তাই আমাদের উচিৎ হবে সব সময় যেন আমরা লোভে না পরি । আমি যদি কম সময়ে অনেক বেশী টাকা আয় করতে চাই তাইলেই আমাকে লোভে পরতে হবে । তাই আমি চাই আমি কোন সময় লোভে না পরতে ।
-
আপনি লোভ কে যদি কোন ভাবে নিয়ন্ত্রন করতে না পারেন তাইলে আপনি কখনো ফরেক্সে সুবিধা করতে পারবেন না । তাই আপনাকে আগে থেকে লোভ কে নিয়ন্ত্রন করতে হবে । লোভ কে নিয়ন্ত্রন করতে পারলেই আপনি ফরেক্সে ভাল করতে পারবেন । তাই আগে থেকেই আপনাকে লোভ নিয়ন্ত্রন করতে হবে তাইলেই আপনি ফরেক্সে ভাল করতে পারবেন ।
-
কারন আমাদের সবাই এই কাজটা করে থাকি যে ফরেক্স মার্কেটে লোভ করে থাকি। কিন্তু ফরেক্স মার্কেটে কাভ করতে হলে আপনি অবশ্যই লোভকে সামাল দিতে হবে নাহলে আপনাকে লস করতে হবে আর ফরেক্স মার্কেটে সবাই লোভ করবে এটাই স্বভাবিক তারপরেও এটা সামাল দিয়েই ট্রেড করতে হবে।
-
আমরা লোভকে নিয়নত্রন করতে পারিনা কারন আমরা বেশিক্ষন মারকেটের সামনে বসে থাকি তখন যখন মারকেট উঠানামা করে তখন মনে হয় যেন এই বার বাই বা সেল করলেই প্রফীট ।তবে এটার থেকে বাচতে হলে একটা নিরদিস্ট সময় পরযন্ত মারকেটে থেকে মারকেট থেকে বের হয়ে যেতে হুবে । তা না হলে দেখলেই ট্রেড দিতে মন চাইবে ।
-
আমার অভিজ্ঞতা থেকে প্রথমেই বলতে চাই আমরা লোভকে নিয়ন্ত্রণ করতে পারিনা কারন আমরা মানুষ।আর মানুষের লোভ থাকবে এটাই স্বাভাবিক।তবে আমাদের এটা ভুলে গেলে চলবে না ফরেক্স সফলতার সবচেয়ে বড় শত্রু হল লোভ।তাই আমাদের অবশ্যই উচিত লোভকে নিয়ন্ত্রণ করা যদি আমরা এখানে টিকে থাকতে চাই।
-
অনেকে অল্প জেনে ট্রেড শুরু করেন এবং ফরেক্সে ট্রেড করে বড় লোক হওয়ার চেষ্টা করেন। মুলোত যারা বেশি লোভ করেন তারাই ব্যালেন্স জিরো করে দ্রুত ফরেক্স থেকে ঝরে পরেন। এছাড়া বেশির ভাগ ট্রেডারই অল্প ডিপোজিট করে ট্রেড করেন। অল্পতে তারা সন্তুষ্ট হতে পারেন না। তাই অধিক লাভের আষায় বেশি বেশি ট্রেড করেন।
-
লোভকে নিয়ন্ত্রন করতে না পারার অন্যতম কারণ হল আমরা ধৈর্য্যর চর্চা করতে পারি না । আমাদের বেশিরভাগ ট্রেডারের মন সবসময় অস্থির থাকে । আর অস্থির মনে ধৈর্য্যর চার্চ করা যায় না । আমি মনে করি যে ধৈর্য্যর অনুশীলন যত বেশি আমরা করব তত বেশি পরিমাণে আমরা লাভবান হতে পারব । ধৈর্য্য এমন একটা গুণ যেটা লোভ এবং লালসাকে ধ্বংস করে দেয় ।
-
অনেকেই মনে করে ফরেক্স মার্কেট একটি টাকার গাছ।তাই তারা ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারেনা।ফরেক্স মার্কেট এ জারা ট্রেড করে তাদের মাজে অনেকেই যখন ট্রেড করে তখন তারা ফরেক্স মার্কেট কে টাকার মেশিন মনে করে ট্রেড করার ফলে তারা তাদের লোভ কে কনট্রোল করতে পারে না।ফরেক্স মার্কেট এ সফলতার পেছনে আরেকটি কারণ হচ্ছে লোভ কে কনট্রোল করা।আপনি যদি আপনার লোভ কে কনট্রোল করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল।
-
ফরেক্সে সফলতা অর্জনে একমাত্র বাধা হচ্ছে লোভ আমরা যদি লোভকে নিয়ত্রন করতে পারি তাহলে ফরেক্স মার্কেটে আমাদের সফলতা কেউ টেকিয়ে রাখতে পারবে না । আমরা মানুষ কম বেশি অামাদের লোভ থাকবে তবে লোাভকে নিয়ত্রনে রেখে ফরেক্স মার্কেটে আমাদের ট্রেড করতে হবে তাহলে আমরা লাভ করতে পারব ।