আমি আমার শিক্ষকদের বলি, ভালো শিক্ষকের গুণ এটা বাধ্যতামূলক নয় যে তিনি সব কিছু জানবেন, সবকিছু পারবেন। বরং ভালো শিক্ষকের প্রধান গুন হলো, প্রতিটা ক্লাসে যাওয়ার আগে কিছুটা প্রস্তুতি গ্রহণ করা। ঠিক একই ভাবে বলবো আদর্শ ট্রেডারের প্রধান গুণ হতে হবে প্রতিনিয়ত শেখার মাধ্যমে ধারাবাহিক কাজে অগ্রসর হওয়া।