ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবেই । মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কোনক্রমেই এগোতে পারবেন না । আপনি হয়তো কয়েকদিন অভার প্রফিট করতে পারবেন ।কিনতু লং টার্মে আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট এর বিকল্প নাই ।
Printable View
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবেই । মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কোনক্রমেই এগোতে পারবেন না । আপনি হয়তো কয়েকদিন অভার প্রফিট করতে পারবেন ।কিনতু লং টার্মে আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট এর বিকল্প নাই ।
আমি মনে করি ফরেক্স মার্কেট এ সফলতার পেছনে যে বিষয়টা সবচেয়ে বেশি কাজ করে সেটি হল একটি ভাল মানি ম্যানেজমেন্ট । আপনার যদি একটি ভাল মানি ম্যানেজমেন্ট থাকে তবে আপনি যদি ভাল ট্রেডার নাও হন টিকে থাকতে পারবেন । আর যদি না থাকে আপনি যতিই দক্ষ ট্রেডার হন মুনাফা বের করে আনা অনেক বেশি কঠিন হবে ।
মানি ম্যানেজমেন্ট ছাড়াা কেহ জীবন উন্নতি আশা করতে পারে না । যারা মানি ম্যানেজমেন্ট করে তারা অবশ্যই ভবিষ্যতে ডলার নিয়ে চিন্তিত হয় না । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করব তাহলে সফলকাম হতে পারব ।
মানিম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ । আর মানিম্যানেজমেন্ট হল এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে ফরেক্সে করা আমাদের বিনিয়োগকৃত টাকা সঠিকভাবে যথাযথভাবে ব্যবহার করা । আর অামরা যারা ফরেক্স ট্রেডিং করি তাদের অবশ্যিই মানিম্যানেজমেন্ট কৈশলগুলো ভালভাবে মেনে চলার চেষ্টা করতে হবে । আর ফরেক্স মার্কেট হতে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হল যে টাকা বিনিয়োগ করব সে টাকা যাথে যথার্থরুপে ব্যবস্থাপনা করতে পারি ।
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।
ফরেক্স এ সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজম্যান্ট করতে শিখতে হবে । আপনি যদি 3 ট্রেড এ 50 পিপস করে 15$ লাভ করেন, আর একটি ট্রেড এ 50পিপস এ 50 $ লস করেন তাহলে আপনার ফরেক্স এ সফলতা অর্জন সম্ভব নয়। আপনাকে একই ধারাবাহিকতায় ট্রেড করতে হবে।
মানি ম্যানেজমেন্ট হল আপনার একাউন্টের ডলার যথাযথভাবে ব্যবহারের পদ্ধতি। সিকিউরিটি ট্রেডিং, ফরেক্স, অপশনস, ফিউচার্স, কিংবা কমোডিটি ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি মানি ম্যানেজমেন্টে দক্ষ না হলে কয়েক দিনে কিংবা কয়েক মিনিটেই আপনার মূলধণ হারিয়ে ফেলবেন।
ফরেক্স এর সবচেয়ে গুরুতপুরন বিষয় হল মানি ম্যানেজমেন্ট । আপনি যখন ট্রেড করবেন তখন আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে। মানি ম্যানেজমেন্ট হল আপনার ট্রেড কত পিপি লাভ করবে এবং লাভ করার পর ট্রেড বন্ধ হয়ে যাবে এবং লস হলে কত পিপি লস হলে আপনার ট্রেড বন্ধ হয়ে যাবে । মানি ম্যানেজমেন্ট ফলো করে আমি ট্রেড করি ।
ম্যানিমেনেজ ম্যান্ট হচ্ছে একাউন্ট টিকে রাখার মূল হাতীয়ার কারন অনেক ট্রেডার আছে যারা ম্যানিমেনেজ ম্যান্ট ঠিক রেখে ট্রেড করে না এতে তারা প্রফিট করলে অনেক বেশি করে আবার লস করলে ও অনেক বেশি করে তাই বেশির ভাগ দেখা যায় প্রায় ট্রেডার এর একাউন্ট জিরো করে বসে।তাই প্রতিটি নতুন ট্রেডার এর উচিত ম্যানিমেনেজ ম্যান্ট ঠিক রেখে ট্রেড করা।
ফরেক্স মার্কেটে মানি ম্যনেজমেন্ট করে ট্রেড করাটা খুবই গুরুত্বপূর্ন।করান এখানে যেকোন সময় যেকোন কিছু ঘটে যেতে পারে।তাই আপনিি যদি সতর্ক হয়ে ট্রেড করতে না পারেন তাহলে যেকোন সময় আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে।তাই আপনাকে একটি নির্দিষ্ট টেক প্রফিট এবং স্টপ লস সেট করে নিতে হবে যাতে করে আপনি প্রফিট ধরে রাখতে পারেন এবং লস হলেও যাতে একটু নির্দিষ্ট পরিমান লস হয় বড় ধরনের ক্ষতি না হয়।